Advertisment

Lok Sabha Election 2019: মোদীর 'খান মার্কেট গ্যাং' মন্তব্য নিয়ে রাহুল-প্রিয়াঙ্কার কটাক্ষ

"মোদী যদি ৫০ ঘণ্টার জন্যেও তপস্যা করতেন, তাহলে ঘ্ণার কথা বলতেন না"। আসল ইস্যু বরাবর এড়িয়ে গিয়েছেন মোদী, অভিযোগ প্রিয়াঙ্কার।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রিয়াঙ্কা-রাহুল

গত শনিবার ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া নরেন্দ্র মোদীর এক সাক্ষাৎকার ঘিরে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী।

Advertisment

"৫০ বছর ধরে তপস্যা করলে আজ মোদী ঘৃণার বাণী আওরাতেন না", বললেন প্রিয়াঙ্কা। রাহুল বলেছেন, "এই লোকসভা নির্বাচন মোদী লড়ছেন ঘৃণার ওপর ভিত্তি করে, আর কংগ্রেস লড়ছে ভালোবাসার ওপর ভিত্তি করে"।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী সম্প্রতি বলেছেন, "মোদীর ইমেজ দিল্লির খান মার্কেট গ্যাং বানায় নি, দিল্লির লুটেরারা বানায় নি। ইমেজ বানিয়েছে মোদীর ৫০ বছরের তপস্যা। সে ভাল ইমেজ হোক কী খারাপ। আপনি একে ওপড়াতে পারবেন না। কিন্তু লুটেরা আর খান মার্কেট গ্যাং প্রাক্তন প্রধানমন্ত্রীর মিস্টার ক্লিন ইমেজ বানিয়েছে। কী করে সেটা ধ্বংস হলো, আমার ইমেজের সেখানেই উত্তর আছে। আপনাদের কাজ হল তদন্ত করা, লোককে শিক্ষিত করা"।

আর পড়ুন, ‘জয় শ্রী রাম’ বলছি, ক্ষমতা থাকলে গ্রেফতার করুন’, মমতাকে নিশানা শাহর

এই প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, "মোদী যদি ৫০ ঘণ্টার জন্যেও তপস্যা করতেন, তাহলে ঘ্ণার কথা বলতেন না"। আসল ইস্যু বরাবর এড়িয়ে গিয়েছেন মোদী, অভিযোগ প্রিয়াঙ্কার।

"মানুষ কষ্টে আছে, আসল ইস্যু নিয়ে কথা না বলে মোদী যা খুশি কিছু একটা নিয়ে আলোচনা করতে থাকেন। মানুষ এবার নিজেদের রাগ বাইরে আনছে"।

মূলত তিন চারটে ইস্যুর ওপর ভিত্তি করে নির্বাচন লড়া হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল বেকারত্ব। বাকি ইস্যুর মধ্যে রয়েছে কৃষকদের দুরাবস্থা, বিমুদ্রাকরণ, জিএসটি যা দেশের অর্থনীতিকে একেবারে ধ্বংস করে দিয়েছে", বলেছেন রাহুল গান্ধী।

Read the full story in English

General Election 2019 election commission
Advertisment