সপা-বসপা জোটকে সমর্থন জানালেন আরজেডি নেতা তেজস্বী যাদব। সোমবার সমাজবাদী পার্টির প্রেসিডেন্ট অখিলেশ যাদবের সঙ্গে এক সাংবাদিক সম্মেলনে এই সমর্থনের কথা ঘোষণা করেন লালুপুত্র। তেজস্বী বলেন, ”আমরা উত্তরপ্রদেশ এবং বিহারে বিজেপি-র কাছ থেকে ১২০টি আসন ছিনিয়ে নিতে প্রস্তুত। সে জন্যই আমি ব্যক্তিগতভাবে মায়াবতী এবং অখিলেশ যাদবকে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাতে চাই।”
একদিন আগেই বিএসপি সুপ্রিমো মায়াবতীর সঙ্গে দেখা করেছেন তেজস্বী। সোমবার তিনি বললেন, “আমি মায়াবতীজি এবং অখিলেশজিকে জাতীয় স্বার্থে এই জোট গড়ার জন্য অভিনন্দন জানাচ্ছি। দেশের এই সময়ে এই জোট জরুরি ছিল। ব্রিটিশদের দাসরা এই মুহূর্তে রাজ করছে।“
আরও পড়ুন, দেশদ্রোহিতা মামলায় চার্জশিটে কানহাইয়া কুমারের নাম
অখিলেশ যাদব বলেছেন, আরজেডি-র সমর্থন সপা-বসপা জোটকে আরও শক্তিশালী করল।
শাসক বিজেপি-কে আক্রমণ করে তেজস্বী যাদব বলেন, তাঁর বাবা, আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব জেলে রয়েছেন কারণ “মোদীজি তাঁকে ভয় পান“। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব গোখাদ্য দুর্নীতি মামলায় গত বছর জানুয়ারি মাসে অপরাধী সাব্যস্ত হন। তাঁর সাড়ে তিন বছরেরও বেশি সময়ের কারাবাস হয়েছে। তেজস্বী মোদী সরকারের ওপর আক্রমণ শাণিয়ে বলেন, ইডি বা সিবিআই আর গোয়েন্দা সংস্থা নেই, তারা “বিজেপি জোটের অংশীদার“ হয়ে গেছে।
উত্তরপ্রদেশে জোট থেকে কংগ্রেসকে বাদ রাখা নিয়েও মুখ খুলেছেন তেজস্বী। তিনি বলেছেন, সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজ পার্টি মোদীকে হারানোর পক্ষে যথেষ্ট। তিনি বলেন, “উপনির্বাচনের ফলাফল থেকেই এ ব্যাপারে স্পষ্ট ইঙ্গিত পাওয়া গিয়েছিল। আপনারা রাহুলজির বিবৃতিও দেখতে পারেন, তিনি নিজেই বলেছেন, বিজেপি এখান থেকে আসন পাবে না, জোটে কারা আছে তা গুরুত্বপূর্ণ নয়।“
অখিলেশের সঙ্গে তেজস্বীর যৌথ সাংবাদিক সম্মেলন সাধারণ নির্বাচনের আগে জোটের ইঙ্গিতবাহী বলেই মনে করা হচ্ছে। শনিবার মায়াবতী এবং অখিলেশ যাদব উত্তরপ্রদেশে বিজেপি-কে হারাতে নির্বাচনী জোটের কথা ঘোষণা করেন। ৮০ আসনের উত্তরপ্রদেশে সপা এবং বসপা উভয়েই ৩৮ করে আসনে লড়বে। আমেথি এবং রায়বেরিলি আসন দুটি কংগ্রেসের জন্য ছেড়ে রাখা হয়েছে। অন্য দুটি আসন ছাড়া হয়েছে আঞ্চলিক দলগুলির জন্য।
Read the Full Story in English
Get all the Latest Bengali News and Election 2021 News in Bengali at Indian Express Bangla. You can also catch all the latest General Election 2019 Schedule by following us on Twitter and Facebook
Web Title: