Election Result Reactions on Social Platform Live Updates: বাকযুদ্ধে সোশাল মিডিয়ার জুড়ি মেলা ভার। মিম ও রাজনৈতিক তরজা তো চলছেই কিন্তু এর পাশাপাশি নিজেদের মতপ্রকাশেও পিছপা নন তারা। জমি ছাড়তে কোনদিনই দেখা যায় না ভার্চুয়াল পৃথিবীর বাসিন্দাদের। এদিনও তার অন্যথা হচ্ছেনা, কার দোষ কার গুণ, চুলচেরা বিশ্লেষণে সোশাল দেওয়াল ভরিয়ে তুলছেন জনতা। এ মুহূর্তে মহাযুদ্ধের শেষে সিংহাসন ঘোষণায় 'যদি'-র হিসেব সারা। একধাপ এগিয়ে ফলাফলের বিশ্লেষণে মনোনিবেশ করেছেন নেটিজেনরা। গদিতে কে বসবেন সেটা মোটামুটি পাকা, এবার সোশাল মিডিয়া ব্যস্ত মিম তৈরিতে। ডান-বাম-গেরুয়া কাউকে বাদ রাখছে না। মেরুকরণের সমীক্ষায় অন্য গণনা চলছে নেট দুনিয়ায়। রেয়াত করা তো দুরস্ত ফের ট্রেন্ড তৈরির পথে হাঁটছেন নেটবাসী। হিউমারাস মিম থেকে হাসির পাত্র- সব চলছে রাজনৈতিক দল ও ব্যক্তি কেন্দ্র করে।
লোকসভা নির্বাচনের ফল নিয়ে এই প্রথমবার মুখ খুললেন ‘উচ্ছ্বসিত’ মোদী। টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন ‘‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস = বিজয় ভারত’’। নমো লিখেছেন, ভারত আবারও জয়ী হল। সব দেখে এখনও পর্যন্ত অন্য সমীকরণ কষে ফেলেছে নেটিজেনরা। বাম ভোটই নাকি বদলে বিজেপির দিকে গিয়েছে। ইন্টারনেট দুনিয়ায় চলছে নিজস্ব গণনা।
सबका साथ + सबका विकास + सबका विश्वास = विजयी भारत
Together we grow.
Together we prosper.
Together we will build a strong and inclusive India.
India wins yet again! #VijayiBharat
— Chowkidar Narendra Modi (@narendramodi) May 23, 2019
EXPRESS DATA | Election results dashboard
দেশে কে সরকার গড়ছে? বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়েছে অভিমত। একধাপ এগিয়ে দেশের রাজনীতির গাম্ভীর্যে হালকা মেজাজ আনছে নেটপাড়া। ইতিমধ্যেই অন্য রূপ নিতে শুরু করেছে সোশাল প্ল্যাটফর্ম। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার এই লাইভ ব্লগে ধরা থাকছে সোশালের নাড়ির স্পন্দন।
Live Blog
Lok Sabha Election 2019 Result Social Reactions: লোকসভা নির্বাচনের ফলাফলে কী বলছে ইন্টারনেট দুনিয়া, সমস্ত আপডেট রইল এখানে
এখনও পর্যন্ত ফলাফল যা বলছে তাতে তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপি। যত এই গণনা সামনে আসছে তত তেতে যাচ্ছে সোশাল প্ল্যাটফর্ম। কোনও দলই সোশালের মানুষের রোষ থেকে রক্ষা পাচ্ছে না। সব্বাইকে একহাত নিচ্ছেন নেটিজেনরা। মিম আর কার্ডে ছেয়ে যাচ্ছে ওয়াল।
প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই মিমের ট্রেন্ডে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মিমি চক্রবর্তী। আপাতত গণনা বলছে এগিয়ে রয়েছেন তিনি। আর তাতেও মিম বন্ধ হচ্ছে না তাঁকে নিয়ে। এখনও জনতা-জনার্দন ক্লান্ত হচ্ছেন না মিমিকে নিয়ে।
বিজেপিকে তো তুলোধোনা করছেই, সেই সঙ্গে ছেড়ে কথা বলছেন না তৃণমূল কংগ্রেসকেও। সব রাগ ভার্চুয়ালিই মিটিয়ে নিতে মরিয়া সোশাল দুনিয়া। সব বিষয়েই সক্রিয় থাকে এই ডিজিট্যাল ইন্ডিয়া। তবে যত দিন গড়াচ্ছে উৎসাহে ভাটাও দেখা যাচ্ছে। কেমন যেন হতাশ হয়ে পড়ছেন তারা। এক্সিট পোলের পর সদর্পে নিজের মত প্রতিষ্ঠা করা সোশাল জনগণ মূহ্যমান হয়ে পড়েছে।
তবে একদিকে বিজেপিকে তুলোধনা করছে মানুষ, কেউ বলছে আজ থেকে আর নিজেকে ধর্মনিরপেক্ষ বলবে না, তো কারও মত হিটলারি শাসন আগত। আবার অন্যদিকে তৃণমূলের জয়জয়াকার করছে সাধারণ সোশাল জনতা। একের পর এক মিম ও স্ট্যাটাস পরিস্কার করছে সোশাল চিত্র। বাঙালি নাকি আত্মঘাতী এই তার প্রমাণ বলেও উপমান টানছেন অনেকে।
গণনা যেদিকে যাচ্ছে তার একটা আঁচ করে নিয়ে এবার পর্যালোচনায় নিজেদের ব্যস্ত রাখছেন সোশালের জনগণ। কোনও সম্ভবনাকেই ধুলোয় মিশতে দিচ্ছেন না তারা। সেকোন বিশ্লেষণে জায়গা করে নিচ্ছে বিজেপি, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস। তবে বামেদের পারফরমেন্স দেখে তাকে খানিক তাচ্ছিল্যই করছে নেটপাড়া। নিজেরাই নিজেদের সর্বনাশ ডেকে আনছে এ ইঙ্গিতও দিয়েছে আমজনতা।
বাংলার ভোটের মার্কশিটে যখন একদিনে গেরুয়া ঝড়, সিট ধরে রাখতে মরিয়া সবুজ বাহিনী তখন নেটপাড়ার কিছু মানুষ ব্যস্ত নিরপেক্ষ বিশ্লেষণে। হাতের জোর এগিয়ে এসেছে মরা কোটালেও, তাও সোশালে তুলে ধরছেন নেটিজেনরা।
ভোটের শুরু থেকে মোদী আর মমতাকে নিতে মেতে ছিল সোশাল দুনিয়া। ফলাফলের দিনও বদল ঘটেনি সেই চিত্রের। গণনা বলতে গেরুয়াই ফের বসতে চলেছে সিংহাসনে। রাজ্য়েও বিজেপি আসন জিততে সক্ষম। সব মিলিয়ে মানচিত্রের রঙ বদলাচ্ছে একটু হলেও। তাই মমতা-মোদী তরজা কায়েম রয়েছে ভার্চুয়াল দেওয়ালেও।
সোশাল দেওয়াল দেখে মনে হচ্ছে বামেদের থেকে এবারও যথেষ্ট আশা রেখেছিল নেটপাড়া। কিন্তু এখনও পর্যন্ত ভোটের রেজাল্ট যা বলছে তাতে প্রবচনের মতো কার্যতই ফসিল হতে দেখা যাচ্ছে লাল দলকে। এই নিয়েই ক্ষুন্ধ জনতা। কেউ কেউ রাগ প্রকাশ করছেন তো কারও আশ্রয় সারকাজম।
ভোটের ফলাফল বেরোনোর আগে কেদারনাথে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। তারপরে আজ বিজেপি এগিয়ে থাকার খবরে মোদীর সেই যাত্রাকেও খোঁচা দেওয়া থেকে বিরত থাকছে না নেটি দুনিয়া। প্রত্যক্ষ কিংবা পরোক্ষ মতামত দিতে দেখা যাচ্ছে তাদের।
এখনও পুরোপুরি বেরোয়নি ফলাফল। তবে আন্দাজ করে গেরুয়া বাহিনীর দিকেই ঝুঁকতে দেখা যাচ্ছে নেটিজেনদের একাংশকে।
BJP supporters stepping out of the house today.#ElectionResults2019 pic.twitter.com/ApEzqPJvF7
— Akshar (@AksharPathak) May 23, 2019
রাহুল গান্ধী কেবল নয় কংগ্রেসের উপর একটু বেশিই চটে আমজনতা। মিমে তাদের নিয়েই ট্রেন্ড করছে পোস্ট।
#INC Supporters Now #ElectionResults2019 pic.twitter.com/uWN9sHS79q
— Montu-G (@MontuG_) May 23, 2019
Mahagathbandhan right now : #ElectionResults2019 pic.twitter.com/IbZ7s9XCF9
— Jasmin Chaudhari🎗 (@BeingJasmin7) May 23, 2019
Aap candidates be like #ElectionResults2019 pic.twitter.com/vOk8NKA7Hk
— Rashmi (@Rashmigarg97) May 23, 2019
যদিও গণনা বলছে এগিয়ে রয়েছে রাহুল গান্ধী। কিন্তু তাতে ভ্রুক্ষেপ নেই নেটিজেনদের। নিজেদের মতো করে মতপ্রকাশের জেরে কাঠগড়ায় রাহুলই
দেশের গণ্ডিতে আটকে নেই পৃথিবীর সবথেকে বৃহত্তম গণতন্ত্রের ফলাফলের উত্তেজনা। বিশ্বের চোখও রয়েছে ভারতের দিকেই
Rahul Gandhi : Amethi is my seat , I am gonna win !!
Smriti Irani :
#ElectionResults2019#SmritiIrani pic.twitter.com/UZM5NkXAxq
— Boring... (@graphicalcomic) May 23, 2019
Election enthusiasts in India today !! #ElectionResults2019 #Verdict2019 pic.twitter.com/AC6jB8n6Iq
— Naresh Nambisan 🇮🇳 (@nareshbahrain) May 23, 2019
8 kab bajegi? 😤#ElectionResults2019 #LokSabhaElections2019 #AcceptTheVerdict #AyegaToModiHi #ModiAaRahaHai #Namo_Again #JaiShriRam #JaiBhagwa pic.twitter.com/tBlkXTKXlO
— Mayank Chittora 🇮🇳 (@mayankchittora9) May 23, 2019
কাল্পনিক জগৎ তো! পোলাও যখন স্বপ্নেই তৈরি করেন ঘি ঢালতে কার্পণ্য করবেন কেন। তাই এই মিমে বলা- যদি অ্যাভেঞ্জার্স (মহাগাটবন্ধন) থ্যানোসের (মোদী) সঙ্গে ভোট যুদ্ধে পরাস্ত হবে না জিতবে তা বলবে আজকের ফলাফল।
Finally we would get to know in the End Game of 23rd May whether Team Avengers (Mahagathbandan) gets to defeat Thanos (Modi) or not? Will the Infinity Stones (infinite support of Bhakts) will make half the Team Avengers disappear?#ElectionResults2019#23rdMay#Endgame pic.twitter.com/Urb4kad6JH
— Nishank (@onlynishank) May 22, 2019
ধরুন নির্বাচনে হেরে গিয়েছেন কোনও রাজনৈতিক দল। তাদের অবস্থা কেমন হবে কল্পনা বলে সেটাও তৈরি করে ফেলেছেন নেট নাগরিকরা।
Wait for tomorrow to see this action of opposition leaders after results!🤣😜😂👌👏👍 #ElectionResults2019 pic.twitter.com/en1BlwFcZt
— Chowkidaar Dharmendra Verma (@Dharmen33224382) May 22, 2019
নির্বাচনের ফলাফলের বাজারে কোথা থেকে যেন চলে এল তামিলরকার্স। ফলাফল লিক করতে পারল না বলে একপ্রস্ত কথা শুনতে হচ্ছে। ভাবুন !
😀 Declaration of results may get delayed by 5-6 hours: Delhi Chief Electoral Officer #ElectionResults2019 pic.twitter.com/nFTpnoNoel
— Karthik (@karth78) May 22, 2019
গণনা করতে বসলে আপনার দশাও এরকম হতে পারে। খেয়াল করেছেন।
#ElectionResults2019 #Kejriwal counting his seats winning tomorrow. #Elections2019 #EVMVsOpposition pic.twitter.com/jmSyg2TfCL
— One! (@MaheshChippa1) May 22, 2019
রাজনীতিতে তিনি নাকি পাপ্পু। সুতরাং রাহুল গান্ধীকে নিয়ে মিম তো বনতা হ্যায়।
Can't wait for the final #ElectionResults2019 few hours left...#23may#ModiAaRahaHai
😅😅 pic.twitter.com/06JuefPC1x— Aditi Shukla (@aditishukla__) May 22, 2019
বিজেরি জিতলে নাকি এই রকমটাই করবেন অমিত শাহ
Amit Shah today 😜 pic.twitter.com/tI006ew4Rr #ElectionResults2019
— Gabbar Singh. (@GABBAR_ReBorn) May 23, 2019
নেতা নেত্রীদের ভিডিও নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক মিম ভিডিও
#ElectionResults2019 mashup pic.twitter.com/ZivsXmKFiZ
— 𝐀𝐣𝐞𝐞𝐭𝐡 𝐊 (@RKajeeth) May 22, 2019
কেউ কেউ আবার ব্যস্ত সোশাল মিডিয়ায় মানুষকে সতর্ক করতে। মারামারি কিংবা প্রহসন থেকে দূরে থেকে বন্ধুত্বপূর্ণ মেজাজেই থাকার পরামর্শ দিচ্ছেন।
পুরোনো প্রসঙ্গ টেনেও নিজেদের কোর্টে বল আনতে মরিয়া নেটিজেনরা।
নিজেদের মতো করে নির্বাচনী ফলাফলেও মতদান শুরু কেছে ভারতের জনগণ। কিছু কিছু মিম তো ট্রেন্ড করছে সোশাল মিডিয়ায়।
সোশাল প্ল্যাটফর্মে কেউ কেউ বলছে বিজেপির কোনও সম্ভবনাই নেই তো কেউ আবার এক্সিট পোলের পক্ষে। মিমি-নুসরত যদি জিতে যান তাহলেও তৈরি মিম। হারলে স্ট্যাটাস ''বলেছিলাম হারবে''। ফলাফলের বাজারে সরগরম সাধারণের মত প্রকাশের পাইকারি বাজার। নন্দীগ্রামের গুলি চালনা থেকে নিয়েলসনের সমীক্ষা- চুলচেরা বিশ্লেষণে এ যেন এক দীর্ঘ আলোচনা সভা। তর্কাতর্কিতে শত্রুতাও তৈরি হচ্ছে ভার্চুয়ালিই। তরজায় বাদ নেই 'প্রফেটিক' সুকুমার রায়, রবীন্দ্রনাথ (''নীরব করে দাও হে তোমার মুখর মোদীরে'' )।
Read the English Election 2019 Results Trending LIVE here
চৌকিদার কথাটা উঠে গিয়েছে বিজেপি সমর্থকদের নামের সামনে থেকে। মোদীর নির্দেশেই চৌকিদার তুলে নিলেন সমর্থকরা। তবে তৃণমূল ও সিপিআইএমের মুখের হাসি মিলিয়ে যাওয়াটা উপভোগ করছে নেটদুনিয়া। সোশাল প্ল্যাটফর্মে নেমে গিয়েছেন গেরুয়া ডিজিট্যাল বাহিনী।
কেবলমাত্র মিম নয়, কে হারল,কেন জিতল বা অতিতুচ্ছ আত্মবিশ্লেষণ সবেতে নিজেদের ট্রেন্ডি রেখেছে জনগণ। প্রতিটা সূক্ষ বিষয়ে আলোকপাত করছেন নেটিজেনরা। লম্বা লম্বা পোস্ট লিখে বোঝাচ্ছেন প্রয়োজনীতা। তালিকায় যোগ দিয়েছেন দেব।
রীতিমতো পেটে হাত দিতে হচ্ছে সোশাল ওয়ালে চোখ রাখলে। দেশ চলছে এক রাজনীতিতে আর নিজেরাই মতো খেলায় মাতছে নেটপাড়া। বিজেপির দিকে ঝুঁকছে দেশ সেই সময় মিম রাজনীতিতে বাজিমাৎ সোশালের।