Advertisment

বিহারে 'লণ্ঠনরাজ' খতম করার দাবি, জনসভায় লালুকে নিশানা নীতীশের

মুঙ্গেরকাণ্ডে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং উপমুখ্যমন্ত্রী সুশীল মোদীর পদত্যাগ দাবি করেছে কংগ্রেস।

author-image
IE Bangla Web Desk
New Update
Nitish Kumar

দ্বিতীয় নির্বাচনের আগে ফের প্রতিপক্ষ আরজেডিকে আক্রমণের মেজাজে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। শুক্রবার তিনি ভোটারদের উদ্দেশে বার্তা দিলেন, যাঁরা মহিলা এবং অনগ্রসর শ্রেণির জন্য কিছু করেনি তাঁদের কথায় বিভ্রান্ত না হতে। পারবাত্তায় একটি নির্বাচনী জনসভায় নীতীশের তোপ, "আগে শহরাঞ্চলেও বিদ্যুৎ ছিল না। কিন্তু আমরা ক্ষমতায় এসে লণ্ঠনরাজ খতম করেছি। এখন সব বাড়িতে আলো জ্বলে। বিদ্যুৎ পৌঁছেছে ঘরে ঘরে।"

Advertisment

তিনি এদিন বলেন, "সবাই জানে প্রকৃত সত্যটা। ওরা কোনওদিন না কাজ করেছে না করতে চেয়েছে। সদিচ্ছার অভাবে বিহার অগ্রসর হয়নি। ওরা শুধু বেকার কথা বলে গিয়েছে।" নীতীশের দাবি, এনডিএ সরকার বিহারে অপরাধ, দুর্নীতি ও সাম্প্রদায়িকতা মুক্ত সমাজ গড়ে তুলেছে। তাঁর সরাসরি আক্রমণ লালু প্রসাদ যাদবের দল আরজেডির দিকে।

আরও পড়ুন বাঁধভাঙা ভিড় তেজস্বীর সভায়, হেলিকপ্টার ঘিরে জনতার উচ্ছ্বাস, ভাইরাল ভিডিও

এদিকে, শুক্রবার রণদীপ সিং সুরজেওয়ালার নেতৃত্বে কংগ্রেসের একটি প্রতিনিধি দল মুঙ্গের হিংসার ঘটনা নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন। রাজ্যপালের সঙ্গে বৈঠকের পর সুরজেওয়ালা সাংবাদিকদের বলেন, নিরীহ মানুষের খুনের ঘটনায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং উপমুখ্যমন্ত্রী সুশীল মোদীর পদত্যাগ দাবি করেছে কংগ্রেস। যিনি নিহত হয়েছেন তাঁর পরিবারকে ৫০ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার দাবি জানিয়েছে কংগ্রেস।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Nitish Kumar Bihar Elections RJD Lalu Prasad Yadav JDU
Advertisment