West Bengal Lok Sabha Election 2019: লোকসভার লড়াইয়ে এ রাজ্যে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার রাস্তা খোলা রেখেই ২৫টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট। শুক্রবার সন্ধ্যায় প্রেস বিবৃতি জারি করে আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে বামেরা। প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের সঙ্গে কথা বলেই প্রার্থী তালিকা প্রকাশের সিদ্ধান্ত নেন ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এমনটাই জানা গিয়েছে। বামেদের প্রেস বিবৃতির পরই সাংবাদিক বৈঠকে সোমেন মিত্র জানিয়ে দেন, ‘‘২-১ দিনের মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।’’
লোকসভা ভোটের আরও খবর পড়ুন, এখানে
অন্যদিকে, এই মুহূর্তে রাজ্যের অন্যতম প্রধান বিরোধী মুখ বিজেপির প্রার্থী তালিকা এখনও প্রকাশিত হয়নি। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষও জানিয়েছেন, ২-১ দিনের মধ্যে তাঁরা প্রার্থী তালিকা ঘোষণা করবেন।
এদিকে, দলবদল নিয়ে বিজেপিকে কার্যত পাল্টা জবাব দিল তৃণমূল। অর্জুন সিংয়ের বিজেপিতে যোগদানের পরের দিনই শুক্রবার সিং পরিবারের দুই সদস্য তৃণমূলে যোগ দিলেন। ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন ব্যারাকপুর মহকুমায় বিজেপির সম্পাদক প্রমোদ সিং ও সিপিএম নেতা সঞ্জয় সিং।
Here the Updates:
4.44 PM: কলকাতায় পৌঁছোল কেন্দ্রীয় বাহিনী। বউবাজার এলাকায় রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী।
4.05 PM: রাজ্যে গণতন্ত্র ফেরানোর দাবিতে মেয়ো রোডে ধর্নায় বিজেপি। অন্যদিকে, রানি রাসমণি অ্যাভিনিউতে অবস্থানে মহিলা তৃণমূল। রাজ্যের সব বুথকে ‘অতিস্পর্শকাতর’ হিসেবে ঘোষণার দাবি জানিয়েছে বিজেপি। তারই বিরোধিতায় অবস্থানে তৃণমূল।
3.18 PM: সম্ভবত সোমবার প্রার্থী তালিকা ঘোষণা করছে রাজ্য বিজেপি। তিন ধাপে প্রার্থী তালিকা প্রকাশ করবে বিজেপি। প্রথম ধাপে উত্তরবঙ্গের কেন্দ্রগুলির প্রার্থী তালিকা ঘোষণা করার কথা রয়েছে। বিজেপি সূত্রে জানা গিয়েছে।
2.40 PM: রাহুলের ‘চৌকিদার চোর হ্যায়’-এর পাল্টা মোদীর। টুইটারে মোদী লিখেছেন, ‘‘আমি একা নই, যাঁরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন, তাঁরাও চৌকিদার। দেশের উন্নয়নের জন্য যাঁরা কঠোর পরিশ্রম করছেন, তাঁরা সকলেই চৌকিদার। আজ প্রত্যেক ভারতীয় বলছেন, আমিও চৌকিদার।’’
Your Chowkidar is standing firm & serving the nation.
But, I am not alone.
Everyone who is fighting corruption, dirt, social evils is a Chowkidar.
Everyone working hard for the progress of India is a Chowkidar.
Today, every Indian is saying-#MainBhiChowkidar
— Narendra Modi (@narendramodi) March 16, 2019
2.20 PM: ‘চৌকিদার চোর হ্যায়’, দেরাদুনের সভায় ফের মোদীকে কটাক্ষ রাহুল গান্ধীর।
LIVE: Congress President @RahulGandhi addresses public meeting in Bargah, Odisha. #EtharaCongress https://t.co/a94rBMGbkx
— Congress (@INCIndia) March 15, 2019
2.10 PM: রাজারহাট থানা এলাকায় রুটমার্চ।
1.45 PM: ভাটপাড়ায় অর্জুন সিংয়ের অনুগামীদের বাড়িতে হামলার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে প্রতিবাদে জগদ্দল থানা ঘেরাও বিজেপির।
1.38 PM: সমস্ত বুথকে স্পর্শকাতর করার দাবি প্রদেশ কংগ্রেসেরও। প্রদেশ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেন, ‘‘ভাঁওতা মেরে জনগণের জয় বলার দিন শেষ হচ্ছে। বাংলার মানুষ চাইছেন নির্বিঘ্নে ভোট দিতে। কমিশনকে বলেছি প্রায় ৭৯ হাজার বুথ রয়েছে রাজ্যে। প্রতি বুথকে স্পর্শকাতর ঘোষণা করা হোক।’’
1.33 PM: বিজেপির প্রার্থীতালিকা প্রকাশ এখনও না হওয়া নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের মন্তব্যের পাল্টা হিসেবে তৃণমূলকে নিশানা মুকুল রায়ের। মুকুল বলেন, ‘‘বিজেপি পৃথিবীর বৃহত্তম দল। তাদের নীতি, অনুশাসন রয়েছে। ওরা তো পাড়ার ক্লাবের থেকেও ছোটো।’’
12.55 PM: আজ উত্তরাখণ্ড সফরে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
Congress President @RahulGandhi will be in Uttarakhand today to address the Vishal Parivartan Rally. Watch him live across our social media channels.
YT: https://t.co/g2POk7bvU1 pic.twitter.com/BKyih08aMZ
— Congress (@INCIndia) March 16, 2019
12.38 PM: প্রার্থী ঘোষণা হতেই প্রচার শুরু করলেন যাদবপুরের বাম প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য। বারুইপুর এলাকায় শনিবার সকালে প্রচার সারলেন বিকাশরঞ্জন।
11.51 AM: বিজেপির ‘অতিস্পর্শকাতর’ বুথের দাবি নিয়ে সরব পার্থ। এ প্রসঙ্গে তৃণমূল মহাসচিব বলেন, ‘‘আমরা যখন উন্নয়নের কাজে ব্যস্ত। ওরা তখন মিথ্যাচার করছে। ছল-চাতুরি করছে। নিজেদের দুর্বলতা ঢাকতে এসব করছে। পঞ্চায়েত ভোটে ১০০ জনের মৃত্যুর হিসেব হাস্যকর। অসাধু উদ্দেশ্যে কমিশনে যাচ্ছে ওরা। অতিস্পর্শকাতর বুথের কথা বলে বাংলার মানুষকে চরম অপমান করেছে। আমরা কমিশনকে জানিয়েছে, যাতে সব দিক খতিয়ে দেখে নিরপেক্ষ ভাবে সিদ্ধান্ত নেয় তারা।’’
পাল্টা মুকুল রায় বলেন, ‘‘ওরা আসলে ভয় পেয়েছে। আমরা কোনও ছল-চাতুরি করিনি। বাংলার সব বুথকে অতিস্পর্শকাতর হিসেবে ঘোষণা করা হোক।’’
11.46 AM: প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে বিরোধীদের নিশানা পার্থ চট্টোপাধ্যায়ের। তৃণমূলের মহাসচিব বলেন, ‘‘সিপিএম ২৫টিতে লড়ছে, কংগ্রেস এখনও ঠিক করতে পারেনি, আয় রে আয় রে করছে, বিজেপি অপেক্ষা করছে, আমাদের উচ্ছিষ্টদের নিয়ে করছে। দিল্লিতে গিয়ে ভোটার তালিকা ঠিক করতে হয় ওদের হয়।’’
11.33 AM: প্রার্থী ঘোষণা হতেই পুরোদমে প্রচারে বিষ্ণুপুরের বাম প্রার্থী সুনীল খাঁ ও বর্ধমান-দুর্গাপুরের প্রার্থী আভাস রায়চৌধুরী।
Campaign started for Bishnupur LS Constituency,Bankura in support of LF nominated CPIM candidate Comrade Sunil Khan.Defeat BJP-TMC to save India & to save Bengal. #Vote4Left to ensure defence of Constitution & People’s Rights.Towards a secular central Govt. #LokSabhaElection2019 pic.twitter.com/CsYkB1O02a
— CPI(M) WEST BENGAL (@CPIM_WESTBENGAL) March 16, 2019
Campaign kicks off at Bhatar, East Burdwan in support of Left Front nominated CPIM candidate Comrade Abhas Roy Chowdhury. Defeat BJP-TMC to Save India and to save Bengal. #Vote4Left to ensure Defence of Constitution & People’s Rights. Towards a Secular Central Government pic.twitter.com/Db6KXMDASV
— CPI(M) WEST BENGAL (@CPIM_WESTBENGAL) March 16, 2019
11.23 AM: সৌজন্যের নজির তৃণমূল প্রার্থী তথা সুপারস্টার দেবের। ঘাটালে সিপিআইএম প্রার্থী তপন গঙ্গোপাধ্যায়কে অভিনন্দন জানিয়ে টুইট দেবের। ওই কেন্দ্রে তৃণমূলের হয়ে লড়বেন দেব।
ঘাটালে সিপিআইএম প্রার্থী শ্রী তপন গাঙ্গুলি কে অভিনন্দন। আমরা যেই জিতি বা হারি সবাই একসঙ্গে ঘাটাল এর মানুষজনের সুখ দুঃখের সঙ্গে থাকবো। ঘাটালের উন্নয়নে একসঙ্গে কাজ করবো। আমাদের মতবিরোধ যেন উন্নয়নের অন্তরায় না হয়। ????????
— Dev (@idevadhikari) March 15, 2019
11.07 AM: একনজরে জেনে নিন ২৫ আসনে বাম প্রার্থী কারা? বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে Lok Sabha Election 2019: ২৫ আসনে প্রার্থী তালিকা ঘোষণা বামফ্রন্টের
10.30 AM: পদ্মবাহিনী ছেড়ে এবার তৃণমূলে যোগ দিয়ে দলবদলের রাজনীতিতে নয়া মোড় এনে দিলেন বিজেপি নেতারা। শুধু তাই নয়, দলবদল নিয়ে বিজেপিকে কার্যত পাল্টা জবাব দিল তৃণমূল। অর্জুন সিংয়ের বিজেপিতে যোগদানের পরের দিনই ভাটপাড়া, বারাকপুর এলাকা থেকে বিজেপি কর্মীরা যোগ দিলেন ঘাসফুল শিবিরে। বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে Lok Sabha Election 2019: বিজেপির পাল্টা! তৃণমূলে সিং পরিবারের দুই সদস্য
10.15 AM: অর্জুন সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন তৃণমূলের যুব নেতা। কেন? বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে অর্জুন সিংয়ের বিরুদ্ধে এফআইআর তৃণমূলের যুব নেতার
10.00 AM: টুইটারে ভোটপ্রচার তৃণমূলের
দেশকে আরও এগিয়ে নিয়ে যেতে জোড়াফুল চিহ্নে ভোট দিন#VoteForAITC pic.twitter.com/CGFgfjvmPU
— All India Trinamool Congress (@AITCofficial) March 15, 2019
9.45 AM: আজ রাজ্যে উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন। সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। জেলাশাসক, পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করবেন তিনি। একথাই জানানো হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের তরফে।
9.20 AM: প্রার্থী ঘোষণার পরই কলকাতায় প্রচারে বামেরা।শনিবার সকালে কসবা এলাকায় ভোট প্রচার করলেন কলকাতা দক্ষিণের প্রার্থী নন্দিনী মুখোপাধ্যায়।
সাম্প্রদায়িক শক্তি কে পরাস্ত করুন। বামপন্থীদের জয়ী করুন। #Vote4Left #LokSabhaElections2019 pic.twitter.com/UntK3Yl2dl
— CPI(M) WEST BENGAL (@CPIM_WESTBENGAL) March 15, 2019
প্রার্থী ঘোষণার পরই প্রচারে নেমে পড়েছেন বাম প্রার্থীরা। তৃণমূল প্রার্থীরাও পুরোদমে প্রচার চালাচ্ছেন। কলকাতার পাশাপাশি জেলায় জেলায় চলছে দেওয়াল লিখনের কাজ।