Advertisment

West Bengal Lok Sabha Elections 2019: ‘রামের নাম বলব, ক্ষমতা থাকলে আটকান’, মমতাকে চ্যালেঞ্জ শাহের

West Bengal Lok Sabha Election 2019 Dates, Schedule: ‘‘জয় শ্রী রাম স্লোগান শুনে মমতাদি অসন্তুষ্ট হচ্ছেন। রামের নাম ভারতে করব না তো কি পাকিস্তানে করব? রামের নাম বলব, ক্ষমতা থাকলে আটকান’’।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Lok Sabha Election 2019 Live, mamata, amit shah., লোকসভা নির্বাচন ২০১৯ লাইভ, মমতা, অমিত শাহ

West Bengal Lok Sabha Election 2019: মমতা ও অমিত শাহ।

West Bengal Lok Sabha Election 2019: ষষ্ঠ দফার ভোটের আগে বাংলায় ফের ভোটপ্রচারে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি সভাপতি অমিত শাহ। জয় শ্রী রাম স্লোগান বিতর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে চ্যালেঞ্জ ছুড়ে অমিত শাহ বলেন, ‘‘জয় শ্রী রাম স্লোগান শুনে মমতাদি অসন্তুষ্ট হচ্ছেন। রামের নাম ভারতে করব না তো কি পাকিস্তানে করব? রামের নাম বলব, ক্ষমতা থাকলে আটকান’’। অন্যদিকে, লেক মার্কেটের সভায় মমতাকে নিশানা করে নির্মলা সীতারমণ বলেন, ‘‘আপনি তো তুষ্টিকরণ মাফিয়া কংগ্রেস (টিএমসি) চালাচ্ছেন’’। অন্যদিকে, আবারও নরেন্দ্র মোদীকে চড়া সুরে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তৃণমূলনেত্রী বলেন, ‘‘মোদীর দল দাঙ্গাবাজের দল। বিজেপি দাঙ্গা করা ছাড়া ৫ বছরে আর কোনও কাজ করেনি।’’

Advertisment

লোকসভা নির্বাচনের আরও খবর পড়ুন, এখানে

এদিকে, লোকসভা নির্বাচনের পঞ্চম দফাতেও অশান্তি ছড়াল বাংলায়। খবর করতে গিয়ে আক্রান্ত হলেন ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার দুই প্রতিনিধি জয়প্রকাশ দাস ও শশী ঘোষ। আমডাঙায় ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল। এ সময়ই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। সাংবাদিকদেরও উপর হামলা চালানো হয়। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার দুই প্রতিনিধির পাশাপাশি আরও কয়েকজন সাংবাদিক আক্রান্ত হয়েছেন। ঠিক কী ঘটেছে? বিস্তারিত পড়ুন এই প্রতিবেদনে ‘এত তীব্র আক্রমণ আগে দেখেছি বলে মনে পড়ে না’

‘জয় শ্রী রাম’ বিতর্ক নিয়ে মুখ খুলে মমতাকে নিশানা করলেন মোদী। সোমবার মোদী বলেন, “উনি একটা সভায় বলেছেন, বিজেপি ভগবান রামকে পোলিং এজেন্ট বানিয়ে দিয়েছে। দিদিকে স্পষ্ট বলতে চাই, রাম আমাদের শিরায় শিরায়, রাম আমাদের প্রেরণাতে, সংস্কারে। প্রত্যেকদিন আমাকে গালিগালাজ করছেন, আসলে উনি মানসিক ভারসাম্য হারিয়েছেন।” প্রসঙ্গত, গত শনিবার চন্দ্রকোণার দিকে যাওয়ার সময় মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে কিছু বিজেপি সমর্থক “জয় শ্রী রাম” ধ্বনি তোলেন। সেটি শুনে রেগে গাড়ি থেকে নেমে তাঁদের দিকে এগিয়ে যান মমতা। বিস্তারিত পড়ুন এই প্রতিবেদনে রামের নামে তরজা মোদী-মমতার

Live Blog

আজও মমতা-শাহ বাগযুদ্ধে সরগরম হল বঙ্গ রাজনীতি। লোকসভা নির্বাচনের সব খবরের আপডেট রইল এখানে, Follow the Updates here:














17:04 (IST)07 May 19





















বাংলায় পঞ্চম দফার ভোটে সাংবাদিক নিগ্রহ নিয়ে সরব ভারতের এডিটরস গিল্ড

16:16 (IST)07 May 19





















ভারতী ঘোষকে নিয়ে কী বললেন অমিত শাহ?

একদা মমতা ঘনিষ্ঠ প্রাক্তন আইপিএস ভারতী ঘোষকে দলের প্রার্থী করে তৃণমূলকে আগেই এক প্রকার ধাক্কা দিয়েছে বিজেপি। এবার সেই ভারতী ঘোষের প্রচারে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কেই নিশানা করলেন অমিত শাহ। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বিজেপি প্রার্থী ভারতী ঘোষের সমর্থনে প্রচারে এসে মমতার বিরুদ্ধে বেআইনি কাজের অভিযোগ করলেন বিজেপি সভাপতি। এদিন ঘাটালের সভায় ভারতীর প্রসঙ্গ তুলে মোদীর প্রধান সেনাপতি বলেন, ‘‘আমাদের বোন ভারতী ঘোষকে বোধহয় বেশিই ভালবাসতেন মমতাদি’’। একথা বলার পরই মুচকি হাসেন শাহ। তারপরই শাহর কটাক্ষ, ‘‘ভারতীদি মমতাদির নিয়মকানুন মানেননি, অস্বীকার করেছেন’’। সবিস্তারে পড়ুন, এই প্রতিবেদনে ‘আমাদের বোন ভারতীকে একটু বেশিই ভালবাসতেন মমতাদি’

15:54 (IST)07 May 19





















বাঁকুড়ার বড়জোড়ার সভায় মমতা
15:50 (IST)07 May 19





















বিষ্ণুপুরের সভায় অমিত শাহ

15:45 (IST)07 May 19





















বাংলায় মমতা দিদি গণতন্ত্রের হত্যা করেছেন: শাহ

15:14 (IST)07 May 19





















মোদীকে ফের নিশানা মমতার

ষষ্ঠ দফার ভোটের আগে আবারও নরেন্দ্র মোদীকে চড়া সুরে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তৃণমূলনেত্রী বলেন, ‘‘মোদীর দল দাঙ্গাবাজের দল। বিজেপি দাঙ্গা করা ছাড়া ৫ বছরে আর কোনও কাজ করেনি।’’ অন্যদিকে, মমতা আরও বলেন, ‘‘মরে গেলেও, আমার মুখ দিয়ে বিজেপির স্লোগান বেরোবে না। আমি বলব, জয় বাংলা, বন্দে মাতরম। কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি করেন মোদী’’।

14:53 (IST)07 May 19





















পুরুলিয়ার সভায় রাহুল গান্ধী

14:37 (IST)07 May 19





















পুরুলিয়ার সাঁতুড়িতে ভোটপ্রচারে মমতা
14:32 (IST)07 May 19





















হরিয়ানার আম্বালার সভায় কী বললেন প্রিয়াঙ্কা গান্ধী?
14:22 (IST)07 May 19





















মমতাকে কটাক্ষ শাহের

‘‘২৩ তারিখের পর আপনার কুশাসন সমাপ্ত হবে, আমায়. জেলে ভরুন আর যাই করুন, আমি বলছি জয় শ্রী রাম’’, বেলদার সভায় মমতাকে নিশানা অমিত শাহের।

14:18 (IST)07 May 19





















বেলদার সভায় অমিত শাহ
14:09 (IST)07 May 19





















টিএমসি- তুষ্টিকরণ মাফিয়া কংগ্রেস: নির্মলা সীতারমণ

‘‘আপনি তো তুষ্টিকরণ মাফিয়া কংগ্রেস (টিএমসি) চালাচ্ছেন’’, লেক মার্কেটের সভায় মমতাকে কড়া ভাষায় আক্রমণ নির্মলা সীতারমণের।

13:45 (IST)07 May 19





















বেলদার সভায় দিলীপ ঘোষ

13:28 (IST)07 May 19





















মমতাকে আক্রমণ শাহের

13:21 (IST)07 May 19





















রানিবাঁধের সভায় মমতা
13:13 (IST)07 May 19





















মমতাকে চ্যালেঞ্জ শাহের

‘জয় শ্রী রাম’ স্লোগান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অমিত শাহ। ঘাটালের সভায় শাহ বলেন, ‘‘জয় শ্রী রাম স্লোগান শুনে মমতাদি অসন্তুষ্ট হচ্ছেন। রামের নাম ভারতে করব না তো কি পাকিস্তানে করব? রামের নাম বলব, ক্ষমতা থাকলে আটকান’’, মমতাকে চ্যালেঞ্জ শাহের

13:05 (IST)07 May 19





















ঘাটালের সভায় বক্তব্য রাখছেন অমিত শাহ
13:02 (IST)07 May 19





















টুইটারে বিজেপির ভোটপ্রচার

12:36 (IST)07 May 19





















বিস্ফোরক লকেট চট্টোপাধ্যায়

ছাপ্পা ভোটের অভিযোগ ঘিরে পঞ্চম দফার লোকসভা নির্বাচনে রণক্ষেত্রের চেহারা নেয় হুগলির ধনেখালি। ১৫৯নং বুথে ইভিএম ভাঙচুরের অভিযোগ উঠেছে খোদ বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। সেই অভিযোগ উড়িয়ে এবার মুখ খুললেন লকেট। হুগলির বিজেপি প্রার্থীর সাফ কথা, ‘‘দেখাক, আমি ভাঙচুর করেছি। তবে ওই ইভিএম ভাঙচুর করা উচিত ছিল। ওই ইভিএমে পাপের ভোট রয়েছে।’’ পাশাপাশি তাঁর উপর হামলা চালানো হয়েছে বলে তৃণমূলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন লকেট। সোমবার হুগলির বিজেপি প্রার্থীর গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। একইসঙ্গে ধনেখালিতে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে বিজেপি। বিস্তারিত পড়ুন এই প্রতিবেদনে লকেটকে চুলের মুঠি ধরে ধাক্কা মারার অভিযোগ

12:01 (IST)07 May 19





















আজ পুরুলিয়ায় ভোটপ্রচারে রাহুল গান্ধী

11:27 (IST)07 May 19





















মোদীকে নিশানা বুদ্ধদেব ভট্টাচার্যের

11:01 (IST)07 May 19





















ভিভিপ্যাট নিয়ে রায় পুনর্বিবেচনার আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

ভিভিপ্যাট রায় নিয়ে বিরোধীদের পুনর্বিবেচনার আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট। ভোট গণনার সময় ৫০ শতাংশ বুথে তথ্য মেলানোর আর্জি জানিয়েছিল ২১টি বিরোধী দল। সেই আবেদন এদিন খারিজ করে দিল শীর্ষ আদালত।

10:48 (IST)07 May 19





















ভোটপ্রচারে লক্ষ্মণ শেঠ

10:37 (IST)07 May 19





















এ এক অন্য ভোট দেখল বীজপুর

পঞ্চম দফার লোকসভা নির্বাচনের সাতসকাল থেকেই তেতে ছিল ব্যারাকপুর লোকসভা কেন্দ্র। সকাল থেকেই ব্যারাকপুরের বিভিন্ন প্রান্তে দফায় দফায় গোলমালের ছবি ধরা পড়েছে। কিন্তু সব হিসেব উলটপালট করে ব্যতিক্রমী হয়ে রইল বীজপুর বিধানসভা কেন্দ্র। চাঁদিফাটা রোদে ভোটের উত্তাপে পারদ যেন চড়লই না মুকুল-পুত্র শুভ্রাংশুর গড়ে। শাসকদলের গড় বলে পরিচিত বীজপুরে দাপিয়ে বেড়াল বিরোধীরা। শাসক শিবিরের সামনেই দেখা গেল বিজেপির ক্যাম্প অফিস। শুধু কী তাই, যে বীজপুরে ভোট মানেই গন্ডগোলের ছবি ধরা পড়ত, সেখানে এবার যেন শান্তি বিরাজমান। গোলমাল তো দূরঅস্ত, নির্বিঘ্নেই ভোটের লাইনে দাঁড়িয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বাসিন্দারা। বীজপুরের এহেন ভোলবদল নিয়েই নতুন করে ফিসফাস শুরু রাজনৈতিক মহলে। বিস্তারিত পড়ুন এই প্রতিবেদনে বীজপুরে ‘অন্য ভোট’, শুভ্রাংশুর মতিগতি নিয়ে শঙ্কায় তৃণমূল

10:07 (IST)07 May 19





















আজ বাংলায় ভোটপ্রচারে নির্মলা সীতারমণ

09:57 (IST)07 May 19





















আজ ভোটপ্রচারে পুরুলিয়া ও বাঁকুড়ায় মমতা

09:50 (IST)07 May 19





















আজ বাংলায় তিন সভা অমিত শাহের

লোকসভা নির্বাচন ২০১৯: পঞ্চম দফার ভোটের দিন ব্যারাকপুরের মোহনপুরে বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পুলিশের সামনেই তাঁর উপর হামলা চালানো হয়েছে বলে কমিশনে অভিযোগ করলেন অর্জুন। হামলার জেরে অর্জুনের ঠোঁট কেটে গিয়েছে। ওই এলাকাতেই গোলমালের সময় পুলিশের সঙ্গে অর্জুনের হাতাহাতি বাঁধে। পরে নৈহাটির বুথে অর্জুন সিংকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী-সমর্থকরা। গো ব্যাক স্লোগান দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এ প্রসঙ্গে অর্জুন বলেন, ‘‘এসব তৃণমূলের সংস্কৃতি।’’ অন্যদিকে, আমডাঙার বড়গাছিয়ায় বাম এজেন্টকে মারধর করে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাস্থলে পুলিশের সঙ্গে বচসা বাধে বাম প্রার্থী গার্গী চট্টোপাধ্যায়ের।

ভোট ঘিরে চরম উত্তেজনা ছড়াল বনগাঁর হিংলি এলাকায়। ওই এলাকায় বোমাবাজির অভিযোগ উঠেছে। হামলায় জখম হয়েছেন এক তৃণমূল কর্মী। বিজেপির বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ করেছে তৃণমূল। এক পুলিশকর্মীও জখম হয়েছেন বলে খবর। অন্যদিকে, ধনেখালিতে ভোট ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায়। ১৫৯নং বুথে ছাপ্পা ভোটের অভিযোগ করে বুথে আসেন লকেট চট্টোপাধ্যায়। ওই বুথে ইভিএম ভাঙচুরের অভিযোগ উঠেছে খোদ হুগলির বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। লকেট চট্টোপাধ্যায়কে ঘিরে বিক্ষোভ দেখান কযেকজন। লকেটের গাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অন্যদিকে, ভোটারদের একাংশের অভিযোগ, ‘‘লকেট চট্টোপাধ্যায় ইভিএম ভাঙচুর করেছেন’’। প্রিসাইডিং ফিসার বলেন, ‘‘একজন বাইরে থেকে এসে ইভিএম ভাঙচুর করেছেন।’’ ওই কেন্দ্রে আপাতত বন্ধ রয়েছে ভোটগ্রহণ।

tmc bjp CONGRESS PM Narendra Modi rahul gandhi Mamata Banerjee amit shah CPIM lok sabha 2019 General Election 2019
Advertisment