Advertisment

West Bengal Lok Sabha Elections 2019: দিনহাটায় মোদীকে কড়া জবাব মমতার

West Bengal Lok Sabha Election 2019 Dates, Schedule:‘‘প্রধানমন্ত্রী এখন এক্সপায়ারিবাবু। এখন আর প্রধানমন্ত্রী বলব না, এক্সপায়ারিবাবু বলব।’’

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Lok Sabha Election 2019 Live, modi, mamata, লোকসভা ভোট ২০১৯, মোদী, মমতা

West Bengal Lok Sabha Election 2019: মোদী ও মমতা।

West Bengal Lok Sabha Election 2019: লোকসভা ভোটের মুখে আজ দেশের নজরে বাংলা। পশ্চিমবঙ্গে ভোটপ্রচারে আজ পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলায় আজ জোড়া সভা নরেন্দ্র মোদীর। রাজ্যের রাজনৈতিক নেতাদের সভাস্থলের অন্যতম পীঠস্থান ব্রিগেডে আজ যেমন সভা করবেন মোদী, তেমনই আজই উত্তরবঙ্গের শিলিগুড়িতে সভায় বক্তব্য রাখবেন নমো। ব্রিগেডের মতো হেভিওয়েট সভার পাশাপাশি উত্তরবঙ্গের শিলিগুড়িতে মোদীর সভা রেখে উনিশের নির্বাচনে তারা বড় চমক দিল বলেই মনে করছে গেরুয়া বাহিনী।

Advertisment

লোকসভা ভোটের আরও খবর পড়ুন, এখানে

এদিকে, আজ মোদী-মমতার বাগযুদ্ধে সরগরম হতে চলেছে বাংলা। একদিনে মোদীর জোড়া সভা, অন্যদিকে আজই উত্তরবঙ্গের দিনহাটায় সভা করে ভোটপ্রচার শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ, একইদিনে এ রাজ্যে ভোটপ্রচার শুরু মোদী-মমতার। দুপুরে শিলিগুড়িতে মোদীর সভার পরই দিনহাটায় মমতার সভা করার কথা। মূলত মোদীর বক্তব্যের পাল্টা জবাব দিতে এদিন তৃণমূল সুপ্রিমো মুখিয়ে থাকবেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।

প্রসঙ্গত, এবারের লোকসভা নির্বাচনে বাংলায় বিশেষ নজর দিয়েছেন মোদী-শাহরা। পশ্চিমবঙ্গে ৪২টি আসনের মধ্যে ২৩টিতে জেতার লক্ষ্যমাত্রা স্থির করেছে পদ্মশিবির। জাতীয় স্তরে বিজেপি বিরোধী নেতৃত্বের অন্যতম মুখ হয়ে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এবারের ভোটে মোদীর অন্যতম প্রধান প্রতিপক্ষ মমতাই। আর সেকারণেই মমতাকে টক্কর দিতে এবং বাংলায় নিজেদের আধিপত্য বাড়াতে মোদী-শাহরা উঠেপড়ে লেগেছেন বলেই মনে করছেন রাজনীতির কারবারীদের একাংশ।

Follow the Updates here:

5.03 PM: ‘‘টাকার হাঙর যারা, তারা এখন হ্যাঙারে মিটিং করে। উনিশে মে হয়ে গেলে, এই হ্যাঙারের মধ্যেই ঢুকে পড়তে হবে’’ দিনহাটার সভায় মোদীকে তীব্র ভাষায় আক্রমণ মমতার।

4.50 PM: দিনহাটার সভায় মোদীকে কড়া ভাষায় জবাব মমতার। ‘‘প্রধানমন্ত্রী এখন এক্সপায়ারিবাবু। এখন আর প্রধানমন্ত্রী বলব না, এক্সপায়ারিবাবু বলব। আপনি বসলেছেন, আমার সরকার নাকি গরিবদের জন্য। কাজ করিনি। কে বলেছেন, আপনি বিতর্কে অংশে নিন আমার সঙ্গে. আমি জবাব দেব। কৈফিয়ৎ দিন’’, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

4.45 PM: দিনহাটার সভায় বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছিটমহলের জমির সমস্যা মিটিয়েছি: মমতা

4.43 PM: বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তোলাগিরিও চলবে না, গুন্ডাগিরিও চলবে না: মোদী

4.40 PM: ২৩ মে কংগ্রেসের মেয়াদ শেষ: নরেন্দ্র মোদী।

4.39 PM: মমতার ব্রিগেড সভাকে তীব্র ভাষায় কটাক্ষ মোদীর। ‘‘বিভিন্ন দলের নেতারা বাংলা এসে বলছেন মোদী হঠাও। কলকাতায় এতবড় জলসা হল। বলছে, মোদী হঠাও। কেন ভাই, মোদী কী এমন করল? গরিবদের বাড়ি, শৌচালয় দিয়েছি, এটাই অপরাধ?’’

4.33 PM: ব্রিগেডের মঞ্চে বালাকোটে এয়ার স্ট্রাইক নিয়ে মমতা-সহ বিরোধীদের নিশানা মোদীর। ‘‘কিছু লোক মোদীর বিরোধিতা করতে করতে ভারতের বিরোধিতা করছে। আপনারাই বলুন, এয়ার স্ট্রাইকের প্রমাণ কারা চাইছেন? সেনাকে হতাশ কারা করছেন? জঙ্গিদের লাশ দেখান, এসব কারা বলছেন? দিদি আর ওঁর সঙ্গীরা দেশবিরোধী কথা বলছেন, কারণ ওঁদের রাজনীতির জমি টলমল’’, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

4.31 PM: নয়া ভারতের দিকে এগোচ্ছে দেশ। এখন সর্বত্র ভারতের জয়জাকার। সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, এয়ার স্ট্রাইক হয়েছে। অসম্ভব সম্ভব হয়েছে এখন। ভারতে যা হচ্ছে, একসময় তা স্বপ্ন ছিল: মোদী

4.25 PM: ব্রিগেডে এর আগে এত ভিড় দেখিনি: মোদী

4.22 PM: ‘‘আপনারা কেমন আছেন?’’ শিলিগুড়ির পর কলকাতার ব্রিগেডের সভাতেও বাংলায় কথা বলে বক্তৃতা শুরু মোদীর।

4.21 PM: বাংলায় পরিবর্তনের ডাক দিলীপ ঘোষের। ‘‘পশ্চিমবঙ্গে পরিবর্তন চাই। কেন্দ্রেও মোদী সরকার চাই, বাংলাতেও মোদী সরকার চাই। তার সেমিফাইনাল এবার উনিশ সাল। উনিশে পরিবর্তন করতে পারলে, একুশে সরকার আসবে’’, ব্রিগেডের মঞ্চে বললেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ

4.11 PM: ব্রিগেডে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

4.06 PM: ব্রিগেডের পথে বিজেপি কর্মী-সমর্থকদের আসার মুহূর্ত...

4.00 PM: কপ্টারে করে কলকাতায় এলেন মোদী। ব্রিগেডের সভায় নির্বাচনী প্রচার করবেন নমো। রেস কোর্সে কপ্টার থেকে নামেন মোদী। সেখান থেকে সড়কপথে ব্রিগেডের সভাস্থলে পৌঁছোবেন মোদী।

3.50 PM: ভোটের মুখে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলায় মুখ খুললেন হরকা বাহাদুর ছেত্রী। বিস্তারিত সাক্ষাৎকার, এই প্রতিবেদনে West Bengal Lok Sabha 2019: ‘পাহাড়ে প্রচার করতে সাহস পাচ্ছেন না কেউ’

darjeeling west bengal lok sabha polls 2019 নিজের অফিসে হরকা বাহাদুর ছেত্রী। ছবি: শশী ঘোষ

3.38 PM: মোদীকে কী জবাব দেবেন মমতা? অপেক্ষায় দিনহাটা। আর কিছুক্ষণের মধ্যেই দিনহাটায় সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

TMC Candidate list for Lok Sabha Election 2019, mamata banerjee, মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের প্রার্থীতালিকা মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি

3.35 PM: বাংলার আরও ৪ আসনে প্রার্থী ঘোষণা কংগ্রেসের। কারা লড়ছেন? বিস্তারিত পড়ুন এই প্রতিবেদনে Lok Sabha Election 2019: বাংলার আরও ৪ কেন্দ্রে প্রার্থী ঘোষণা কংগ্রেসের

3.30 PM: শিলিগুড়ির সভামঞ্চ থেকে মমতাকে নিশানা করে কী বললেন মোদী? বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে ‘চোট লেগেছে পাকিস্তানের, যন্ত্রণা হচ্ছে কলকাতায় বসে থাকা দিদির’

3.17 PM: ব্রিগেডের সভামঞ্চে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

3.10 PM: আসামে ভোটপ্রচারে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ‘অচ্ছে দিন চলে গিয়েছে’’, মোদীকে আক্রমণ রাহুলের। ‘‘নাগরিকত্ব বিল পাশের চেষ্টা করছে বিজেপি। নাগরিকত্ব সংশোধনী বিল আমরা পাস করতে দেব না’’, আসামের সভায় বললেন রাহুল গান্ধী।

3.08 PM: ‘‘শিলিগুড়িবাসীর মুড দেখে স্পষ্ট, মানুষ বিজেপিকেই চায়’’, শিলিগুড়ির সভা শেষে টুইট মোদীর।

3.05 PM: মোদী ম্যানিয়া!

bjp, বিজেপি ছবি: শশী ঘোষ।

bjp, বিজেপি ছবি: শশী ঘোষ।

bjp, বিজেপি ছবি: পার্থ পাল, ইন্ডিয়ান এক্সপ্রেস।

3.00 PM: ব্রিগেডের পথে...

bjp, বিজেপি ছবি: শশী ঘোষ।

2.53 PM: ব্রিগেডে এলেন ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ।

bharati ghosh, ভারতী ঘোষ ভারতী ঘোষ। ছবি: পার্থ পাল, ইন্ডিয়ান এক্সপ্রেস।

2.38 PM: মোদীর অপেক্ষায় ব্রিগেড।

2.05 PM: এনআরসি নিয়ে গুজব রটানো হচ্ছে। গোর্খাদের আশ্বস্ত করছি, কারও কোনও অনিষ্ট হবে না: মোদী

2.02 PM: শিলিগুড়িতে মমতাকে টার্গেট মোদীর। ‘‘চিটফান্ডের মাধ্যমে লুঠ করা হয়েছে। গরিবদের টাকা লুঠ করেছে মমতা সরকার। সরাসরি টাকা পৌঁছে যেত কৃষকদের অ্যাকাউন্টে, বাদ সেধেছেন দিদি, কৃষকদের উন্নয়ন প্রকল্পে বাধা দিয়েছেন। গরিবদের চিকিৎসা প্রকল্পে বাধা দিয়েছেন। রাজ্যের ৭০ লক্ষ কৃষকদের উন্নয়নের কাজে ব্রেক লাগিয়েছেন দিদি। কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের মানুষ লাভবান হয়েছেন। কিন্তু আরও লাভবান হতেন, যদি মমতা ব্রেক না লাগাতেন। তবে সব বাধা সত্ত্বেও চৌকিদার কাজ করছে’’, বললেন প্রধানমন্ত্রী।

1.54 PM: ‘‘আপনারা এত ভালবাসা দেখাচ্ছেন, দিদির রাতের তো ঘুম উড়ে যাবে!’’ শিলিগুড়ির সভায় মমতাকে কটাক্ষ মোদীর।

1.44 PM: মমতাকে ‘স্পিড ব্রেকার’ বলে কটাক্ষ মোদীর। শিলিগুড়ির সভায় মোদী বলেন, ‘‘গোটা দেশে যে গতিতে কাজ করেছি, কিন্তু বাংলায় সেই গতিতে কাজ করতে পারিনি। কেন জানেন, বাংলায় স্পিড ব্রেকার রয়েছে, এই স্পিড ব্রেকারকে এখানকার লোক দিদিকে জানেন। দিদি, আপনাদের উন্নয়নের স্পিড ব্রেকার। গরিবদের জন্য দিদির কোনও চিন্তা নেই।’’

1.39 PM: ‘‘মমতার নৌকা ডুবতে চলেছে’’, শিলিগুড়ির সভায় মমতাকে নিশানা মোদীর।

1.36 PM: ‘‘আপনারা কেমন আছেন? শিলিগুড়ির ভাই-বোনদের শুভেচ্ছা’’, শিলিগুড়ির সভায় বাংলায় কথা বলে বক্তৃতা শুরু মোদীর।

1.33 PM: ব্রিগেডের পথে বিজেপি কর্মী-সমর্থকরা। হাওড়া ব্রিজে মিছিল বিজেপি কর্মী-সমর্থকদের।

1.28 PM: ‘‘তৃণমূলের আবর্জনা, বিজেপির সম্পদ ও রত্ন’’, শীতলকুচির সভায় তৃণমূলত্যাগীদের কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ‘‘মোদীর মতো চৌকিদারকে এ দেশ চায় না’’, শীতলকুচির সভায় মোদীকে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 

loksabha elections 2019, abhishek banerjee, লোকসভা ভোট ২০১৯, অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছবি: ফেসবুক।

1.14 PM: বাগডোগরা বিমানবন্দরে পৌঁছোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিছুক্ষণের মধ্যেই শিলিগুড়ির সভামঞ্চে পৌঁছোবেন মোদী।

1.04 PM: আর কিছুক্ষণ পরেই বাগডোগরা বিমানবন্দরে নামবেন মোদী। সেখান থেকে সড়কপথে শিলিগুড়ির সভাস্থলের দিকে রওনা দেবেন প্রধানমন্ত্রী।

12.52 PM: ভোটের আগে পাহাড়ে কি ফিরতে পারবেন বিমল গুরুং, রোশন গিরিরা? এ মামলা কলকাতা হাইকোর্টে পাঠালো সুপ্রিম কোর্ট। ভোটের আগে পাহাড়ে ফেরার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে যেতে হবে গুরুংদের। ৪ দিনের মধ্যে গুরুংদের হাইকোর্টে আবেদন জানাতে হবে। কলকাতা হাইকোর্টে শুনানি চলাকালীন গুরুংদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না, নির্দেশ শীর্ষ আদালতের।

12.08 PM: ব্রিগেডের পথে বিজেপি সমর্থকরা। 

pm modi, প্রধানমন্ত্রী মোদী ছবি: অরুণিমা কর্মকার।

11.50 AM: বাংলায় ভোটপ্রচারের আগে বাংলায় টুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ‘‘আমি আজ আপনাদের রাজ্যে আসছি’’, পশ্চিমবঙ্গে ভোটপ্রচারের আগে বাংলায় টুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

11.30 AM: হাওড়ায় হুড খোলা জিপে চড়ে ভোটপ্রচার সারলেন তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়।

prasun banerjee, প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রসূন বন্দ্যোপাধ্যায়। ছবি: টুইটার।

11.15 AM: কংগ্রেসের ইস্তেহারকে নিশানা মোদীর। অরুণাচলের সভায় মোদী বলেন, ‘‘ওদের মতোই ওদের ইস্তেহার দুর্নীতিগ্রস্ত। মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এটা ইস্তেহার নয়, ভণ্ডামির নথি।’’

11.05 AM: মোদীর অপেক্ষায় সকাল থেকেই প্রহর গুনছে ব্রিগেড। বুধবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ব্রিগেডমুখী বিজেপি কর্মী-সমর্থকরা। শিলিগুড়িতেও একই ছবি। ব্রিগেডে ‘ম্যাঁয় ভি চৌকিদার’ লেখা প্ল্যাকার্ড হাতে বিজেপি কর্মী-সমর্থকরা।

10.55 AM: এই মুহূর্তে অরুণাচলের পাসিঘাটের সভায় বক্তব্য রাখছেন মোদী।

10.45 AM: ব্রিগেডে মোদীর সভার প্রস্তুতির মুহূর্তের ছবি টুইট করেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

10.34 AM: বুধবার মোদীর পাল্টা হিসেবে উত্তরবঙ্গেই সভা করছেন মমতা। বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে Lok Sabha Election 2019: বাংলায় একই দিনে মোদী বনাম মমতা

10.15 AM: আজ রাজ্যে কখন কোথায় মোদী? একনজরে জেনে নিন প্রধানমন্ত্রীর সফরসূচি, বিস্তারিত এই প্রতিবেদনে Lok Sabha Election 2019: রাজ্যে মোদীর জোড়া সভা, প্রহর গুনছে গেরুয়া বাহিনী

নমো টিভি এবার আপনার ঘরে নরেন্দ্র মোদী।

মোদীর সভা ঘিরে কলকাতায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। শহরে ঢোকা ও বেরোনোর জায়গায় জোরকদমে চলছে তল্লাশি। পাশাপাশি নিরাপত্তার বজ্রআঁটুনিতে মুড়ে ফেলা হয়েছে ব্রিগেড চত্বর। শিলিগুড়িতেও প্রধানমন্ত্রীর সভা ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

PM Narendra Modi CONGRESS dilip ghosh CPIM lok sabha 2019 General Election 2019 bjp tmc Mamata Banerjee rahul gandhi
Advertisment