Advertisment

West Bengal Lok Sabha Elections 2019: তৃণমূলের ব্লক-জেলা সভাপতির যা যোগ্যতা তা মোদী-শাহের নেই: মমতা

West Bengal Lok Sabha Election 2019 Dates, Schedule: ‘‘আমাদের ব্লক সভাপতির যা যোগ্যতা আছে, সেই যোগ্যতা অমিত শাহের নেই। চ্যালেঞ্জ করে বলছি। একজন জেলা সভাপতির যে যোগ্যতা রয়েছে, তা নরেন্দ্র মোদীর নেই’’।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Lok Sabha Election 2019 Live, modi, mamata, amit shah, লোকসভা নির্বাচন ২০১৯ লাইভ, মমতা, মোদী, অমিত শাহ

West Bengal Lok Sabha Election 2019: মোদী, মমতা, অমিত শাহ।

West Bengal Lok Sabha Election 2019: পঞ্চম দফার লোকসভা নির্বাচনের আগে বাংলায় জমজমাট প্রচারযুদ্ধ। আজ ফের রাজ্যে পা রেখে মমতাকে তীব্র ভাষায় আক্রমণ করলেন অমিত শাহ। বুধবার শাহ বলেন, ‘‘২৩ শে মে ভোটের ফল বেরোবার পর দিদির জামানা শেষ হয়ে যাবে’’। পাশাপাশি মোদী সেনাপতি বলেন, বাংলায় শুধুমাত্র বোমা-বারুদের শিল্প। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার গণতন্ত্র ধ্বংস করেছেন বলেও তোপ দাগেন শাহ। অন্যদিকে, মোদী-শাহকে ফের চড়া সুরে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দুলের সভায় মমতা বলেন, ‘‘আমাদের ব্লক সভাপতির যা যোগ্যতা আছে, সেই যোগ্যতা অমিত শাহের নেই। চ্যালেঞ্জ করে বলছি। একজন জেলা সভাপতির যে যোগ্যতা রয়েছে, তা নরেন্দ্র মোদীর নেই।’’

Advertisment

লোকসভা নির্বাচনের আরও খবর পড়ুন, এখানে

তৃণমূলের বিধায়ক ভাঙানো নিয়ে মোদীর হুঁশিয়ারির জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার হুগলি জেলার মাটিতে দাঁড়িয়েই মমতা চড়া সুরে বললেন, ‘‘আপনাদের জেলায় কাল এসে উনি (মোদী) বলেছিলেন না ৪০ জন বিধায়ককে ভাঙাবেন। লজ্জা করে না! নির্লজ্জ প্রধানমন্ত্রী। একজন প্রধানমন্ত্রী হয়ে বেচাকেনা করছ!’’ এরপরই মোদীকে মমতার পাল্টা হুঙ্কার, ‘‘আমার একটা গেলে ১ লক্ষ তৈরি হয়ে যায়, তৈরি করার মানসিকতা রয়েছে।’’ বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে ‘১টা গেলে ১ লক্ষ তৈরি হবে’, মোদীর চ্যালেঞ্জ গ্রহণ করলেন মমতা

অবশেষে জল্পনার অবসান, নীরবতা ভেঙে মঙ্গলবার সব প্রশ্নের উত্তর দিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক ও পূর্ব উত্তরপ্রদেশের ভারপ্রাপ্ত প্রিয়াঙ্কা গান্ধী ভাদরা। তিনি জানান, পূর্ব উত্তরপ্রদেশের ৪১টি আসনের দায়িত্ব তাঁর কাঁধে। কোনও একটি কেন্দ্রের উপর জোর দেওয়া মানে বাকি প্রার্থীদের মনোবল ভেঙ্গে যাওয়া, যা তাঁর কাম্য নয়। ইন্দিরা পৌত্রী আরও বলেন যে, দলের বর্ষীয়ান নেতা এবং উত্তরপ্রদেশের সতীর্থ নেতাদের সঙ্গে পরামর্শ করেই এই সিদ্ধান্ত নেন। তাঁর এই বক্তব্য থেকেই স্পষ্ট তিনি আগামীতে রাজনীতির লড়াই মঞ্চে অনন্য যোদ্ধা হতে চলছেন। বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে একটি প্রার্থীপদ নয়, পূর্ব উত্তরপ্রদেশের ৪১টি আসনের দায়িত্ব তাঁর কাঁধে প্রত্যুত্তর প্রিয়াঙ্কা গান্ধীর এদিকে, ভোটের মধ্যে ফের বিপাকে পড়লেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। নাগরিকত্ব ইস্যুতে রাহুলকে নোটিস পাঠালো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ১৫ দিনের মধ্যে রাগাকে জবাব দিতে নির্দেশ।

Live Blog

আজ ফের অমিত শাহ-মমতা দ্বৈরথ দেখল বাংলা। লোকসভা নির্বাচনের সব খবরের আপডেট রইল এখানে, Follow the Updates here:














16:14 (IST)01 May 19





















হাওড়ায় মমতার পদযাত্রা
16:11 (IST)01 May 19





















বাংলায় চিটফান্ড কেলেঙ্কারি নিয়ে হুঁশিয়ারি শাহের

ক্ষমতায় এলে ৯০ দিনের মধ্যে চিটফান্ডের অভিযুক্তদের জেলে ভরা হবে: অমিত শাহ

16:00 (IST)01 May 19





















সন্ত্রাস ইস্যুতে রাহুল-মমতাকে নিশানা শাহের

‘‘ইউপিএ আমলে পাক সন্ত্রাসবাদীরা দেশে ঢুকে পড়ত। মোদীর আমলে বালাকোটে জঙ্গি ডেরায় ঢুকে হামলা চালিয়েছে সেনা। ভোটব্যাঙ্কের জন্য সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের সঙ্গে রাহুল-মমতা আলোচনা চাইছেন। পাকিস্তানের সঙ্গে কথা বলতে চাইলে রাহুল-মমতা বলুক, বিজেপি নয়’’, আরামবাগের সভায় বললেন অমিত শাহ।

15:51 (IST)01 May 19





















প্রিয়াঙ্কার পুজো

15:41 (IST)01 May 19





















আরামবাগের সভায় অমিত শাহ

15:39 (IST)01 May 19





















মাওবাদী হামলা নিয়ে বিজেপিকে কটাক্ষ মমতার

মাওবাদী হামলা নিয়ে বিজেপিকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দুলের সভায় মমতা বলেন, ‘‘বাংলায় মাওবাদী উপদ্রুত এলাকা শান্ত। বিজেপি শাসিত রাজ্যে মাওবাদী দমন হয়নি। ছত্তীসগড়, মহারাষ্ট্রে মাওবাদী দমন হয়নি।’’ প্রসঙ্গত, বুধবার মহারাষ্ট্রের গড়চিরোলিতে মাওবাদী হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৫ জন জওয়ান। ক’দিন আগে ছত্তীসগড়ের দান্তেওয়াড়াতেও হামলা চালায় মাওবাদীরা।

15:25 (IST)01 May 19





















বিজেপি ফেক পার্টি, ফেল পার্টি: মমতা

‘‘বিজেপি ফেক পার্টি, ফেল পার্টি, ভোটের পর ফেল করবে ওরা। ভোট এলেই বিজেপির মুখে রাম-সীতার নাম। ভোট এলেই মন্দির তৈরির প্রতিশ্রুতি। ভোট কিনতে টাকা দিচ্ছে, বাইক দিচ্ছে। নরেন্দ্র মোদীর পতন অনিবার্য’’, আন্দুলের সভায় বিজেপিকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

15:12 (IST)01 May 19





















মোদী-শাহর যোগ্যতা নেই: মমতা

মোদী-শাহকে ফের চড়া সুরে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দুলের সভায় মমতা বলেন, ‘‘আমাদের ব্লক সভাপতির যা যোগ্যতা আছে, সেই যোগ্যতা অমিত শাহের নেই। চ্যালেঞ্জ করে বলছি। একজন জেলা সভাপতির যে যোগ্যতা রয়েছে, তা নরেন্দ্র মোদীর নেই।’’

14:57 (IST)01 May 19





















আন্দুলের সভায় মমতা
14:40 (IST)01 May 19





















এনআরসি নিয়ে ফের সরব শাহ

14:35 (IST)01 May 19





















তৃণমূলকে নিশানা অমিত শাহের

14:28 (IST)01 May 19





















মোদী একদিনও ছুটি নেন না: শাহ

14:22 (IST)01 May 19





















হাওড়ার সভায় অমিত শাহ

13:45 (IST)01 May 19





















চিটফান্ড কেলেঙ্কারি নিয়ে ফের সরব শাহ

13:18 (IST)01 May 19





















বাংলায় বোমা-বারুদের শিল্প: অমিত শাহ

13:12 (IST)01 May 19





















বাংলার গণতন্ত্র ধ্বংস করেছেন মমতাদি: শাহ

13:07 (IST)01 May 19





















মমতাকে ফের আক্রমণ অমিত শাহের

বনগাঁর সভায় অমিত শাহ বলেন, ‘‘২৩ তারিখের পর বাংলায় পরিবর্তনের সূর্য উঠবে। এই ভোট বাংলার জন্য গুরুত্বপূর্ণ। পঞ্চায়েত ভোটে হিংসা ছড়িয়েছিলেন মমতা দিদি।’’

13:01 (IST)01 May 19





















বনগাঁর সভায় অমিত শাহ

12:20 (IST)01 May 19





















আজ জোড়া সভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
12:12 (IST)01 May 19





















আম্বেদকর নগরের সভায় মোদী

12:08 (IST)01 May 19





















ভোটপ্রচারে আজ উত্তরপ্রদেশে রাহুল গান্ধী

11:52 (IST)01 May 19





















রায়বরেলিতে প্রিয়াঙ্কা গান্ধী

11:31 (IST)01 May 19





















কমিশনে ফের বিজেপি প্রতিনিধি দল

11:18 (IST)01 May 19





















ঝাড়গ্রামে বিজেপির ভোটপ্রচার

10:52 (IST)01 May 19





















তৃণমূলের বিরুদ্ধে ভোট লুঠের অভিযোগ সিপিএমের
10:22 (IST)01 May 19





















পঞ্চম দফায় বাংলার ১০০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী!

10:02 (IST)01 May 19





















দেবের ভোটপ্রচার
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

#Campaigning Time

A post shared by Dev Adhikari (@imdevadhikari) on

09:42 (IST)01 May 19





















অভিষেকের হয়ে টুইটারে ভোটপ্রচার মমতার

09:20 (IST)01 May 19





















মমতার হাফসেঞ্চুরি!

09:04 (IST)01 May 19





















ভোটপ্রচারে আজ তিন রাজ্যে মোদী

08:43 (IST)01 May 19





















আজ বাংলায় ৪ সভা অমিত শাহের

08:38 (IST)01 May 19





















আজ জোড়া সভা মমতার
লোকসভা নির্বাচন ২০১৯: মঙ্গলবার মোদীর উদ্দেশে তোপ দাগার পাশাপাশি নাম না করে মুকুল রায়কে ফের এক হাত নিলেন মমতা। এক সময়ের ‘ডান হাত’ মুকুলের নাম না করে ‘গদ্দার’ বলে উল্লেখ করেন তিনি। মমতা আরও বলেন, “বিজেপিতে যোগ দিয়ে যিনি এতো কথা বলছেন তিনি নিজে তো সারদা-নারদায় অভিযুক্ত হাওয়ালার দালাল, মোদীর একনম্বর লোক তিনি এখন। পিঠ বাঁচাতে বিজেপিতে গেছে”। সেখানেই থেমে থাকেননি তিনি। আরও বলেছেন, “চাইলে আমি ওনাকে (মুকুলকে ইঙ্গিত) ধরিয়ে দিতে পারতাম, কিন্তু নির্বাচন চলছে বলে ওনাকে ‘টাচ’ করতে বারণ করেছি আমি। অন্য কেউ হলে এখনই গ্রেপ্তার করে নিত”। বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে চাইলেই গদ্দারকে ধরিয়ে দিতে পারতাম, মন্তব্য ক্ষুব্ধ মমতার

কাকা-ভাইপোর সৌজন্য সাক্ষাতে শেষ পর্যন্ত ছন্দ পতন ঘটল। সোমবার চতুর্থ দফার লোকসভা নির্বাচনের দিন আচমকা বোলপুরে তৃণমূল কার্য্যালয়ে গিয়ে সদ্য মাতৃহারা অনুব্রত মণ্ডলকে প্রণাম করে সৌজন্যের বার্তা দিয়েছিলেন অনুপম হাজরা। কিন্তু, ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে ‘কেষ্ট কাকু’র বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন ‘ভাইপো’ অনুপম। এমনকী, তাঁর মাধ্যমে তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ অনুব্রত পদ্ম শিবিরে ‘ইট পাতছেন কিনা’ সে বিষয়ে তাৎপর্যপূর্ণ জল্পনার জন্ম দিলেন অধ্যাপক অনুপম হাজরা। বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে অনুব্রত মণ্ডল কি বিজেপিতে যোগ দিচ্ছেন? অনুপমের বিস্ফোরক মন্তব্যে জল্পনা

tmc bjp CONGRESS PM Narendra Modi rahul gandhi Mamata Banerjee amit shah CPIM lok sabha 2019 General Election 2019
Advertisment