Advertisment

Arvind Kejriwal: আজই জেলে ফিরবেন কেজরিওয়াল, তার আগেও চোখে জল আনা বার্তা আপ সুপ্রিমো'র!

কেজরিওয়ালকে ২১ শে মার্চ দিল্লির আবগারি কেলেঙ্কারি মামলায় গ্রেফতার করা হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
Kejriwal jail

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সিবিআই গ্রেফতারি মামলায় জামিনের জন্য হাইকোর্টে আবেদন করেছেন। এ বিষয়ে আজ শুনানি অনুষ্ঠিত হয়।

Kejriwal returns back to Tihar jail: আজই জেলে ফিরে যেতে হবে আপ সুপ্রিমো কেজরিওয়ালকে। তার অন্তর্বর্তী জামিনের মেয়াদ শেষ হতে মাত্র কয়েক ঘন্টা বাকি। AAP সুপ্রিমো এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আত্মসমর্পণের জন্য তিহার জেলে যাওয়ার আগে রাজ ঘাট, কনট প্লেসের হনুমান মন্দিরে পুজো দেবেন এবং আইটিও-তে দলীয় কার্যালয়ে ভ্রমণ করবেন।

Advertisment

কেজরিওয়ালকে ২১ শে মার্চ দিল্লির আবগারি কেলেঙ্কারি মামলায় গ্রেফতার করা হয়। লোকসভা নির্বাচনের প্রচারের জন্য ১০ আপ সুপ্রিমোকে অন্তর্বর্তী জামিন দেয় শীর্ষ আদালত। এদিন জেলে ফেরার আগে আপের জাতীয় আহ্বায়ক এক্স-এ পোস্ট করে লিখেছেন, “আমি সুপ্রিম কোর্টের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। আজ তিহারে গিয়ে আত্মসমর্পণ করব। বিকেল তিনটে নাগাদ বাড়ি থেকে বারিয়ে প্রথমে রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাব। সেখান থেকে আমি হনুমান জির আশীর্বাদ নিতে কনট প্লেসের হনুমান মন্দিরে যাব। সেখান থেকে দলীয় কার্যালয়ে গিয়ে সব কর্মী ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে দেখা করব। সেখান থেকে আমি তিহারের উদ্দেশ্যে রওনা হব।”

আরও পড়ুন : < Rahul Gandhi On Exit Poll: ‘এটা এক্সিট পোল নয়, মোদী মিডিয়া পোল’! ২৯৫ আসন পাচ্ছে ইন্ডিয়া জোট, আশাবাদী রাহুল >

কেজরিওয়াল দিল্লির মানুষকে নিজেদের যত্ন নিতে বলেছেন। তিনি লিখেছেন। "আপনারা খুশিতে থাকলে আপনার কেজরিওয়ালও জেলে খুশিতে থাকতে পারবেন"। উল্লেখ্য মুখ্যমন্ত্রী তার অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়ানোর জন্য রাউজ এভিনিউ আদালতে আবেদন করেন। আগামী ৫ জুন মামলার শুনানি ধার্য করেছেন আদালত।

Arvind Kejriwal AAP loksabha election 2024 Delhi liquor scam
Advertisment