Advertisment

West Bengal Lok Sabha Elections 2019: তৃণমূল সম্পর্কে 'আপত্তিকর' মন্তব্য, বাবুল সুপ্রিয়কে নোটিস কমিশনের

West Bengal Lok Sabha Election 2019 Dates, Schedul: বাবুলকে নোটিস পাঠিয়ে এ ব্যাপারে তাঁর ব্যাখ্যা চইতে পারে কমিশন। রিংটোন নিয়ে বাবুলের নামে আসানসোল দক্ষিণ থানাতেও অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Lok Sabha Election 2019, babul supriyo, লোকসভা ভোট ২০১৯, বাবুল সুপ্রিয়

West Bengal Lok Sabha Election 2019: বাবুল সুপ্রিয়

West Bengal Lok Sabha Election 2019: লোকসভার লড়াইয়ে বাংলায় বাম-কংগ্রেস জোটে জট। সোমবার মধ্যরাতে রাজ্যের ১১টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে কংগ্রেস নেতৃত্ব। এর মধ্যে রয়েছে রায়গঞ্জ ও মুর্শিদাবাদের মতো দু'টি কেন্দ্র। এই দুই কেন্দ্রে আগেই প্রার্থী ঘোষণা করেছিল বামেরা। বামেদের ২ জেতা আসনে প্রার্থী দিল কংগ্রেস। উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় রাজ্যের ২৫টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছিলেন বিমান বসুরা।

Advertisment

লোকসভা ভোটের আরও খবর পড়ুন, এখানে

অন্যদিকে, এখনও প্রার্থী তালিকা প্রকাশ করেনি বঙ্গ বিজেপি। তৃণমূলের প্রার্থী তালিকাকে টেক্কা দিতে রীতিমতো কৌশল করেই প্রার্থী বাছাই করছেন দিলীপ ঘোষরা। এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বিজেপির প্রার্থী কারা হন, সেদিকেই তাকিয়ে রাজনীতির কারবারিরা।

Follow the Updates here:

6.00 PM: বিজেপির ভোট প্রচারের রিংটোন বানিয়ে বিপাকে বাবুল সুপ্রিয়। রিংটোনে তৃণমূলের নামে আপত্তিকর কথা বলা হয়েছে, বাবুল সুপ্রিয়ের বিরুদ্ধে এমন অভিযোগই দায়ের করা হয়েছে নির্বাচন কমিশনে। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কমিশন। সূত্রের খবর, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বাবুলের থেকে এ বিষয়ে জবাব চেয়েছে নির্বাচন কমিশন। তৃণমূলের তরফ থেকে বাবুলর এই গানের একটি সিডিও প্রমাণ স্বরূপ জমা দেওয়া হয়েছে কমিশনে। রিংটোন নিয়ে বাবুলের নামে আসানসোল দক্ষিণ থানাতেও অভিযোগ দায়ের করা হয়েছে বলে খবর।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রস-কে নির্বাচন কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, "কমিশনের কাছ থেকে কোনও রকম ছাড়পত্র (সার্টিফিকেশন) না নিয়ে এমন গান পোর্টালে এবং ইন্টারনেটে আপলোড করে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করা হয়েছে।" জানা যাচ্ছে, এ বিষয়ে মিডিয়া মনিটরিং কমিটির চেয়ারম্যান সঞ্জয় বসু সিইও-র দৃষ্টি আকর্ষণ করেন এবং এরপরই বাবুল সুপ্রিয়কে নোটিস পাঠানো হয়।

4.35 PM: আনুষ্ঠানিক ভাবে এখনও প্রার্থী তালিকা প্রকাশ করেনি বিজেপি। তার আগেই বঙ্গ বিজেপির সম্ভাব্য প্রার্থীদের নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে Lok Sabha Elections 2019: বিজেপির সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে সরগরম বঙ্গ রাজনীতি

4.15 PM: জোট সম্ভাবনা জিইয়ে রেখে দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল বামেরা। বিস্তারিত তালিকা এই প্রতিবেদনে Lok Sabha Election 2019: ‘হাত’ ধরার রাস্তা খোলা রেখে দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ বামেদের

left, বাম ৩৮ আসনে বামেদের প্রার্থী তালিকা।

3.42 PM: বাম-কংগ্রেস জোট জোট নিয়ে কটাক্ষ পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের। ফিরহাদ বলেন, ‘‘কভি খুশি কভি গম! বুঝিনা, কখনও জোট কখনও ঝগড়া। বুঝিনা কেন এরকম হল। জোট হলেও ভাল ছিল, জোট না হলেও ভাল, সেটা ওদের সিদ্ধান্ত। আমরা লড়াইয়ে আছি, ৪২টিতেই জিতব। তবে মোদীর বিরুদ্ধে জোট ছাড়া হয়ে আলাদা করে লড়াই, কিছু একটা সন্দেহ মনে হচ্ছে।’’

firhad hakim, ফিরহাদ হাকিম ফিরহাদ হাকিম।

3.35 PM: আজই দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশের সম্ভাবনা বামেদের।

2.35 PM: বাবুলের কণ্ঠে প্রচারের রিংটোন শুনেছেন? বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে Lok Sabha Election 2019: “এই তৃণমূল আর না…”, বাবুলের কণ্ঠে প্রচারের রিংটোন

1.51 PM: চৌকিদার প্রচার নিয়ে মোদীকে নিশানা মায়াবতীর। মঙ্গলবার টুইটারে বসপা সুপ্রিমো লিখেছেন, মোদী এখন চৌকিদার, আর চাওয়ালা নন।

1.40 PM: মোদীর ‘ম্যায় ভি চৌকিদার’ নিয়ে বিরোধীদের কটাক্ষের জবাব দিলেন রবিশংকর প্রসাদ। কংগ্রেসের নাম না করে রবিশংকরের নিশানা, ‘‘ম্যায় ভি চৌকিদার হুঁ’ জন আন্দোলনে পরিণত হয়েছে। ডাক্তার, ইঞ্জিনিয়র, মহিলা যুবক, সকলেই এই আন্দোলনে সামিল হয়েছেন। কিন্তু অনেকের চিন্তা হচ্ছে। আমরা জানি, যারা জামিনে মুক্ত তাঁদের চিন্তা হচ্ছে, যাঁদের দল, পরিবার কাঠগড়ায় দাঁড়িয়ে, তাঁদের সমস্যা হচ্ছে। আইনি প্রক্রিয়ার মধ্যে যাঁরা রয়েছেন, তাঁদের চিন্তা হচ্ছে। ক্ষমতার অলিন্দে যাঁরা জন্মেছেন, তাঁদের চিন্তা হচ্ছে। যাঁদের বেআইনি সম্পত্তি রয়েছে, তাঁদের চিন্তা হচ্ছে।’’

এ ইস্যুতে প্রিয়াঙ্কা গান্ধীর নাম না করে আক্রমণের সুরে বিজেপি নেতা বলেন, ‘‘কেউ কেউ আবার চৌকিদার বড়লোকদের জন্য, গরিবদের জন্য নয় বলে টিপ্পনি করছেন।’’

আগামী ৩০ মার্চ দেশের ৫০০ জায়গায় চৌকিদারদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জানালেন রবিশংকর প্রসাদ।

ravishankar prasad, রবিশংকর প্রসাদ রবিশংকর প্রসাদ। ফাইল ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

1.25 PM: কলকাতায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ।

loksabha election 2019, লোকসভা ভোট ২০১৯ ছবি: শশী ঘোষ।

loksabha election 2019, লোকসভা ভোট ২০১৯ ছবি: শশী ঘোষ।

1.10 PM: চেতলায় কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থী মালা রায়ের প্রচারে এলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।

mala roy, firhad hakim, মালা রায়, ফিরহাদ হাকিম মালা রায় ও ফিরহাদ হাকিম।

1.00 PM: কীভাবে ইভিএমে ভোট দেবেন? ভোটের আগে শহরের রাস্তায় রাস্তায় সচেতনতামূলক প্রচার নির্বাচন কমিশনের। 

election commission, নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের সচেতনতামূলক প্রচার। ছবি: পার্থ পাল।

election commission, নির্বাচন কমিশন ছবি: পার্থ পাল।

12.26 PM: ভোটপ্রচারে বর্ধমান পূর্বের বাম প্রার্থী ঈশ্বরচন্দ্র দাস। 

11.57 AM: বাঁকুড়ায় সুব্রত মুখোপাধ্যায়ের হয়ে ভোটপ্রচারে গিয়ে মোদীকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অভিষেক বলেন, ‘‘এই লড়াইটা সাম্প্রদায়িক মোদী ও বাংলার অগ্নিকন্যার লড়াই।’’

10.51 AM: বিজেপিতে যোগ দিচ্ছেন তৃণমূলের সব্যসাচী দত্ত? জোর জল্পনা, বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে অর্জুন সিংয়ের পর কি পদ্ম-পাতায় সব্যসাচী?

10.26 AM: ভোটের মুখে ফের হিংসা রাজ্যে। মুর্শিদাবাদের ডোমকলে তৃণমূল নেতাকে খুনের অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে।

9.45 AM: আজ ও কালের মধ্যেই প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বঙ্গ বিজেপি। সূত্র মারফৎ এমনটাই জানা যাচ্ছে।

9.40 AM: ১১টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে Lok Sabha Election 2019: ১১ আসনে কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষিত, কে লড়ছেন কোথায়?

congress, loksabha election 2019, কংগ্রেস, লোকসভা ভোট ২০১৯ ১১টি আসনে প্রদেশ কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা।

ভোটের মুখে প্রচারের খামতি এটতুকুও চোখে পড়ছে না। সকাল হলেই প্রচারে বেরোচ্ছেন তৃণমূল, বাম প্রার্থীরা। সোমবার ভোটপ্রচারে গিয়ে হোলির আগেই আবীর খেলেছেন কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থী মালা রায়। ওই কেন্দ্রের বাম প্রার্থী নন্দিনী মুখোপাধ্যায়ও বাড়ি বাড়ি ঘুরে প্রচার সেরেছেন। কলকাতার পাশাপাশি জেলাতেও ভোটপ্রচারের ছবিটা একইরকম। সেইসঙ্গে কলকাতা থেকে জেলায় জেলায় রুটমার্চ করছে কেন্দ্রীয় বাহিনী।

lok sabha 2019 General Election 2019
Advertisment