West Bengal Assembly Bypolls 2019 Live Updates:
ভাটপাড়া উপনির্বাচনকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠল কাঁকিনাড়া। রবিবার দুপুর আড়াইটে নাগাদ মুড়ি-মুড়কির মতো বোমাবাজি শুরু হয়। মদন মিত্রের গাড়ি লক্ষ্য করেই এদিন বোমাবাজি করা হয় বলে দাবি তৃণমুলের। তৃণমূল বিজেপির সংঘর্ষে এই মুহুর্তে উত্তপ্ত পরিস্থিতি কাঁকিনাড়ায়। পরিস্থিতি সামাল দিতে এলাকায় র্যাফ নামানো হয়েছে।। তৃণমূল বিজেপির সংঘর্ষে এই মুহুর্তে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিয়েছে কাঁকিনাড়ায়। বিশাল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান হচ্ছে। তবে, মুহুর্মুহ বোমাবাজিতে এখনো কাঁপছে গোটা এলাকা। কার্ফু জারি হয়েছে ভাটপাড়ায়।
রবিবার লোকসভার লড়াইয়ের শেষ দফাতে রাজ্যের বিশেষ নজর থেকেছে ভাটপাড়া বিধানসভার উপনির্বাচনে। এদিন রাজ্যে মোট ৪টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হলেও সবচেয়ে বেশি উৎসাহ ভাটপাড়া নিয়েই। ভোটের আগের রাতেই রণক্ষেত্রের চেহারা নেয় ভাটপাড়া। এদিন কাঁকিনাড়া হাইস্কুলে ৩৭নং বুথে ঢুকতে গিয়ে পুলিশের সঙ্গে বচসা চলে মদন মিত্রের, বুথে ঢুকতে বাধা দেওয়া হয় তাঁকে। ভাটপাড়ার উপনির্বাচনের প্রার্থী মদন মিত্র জানান, "বেনজির নির্বাচন হচ্ছে, আমরা মমতা ব্যানার্জির পার্টি করি, আমাদের চমকাবেন না।" সিআরপিএফের জওয়ানদের দিকে অভিযোগ তুললেন তৃণমূলের এই নেতা। আর্য সমাজ মোড়ে বোমাবাজি, গুলি চলার অভিযোগ উঠেছে। গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। এদিকে, আজ সকালেই ছেলে পবন সিংকে সঙ্গে নিয়ে ভোট দিয়েছেন অর্জুন সিং। এবার ভাটপাড়ায় বিজেপির টিকিটে লড়ছেন অর্জুন-পুত্র পবন। অন্যদিকে, দীর্ঘদিন বাদে ভোটের লড়াইয়ে মদন মিত্র। মদন বলেন, ‘‘আমরা পেশিশক্তি প্রদর্শনে বিশ্বাস করিনা। চাইলে ৫ মিনিটে সব সাফ করে দিতে পারি। সকাল থেকে সবাই ভোট দেওয়ার চেষ্টা করছেন। সেটা দেখে অর্জুন সিং গোলমাল পাকানোর চেষ্টা করছেন’’।
আরও পড়ুন হাফপ্যান্ট-বারমুডা-হটপ্যান্ট পরে সব ঢুকে পড়ছে: মদন মিত্র
একদিকে, লোকসভা নির্বাচন, অন্যদিকে, বিধানসভা উপনির্বাচন, দুই ভোটযুদ্ধ ঘিরে পারদ চড়ছে বাংলায়। ৪ বিধানসভা কেন্দ্রের মধ্যে সবথেকে নজরে রয়েছে ভাটপাড়া। ভাটপাড়া মানেই অর্জুন সিং-এর গড়। লোকসভা নির্বাচনের মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন একদা তৃণমূলের ‘বাহুবলী নেতা’ অর্জুন। ভাটপাড়ার সেই ভূমিপুত্রের মাটিতেই আজ বড় পরীক্ষার সামনে দাঁড়িয়ে মমতা সৈনিক মদন মিত্র। দীর্ঘদিন বাদে আবারও ভোটের লড়াইয়ে শামিল হয়েছেন মদন মিত্র। দাপুটে নেতা অর্জুন সিংয়ের ছেলে পবন সিংয়ের সঙ্গে ভোটের লড়াইয়ে কতটা টেক্কা দিতে পারেন মদন, সেদিকেই তাকিয়ে রাজ্য় রাজনীতি।
কে কোথায় প্রার্থী?
ভাটপাড়া: তৃণমূল- মদন মিত্র, বিজেপি- পবন সিং, দার্জিলিং: মোর্চা- বিনয় তামাং (তৃণমূল সমর্থিত), জিএনএলএফ- নীরজ জিম্বা তামাং (তৃণমূল সমর্থিত), জন আন্দোলন পার্টি- অমর লামা, নির্দল- স্বরাজ থাপা (কংগ্রেস ও সিপিআরএম সমর্থিত), ইসলামপুর: তৃণমূল- আব্দুল করিম চৌধুরী, বিজেপি- সৌম্যরূপ মন্ডল, কংগ্রেস- হাজি মুজাফ্ফর হুসেন,সিপিএম- স্বপন গুহ নিয়োগী, হবিবপুর: তৃণমূল- অমল কিস্কু, বিজেপি- জুয়েল মুর্মু, কংগ্রেস - রেজিনা মূর্মূ।
Live Blog
দীর্ঘদিন পর ফের ভোটের লড়াইয়ে মদন মিত্র। ভাটপাড়ায় অর্জুন সিংদের কি টেক্কা দিতে পারবেন মদন? নির্বাচনের সব খবরের আপডেট রইল এখানে, Follow the Live Updats here:
প্রসঙ্গত, ১৯৯৮ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যে কয়েকজন তৃণমূল তৈরি করেছিলেন, তাঁদের মধ্যে অন্যতম মদন মিত্র। বঙ্গ রাজনীতিতে বরাবরই মমতার আনুগত সৈনিক হিসেবে পরিচিত মদন মিত্র। দলের যে কয়েকজন সৈনিকের উপর দলনেত্রী অগাধ ভরসা রাখেন, তাঁর মধ্যে বরাবরই অন্যতম মদন। দলের সংগঠন মজবুত করা থেকে মিটিং-মিছিলের আয়োজন ও নেতৃত্বদানে বরাবরই অনন্য ভবানীপুরের মিত্র বাড়ির এই সদস্য। আর এসবের স্বীকৃতি স্বরূপ ২০১১ সালে পরিবর্তনের সরকারের ক্রীড়া ও পরিবহণমন্ত্রকের দায়িত্ব সামলেছিলেন মদন। সাধারণ ট্যাক্সি ইউনিয়ের নেতা থেকে রাজ্যের মন্ত্রী হওয়া, বঙ্গ রাজনীতিতে মদন মিত্রের উত্থান আক্ষরিক অর্থেই নজর কাড়া। তবে ছন্দ পতন ঘটে ২০১৪ সালে। ওই বছরের ১২ ডিসেম্বর সারদা কেলেঙ্কারিতে সিবিআইয়ের হাতে গ্রেফতার হন তৎকালীন কামারহাটির বিধায়ক মদন মিত্র। পরবর্তীকালে রাজ্য মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন ‘প্রভাবশালী’ মদন মিত্র। শেষ পর্যন্ত উপনির্বাচনে অর্জুন সিংদের হারিয়ে দলনেত্রীর মুখে হাসি ফোটাতে পারলে দলে ফের তাঁর উত্থান নিশ্চিত। কিন্তু ভাটপাড়ার মাটিতে জোড়া ফুল ফোটানো রীতিমতো কঠিন কাজ বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। মদন মিত্র নিজেও বলেছেন, ''আমি জান দিয়ে লড়ব। জানি, হয়তো কঠিন লড়াই, কিন্তু শেষ রক্তবিন্দু দিয়ে লড়ব”। বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে অর্জুন গড়ে ‘মিত্র শক্তি’র পরীক্ষা, প্রার্থী হয়ে ‘আপ্লুত’ মদন
আরও একবার উত্তাল হল কাঁকিনাড়া। বোমার আঘাতে জখম হন কয়েকজন বিজেপি কর্মী। তৃণমূলের ক্যাম্প অফিস এবং একটি গুদামঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়। অশান্ত হয়ে ওঠে গোটা এলাকা। রাস্তায় উলটে পরে আছে কয়েকটি পুলিশ ভ্যান। এই মুহুর্তে পুরো এলাকায় পুলিশি তল্লাশি চালান হচ্ছে। দমকলের গাড়ি এসে পৌঁছালেও আগুন নেভানোর এখনো কিছু ব্যবস্থা নিতে পারেনি তারা।
"দাঙ্গা লাগানোর চেষ্টা করছে তৃণমূল, হিন্দুদের বাড়িয়ে বোমা মারা হয়েছে", বললেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে হাতাহাতি হয় অর্জুন সিংয়ের। দুপুরের পর থেকেই রণক্ষেত্রের চেহারা নেয় কাঁকিনাড়া। মদন মিত্রের পর এবার পুলিশের সাথে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন অর্জুন।
ভাটপাড়ায় উপনির্বাচনে মুহুর্মুহ বোমাবাজির রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। মদনকে ঘিরে বিজেপি-তৃণমূল সংঘর্ষে মুড়ি-মুড়কির মতো বোমাবাজি চলে কাঁকিনাড়ায়।
রণক্ষেত্র কাঁকিনাড়া। বোমাবাজি-গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। মদন মিত্রের গাড়ি ঘিরে ঘিরে উত্তেজনা ছড়ায়। এলাকায় উত্তেজনা। মুড়ি-মুড়কির মতো বোমা পড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে র্যাফ, পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী।
কাঁকিনাড়ার একটি বুথে ঢুকতে বাধা দেওয়া হল মদন মিত্রকে। ঘটনাস্থলে লাঠি চার্জ করেন কেন্দ্রীয় বাহিনী। মদন মিত্রকে বাঁচাতে, বুথের সুরক্ষা বজায় রাখতেই এই লাঠিচার্জ করেন তাঁরা। কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জে জখম হন একজন পুলিশকর্মী এবং মদন মিত্রের একজন নিরাপত্তা রক্ষী।
কাঁকিনাড়া হাইস্কুলে ৩৭নং বুথে ঢুকতে গিয়ে পুলিশের সঙ্গে বচসা চলে মদন মিত্রের, বুথে ঢুকতে বাধা দেওয়া হয় তাঁকে। ভাটপাড়ার উপনির্বাচনের প্রার্থী মদন মিত্র জানান, "বেনজির নির্বাচন হচ্ছে, আমরা মমতা ব্যানার্জির পার্টি করি, আমাদের চমকাবেন না।" সিআরপিএফের জওয়ানদের দিকে অভিযোগ তুললেন তৃণমূলের এই নেতা।
ইসলামপুর বিধানসভা উপনির্বাচনে বোমাবাজির ঘটনায় উত্তেজনা ছড়াল। ইসলামপুরের মাদারিপুরে ব্যাপক বোমাবাজি। আহত হয়েছেন কয়েকজন সাংবাদিক। ঘটনাস্থলে পৌঁছেছে কেন্দ্রীয় বাহিনী। ঘটনাস্থলে রয়েছে ক্যুইক রেসপন্স টিম।
বুথে বুথে ঘুরছেন তৃণমূল প্রার্থী মদন মিত্র। মদনের এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ উঠল। মদন বলেন, ‘‘অর্জুন সিংয়ের এজেন্টের নির্দেশে ১০৬নং বুথে আমার এজেন্টকে বের করে দেওয়া হয়েছে’’।
দার্জিলিং- ১২ %
ইসলামপুর- ১৮ %
হবিবপুর- ১৬.২১ %
ভাটপাড়া- ১৩.০২ %
ভাটপাড়া উপনির্বাচনে অর্জুন সিং গোলমাল পাকানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করলেন তৃণমূল প্রার্থী মদন মিত্র। মদন বলেন, ‘‘আমরা পেশিশক্তি প্রদর্শনে বিশ্বাস করিনা। চাইলে ৫ মিনিটে সব সাফ করে দিতে পারি। সকাল থেকে সবাই ভোট দেওয়ার চেষ্টা করছেন। সেটা দেখে অর্জুন সিং গোলমাল পাকানোর চেষ্টা করছেন’’।
এখনও পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ চলছে ভাটপাড়ায়। প্রসঙ্গত, গতকাল রাতে ভাটপাড়ার আর্য সমাজ মোড়ে হামলার ঘটনা ঘটে। বেশ কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। এ ঘটনার জেরে থমথমে ছিল এলাকা। তবে আজ সকাল থেকেই বুথে ভোটারদের লম্বা লাইন।
ছেলে পবন সিংকে সঙ্গে নিয়ে ভোট দিলেন অর্জুন সিং। ভাটপাড়ার এই কেন্দ্রে নজর সকলের।