West Bengal Lok Sabha Election 2019: পঞ্চম দফার লোকসভা নির্বাচনের আগে বাংলায় জমজমাট প্রচারযুদ্ধ। আজ ফের রাজ্যে পা রেখে মমতাকে তীব্র ভাষায় আক্রমণ করলেন অমিত শাহ। বুধবার শাহ বলেন, ‘‘২৩ শে মে ভোটের ফল বেরোবার পর দিদির জামানা শেষ হয়ে যাবে’’। পাশাপাশি মোদী সেনাপতি বলেন, বাংলায় শুধুমাত্র বোমা-বারুদের শিল্প। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার গণতন্ত্র ধ্বংস করেছেন বলেও তোপ দাগেন শাহ। অন্যদিকে, মোদী-শাহকে ফের চড়া সুরে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দুলের সভায় মমতা বলেন, ‘‘আমাদের ব্লক সভাপতির যা যোগ্যতা আছে, সেই যোগ্যতা অমিত শাহের নেই। চ্যালেঞ্জ করে বলছি। একজন জেলা সভাপতির যে যোগ্যতা রয়েছে, তা নরেন্দ্র মোদীর নেই।’’
লোকসভা নির্বাচনের আরও খবর পড়ুন, এখানে
তৃণমূলের বিধায়ক ভাঙানো নিয়ে মোদীর হুঁশিয়ারির জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার হুগলি জেলার মাটিতে দাঁড়িয়েই মমতা চড়া সুরে বললেন, ‘‘আপনাদের জেলায় কাল এসে উনি (মোদী) বলেছিলেন না ৪০ জন বিধায়ককে ভাঙাবেন। লজ্জা করে না! নির্লজ্জ প্রধানমন্ত্রী। একজন প্রধানমন্ত্রী হয়ে বেচাকেনা করছ!’’ এরপরই মোদীকে মমতার পাল্টা হুঙ্কার, ‘‘আমার একটা গেলে ১ লক্ষ তৈরি হয়ে যায়, তৈরি করার মানসিকতা রয়েছে।’’ বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে ‘১টা গেলে ১ লক্ষ তৈরি হবে’, মোদীর চ্যালেঞ্জ গ্রহণ করলেন মমতা
অবশেষে জল্পনার অবসান, নীরবতা ভেঙে মঙ্গলবার সব প্রশ্নের উত্তর দিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক ও পূর্ব উত্তরপ্রদেশের ভারপ্রাপ্ত প্রিয়াঙ্কা গান্ধী ভাদরা। তিনি জানান, পূর্ব উত্তরপ্রদেশের ৪১টি আসনের দায়িত্ব তাঁর কাঁধে। কোনও একটি কেন্দ্রের উপর জোর দেওয়া মানে বাকি প্রার্থীদের মনোবল ভেঙ্গে যাওয়া, যা তাঁর কাম্য নয়। ইন্দিরা পৌত্রী আরও বলেন যে, দলের বর্ষীয়ান নেতা এবং উত্তরপ্রদেশের সতীর্থ নেতাদের সঙ্গে পরামর্শ করেই এই সিদ্ধান্ত নেন। তাঁর এই বক্তব্য থেকেই স্পষ্ট তিনি আগামীতে রাজনীতির লড়াই মঞ্চে অনন্য যোদ্ধা হতে চলছেন। বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে একটি প্রার্থীপদ নয়, পূর্ব উত্তরপ্রদেশের ৪১টি আসনের দায়িত্ব তাঁর কাঁধে প্রত্যুত্তর প্রিয়াঙ্কা গান্ধীর এদিকে, ভোটের মধ্যে ফের বিপাকে পড়লেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। নাগরিকত্ব ইস্যুতে রাহুলকে নোটিস পাঠালো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ১৫ দিনের মধ্যে রাগাকে জবাব দিতে নির্দেশ।
Live Blog
আজ ফের অমিত শাহ-মমতা দ্বৈরথ দেখল বাংলা। লোকসভা নির্বাচনের সব খবরের আপডেট রইল এখানে, Follow the Updates here:
কাকা-ভাইপোর সৌজন্য সাক্ষাতে শেষ পর্যন্ত ছন্দ পতন ঘটল। সোমবার চতুর্থ দফার লোকসভা নির্বাচনের দিন আচমকা বোলপুরে তৃণমূল কার্য্যালয়ে গিয়ে সদ্য মাতৃহারা অনুব্রত মণ্ডলকে প্রণাম করে সৌজন্যের বার্তা দিয়েছিলেন অনুপম হাজরা। কিন্তু, ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে ‘কেষ্ট কাকু’র বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন ‘ভাইপো’ অনুপম। এমনকী, তাঁর মাধ্যমে তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ অনুব্রত পদ্ম শিবিরে ‘ইট পাতছেন কিনা’ সে বিষয়ে তাৎপর্যপূর্ণ জল্পনার জন্ম দিলেন অধ্যাপক অনুপম হাজরা। বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে অনুব্রত মণ্ডল কি বিজেপিতে যোগ দিচ্ছেন? অনুপমের বিস্ফোরক মন্তব্যে জল্পনা
ক্ষমতায় এলে ৯০ দিনের মধ্যে চিটফান্ডের অভিযুক্তদের জেলে ভরা হবে: অমিত শাহ
‘‘ইউপিএ আমলে পাক সন্ত্রাসবাদীরা দেশে ঢুকে পড়ত। মোদীর আমলে বালাকোটে জঙ্গি ডেরায় ঢুকে হামলা চালিয়েছে সেনা। ভোটব্যাঙ্কের জন্য সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের সঙ্গে রাহুল-মমতা আলোচনা চাইছেন। পাকিস্তানের সঙ্গে কথা বলতে চাইলে রাহুল-মমতা বলুক, বিজেপি নয়’’, আরামবাগের সভায় বললেন অমিত শাহ।
মাওবাদী হামলা নিয়ে বিজেপিকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দুলের সভায় মমতা বলেন, ‘‘বাংলায় মাওবাদী উপদ্রুত এলাকা শান্ত। বিজেপি শাসিত রাজ্যে মাওবাদী দমন হয়নি। ছত্তীসগড়, মহারাষ্ট্রে মাওবাদী দমন হয়নি।’’ প্রসঙ্গত, বুধবার মহারাষ্ট্রের গড়চিরোলিতে মাওবাদী হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৫ জন জওয়ান। ক’দিন আগে ছত্তীসগড়ের দান্তেওয়াড়াতেও হামলা চালায় মাওবাদীরা।
‘‘বিজেপি ফেক পার্টি, ফেল পার্টি, ভোটের পর ফেল করবে ওরা। ভোট এলেই বিজেপির মুখে রাম-সীতার নাম। ভোট এলেই মন্দির তৈরির প্রতিশ্রুতি। ভোট কিনতে টাকা দিচ্ছে, বাইক দিচ্ছে। নরেন্দ্র মোদীর পতন অনিবার্য’’, আন্দুলের সভায় বিজেপিকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
মোদী-শাহকে ফের চড়া সুরে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দুলের সভায় মমতা বলেন, ‘‘আমাদের ব্লক সভাপতির যা যোগ্যতা আছে, সেই যোগ্যতা অমিত শাহের নেই। চ্যালেঞ্জ করে বলছি। একজন জেলা সভাপতির যে যোগ্যতা রয়েছে, তা নরেন্দ্র মোদীর নেই।’’
বনগাঁর সভায় অমিত শাহ বলেন, ‘‘২৩ তারিখের পর বাংলায় পরিবর্তনের সূর্য উঠবে। এই ভোট বাংলার জন্য গুরুত্বপূর্ণ। পঞ্চায়েত ভোটে হিংসা ছড়িয়েছিলেন মমতা দিদি।’’