Advertisment

West Bengal Lok Sabha Elections 2019: দিল্লি কা লাড্ডু চাই না: মমতা

West Bengal Lok Sabha Election 2019 Dates, Schedule: ‘‘আমরা ঝগড়া চাই না। আমরা হিংসা, অশান্তি চাই না। মিলেমিশে কাজ করতে চাই। পাহাড়ের সঙ্গে সমতলের ঝগড়া হলে ভাল নয়।’’

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Lok Sabha Election 2019, mamata, লোকসভা নির্বাচন ২০১৯, মমতা

West Bengal Lok Sabha Election 2019: মমতা বন্দ্যোপাধ্যায়।

West Bengal Lok Sabha Election 2019: ভোটের দিন যত এগোচ্ছে, ভোটের প্রচারে একে অপরের বিরুদ্ধে আক্রমণের সুর ক্রমশ চড়া করছে শাসক থেকে বিরোধী, সব পক্ষই। ভোটের প্রচারে শাসক-বিরোধী বাগযুদ্ধ ঘিরে গোটা দেশের মতো সরগরম বাংলাও। বুধবারের পর বৃহস্পতিবারও মোদীকে তীব্র ভাষায় নিশানা করে উত্তরবঙ্গের মাথাভাঙায় ভোটপ্রচার সারলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীকে বিঁধে মমতা বলেন, ‘‘চৌকিদার ঝুটা হ্যায়।’’ পাশাপাশি কটাক্ষের সুরে মমতা বলেন ‘‘ মোদী মহম্মদ বিন তুঘলকের ঠাকুরদা ও হিটলারের জ্যাঠামশাই।’’ গত ২দিনের মতো আজ, শুক্রবারও ভোটপ্রচার সারলেন মমতা। আজ পড়শি রাজ্য আসামের ধুবড়ির সভা থেকে এনআরসি ও নাগরিকত্ব বিল নিয়ে মোদীবাহিনীর বিরুদ্ধে সুর চড়ালেন মমতা। আসামের সভা শেষে শিলিগুড়ির নকশালবাড়িতেও সভা করেন মুখ্যমন্ত্রী।

Advertisment

লোকসভা ভোটের আরও খবর পড়ুন, এখানে

অন্যদিকে, ভোটের মুখে মোদী-শাহর নেতৃত্বের সমালোচনা করে সরব হলেন বিজেপির বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আডবানি। নিজের ব্লগে আডবানি লিখেছেন, রাজনৈতিক ভাবে যাঁরা আমাদের আদর্শের বিরুদ্ধে বা আমাদের সঙ্গে সহমত নন, তাঁদের কখনই বিজেপি ‘শত্রু’র চোখে দেখেনি। দলের জন্মলগ্ন থেকে বিজেপি কখনই তার প্রতিপক্ষকে দেশদ্রোহীর তকমা দেয়নি। প্রসঙ্গত, বিরোধীদের ‘শত্রু’ ও ‘দেশদ্রোহী’ তকমা দিয়ে লোকসভা ভোটের প্রচারে এবার আওয়াজ তুলেছেন মোদী-শাহরা। একইসঙ্গে আডবানি লিখেছেন, ‘‘আগে দেশ, পরে দল, শেষে ব্যক্তি, এটাই আমার জীবনের নীতি…’’ আডবানির বক্তব্যকে সমর্থন জানিয়ে টুইট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে আডবানির সুরে সুর মিলিয়েই টুইট করেছেন নরেন্দ্র মোদী।

Live Blog

Follow the Updates here:














" id="lbcontentbody">
16:48 (IST)05 Apr 19





















আসামের সভায় এনআরসি নিয়ে মোদীকে খোঁচা মমতার

আসামে ভোটপ্রচারে গিয়ে এনআরসি ইস্যুতে মোদীবাহিনীকে তীব্র ভাষায় আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধুবড়ির সভায় শুক্রবার মমতা বলেন, ‘‘একটা ললিপপ হচ্ছে এনআরসি, আরেকটা ললিপপ নাগরিকত্ব বিল, উদ্বাস্তুদের ভুল বোঝানো হচ্ছে। এনআরসির নামে আপনাদের হাতে ললিপপ ধরিয়ে দিয়েছেন। এই ললিপপ খাবেন না।’’ নাগরিকত্ব বিল নিয়ে মমতা বলেন, ‘‘এটা আরেকটা চক্রান্ত। যে নাগরিক হবে তাঁকে ৫ বছরের জন্য বিদেশি বানিয়ে দেবে।’’ বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে, একটা ললিপপ এনআরসি, আরেকটা নাগরিকত্ব বিল: মমতা

publive-image

" id="lbcontentbody">
16:14 (IST)05 Apr 19





















মোদীকে তীব্র ভাষায় কটাক্ষ নুসরত জাহানের

দিনহাটা ও মাথাভাঙায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিয়ে মোদী-শাহদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের নবাগতা প্রার্থী নুসরত। বাংলায় মোদী-শাহের ভোটপ্রচারকে নিশানা করে নুসরতের কটাক্ষ ‘‘ওরা পরিযায়ী পাখির মতো।’’ বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে ‘চপ ভালবাসি, কিন্তু ঢপের চপ না ‘

publive-image

15:57 (IST)05 Apr 19





















দিল্লি কা লাড্ডু চাই না: মমতা

‘‘আমরা দিল্লি কা লাড্ডু চাই না। আমরা এমন একজন কাউকে চাই, যিনি সুখ-দু:খে সবসময় পাশে থাকবেন’’, নকশালবাড়ির সভায় মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের।

15:52 (IST)05 Apr 19





















দেরাদুনের সভায় মোদী

15:37 (IST)05 Apr 19





















বিজেপিকে আক্রমণ মমতার

শিলিগুড়ি, মাটিগাড়া, ফাঁসিদেওয়াকে কিছু দিয়েছেন? একটাও চা বাগান খুলেছেন? বিজেপি ভোটে জেতার পর কিছুই করেনি: মমতা

15:33 (IST)05 Apr 19





















হিংসা-অশান্তি চাই না: মমতা

‘‘আমরা ঝগড়া চাই না। আমরা হিংসা, অশান্তি চাই না। মিলেমিশে কাজ করতে চাই। পাহাড়ের সঙ্গে সমতলের ঝগড়া হলে ভাল নয়। পাহাড়-সমতল একসঙ্গে কাজ করবে। শিলিগুড়ি, কালিম্পং, কার্শিয়ং, মিরিক, কারও সঙ্গে ঝগড়া চাই না। এবার আমরা দার্জিলিঙের ভূমিপুত্রকে প্রার্থী করেছি। এবারের নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। ৫ বছরে এক্সপায়ারি প্রধানমন্ত্রী সব লুঠ করেছেন’’, নকশালবাড়ির সভায় বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

15:22 (IST)05 Apr 19





















নকশালবাড়ির সভায় মুখ্যমন্ত্রী

নকশালবাড়িতে সভায় বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

14:47 (IST)05 Apr 19





















ট্রাক্টর চালালেন হেমামালিনী!

14:10 (IST)05 Apr 19





















ভোটে লড়ছেন না সুমিত্রা মহাজন

আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না সুমিত্রা মহাজন। একথা নিজেই জানালেন লোকসভার অধ্যক্ষ।

13:58 (IST)05 Apr 19





















নাগরিকত্ব বিল নিয়ে সরব মমতা

‘‘নাগরিকত্ব বিল নিয়ে মানুষকে বিদেশি বানানোর চেষ্টা করবেন না’’, ধুবড়ির সভায় বললেন তৃণমূলনেত্রী।

13:55 (IST)05 Apr 19





















মোদীকে ফের নিশানা মমতার

‘‘চাওয়ালা এখন চা বানাতে ভুলে গিয়েছেন। চৌকিদার সেজে মানুষকে মিথ্যা কথা বলছে, মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। চৌকিদারের নামে মিথ্যাচার করছেন। বিজেপিকে ভোট দেওয়া ভুল সিদ্ধান্ত। দিল্লির চেয়ার টলমল করছে ’’, আসামের সভায় বললেন মমতা।

13:50 (IST)05 Apr 19





















ললিপপ খাবেন না: মমতা

‘‘এনআরসির নামে আপনাদের হাতে ললিপপ ধরিয়ে দিয়েছেন। এই ললিপপ খাবেন না’’, এনআরসি ইস্যুতে তীব্র ভাষায় কটাক্ষ মমতার।

13:45 (IST)05 Apr 19





















এনআরসির নামে চক্রান্ত হচ্ছে: মমতা

এনআরসির নামে চক্রান্ত হচ্ছে। আসামে উদ্বাস্তুদের ভুল বোঝানো হচ্ছে। আসামে বাঙালি হিন্দু, বাঙালি মুসলিমদের আলাদা করা হয়েছে: মমতা

13:44 (IST)05 Apr 19





















আসামের জন্য তৃণমূল লড়েছে: মমতা

‘‘আসামের জন্য তৃণমূল লড়েছে। কংগ্রেসও লড়েনি, অন্য দলও লড়েনি’’, ধুবড়ির সভায় বললেন মমতা।

13:41 (IST)05 Apr 19





















সারদাকাণ্ডে বিজেপিকে নিশানা মমতার

‘‘সারদা নিয়ে বিজেপি অনেক কথা বলছে। সারদা কর্তা বলেছেন আসামের মন্ত্রী হেমন্ত বিশ্বশর্মাকে টাকা দিয়েছেন। অথচ তাঁর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে?’’ ধুবড়ির সভায় মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের।

13:37 (IST)05 Apr 19





















এনআরসি নিয়ে সরব মমতা

এনআরসি-তে ৪০ লক্ষ মানুষের নাম বাদ যায় আসামে। আমরা প্রতিনিধিদল পাঠিয়েছিলাম। প্রতিবাদ করেছিলাম বলে, আমাদের উপর অত্যাচার চালানো হয়েছে: মমতা

13:35 (IST)05 Apr 19





















আগামী দিনে আসাম জয় করব: মমতা

আসামের ধুবড়ির সভায় শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আসামে আমাদের দুর্বল ভাববেন না, আমরা আগামী দিনে আসাম জয় করব।’’

13:26 (IST)05 Apr 19





















আসামের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়
12:30 (IST)05 Apr 19





















আমরোহার সভায় মোদী

12:04 (IST)05 Apr 19





















আজ উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে ভোটপ্রচারে মোদী

আজ উত্তরপ্রদেশের আমরোহা, শাহরানপুর ও উত্তরাখণ্ডের দেরাদুনে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

11:41 (IST)05 Apr 19





















পুনেতে পড়ুয়াদের মুখোমুখি রাহুল গান্ধী

" id="lbcontentbody">
11:35 (IST)05 Apr 19





















ফের হুঙ্কার অনুব্রত মণ্ডলের

প্রথম দফার ভোটের মুখে এবার ‘শলাকা’ দেখিয়ে ভোট করানোর দাওয়াই দিলেন অনুব্রত মণ্ডল। ভোটের বাজারে বীরভূমে তৃণমূলের এই তাবড় নেতার এহেন হুঙ্কারে সরগরম বঙ্গ রাজনীতি। বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে নকুলদানার পর এবার শলাকা দাওয়াই অনুব্রতর

publive-image

11:07 (IST)05 Apr 19





















আডবানির বক্তব্যকে সমর্থন মমতার

10:57 (IST)05 Apr 19





















আডবানির ব্লগের পর টুইট মোদীর

ভোটের মুখে বিস্ফোরক ব্লগ লিখে পরোক্ষে মোদী-শাহর নেতৃত্বের সমালোচনায় মুখর হলেন আডবানি। আডবানি লিখেছেন, “রাজনৈতিক ভাবে যাঁরা আমাদের আদর্শের বিরুদ্ধে বা আমাদের সঙ্গে সহমত নন, তাঁদের কখনোই বিজেপি ‘শত্রু’-র চোখে দেখেনি। দলের জন্মলগ্ন থেকে বিজেপি কখনোই প্রতিপক্ষকে দেশদ্রোহীর তকমা দেয়নি।” প্রসঙ্গত, বিরোধীদের ‘শত্রু’ ও ‘দেশদ্রোহী’ তকমা দিয়ে লোকসভা ভোটের প্রচারে এবার আওয়াজ তুলেছেন মোদী-শাহরা। একইসঙ্গে আডবানি লিখেছেন, “আগে দেশ, পরে দল, শেষে ব্যক্তি, এটাই আমার জীবনের নীতি…” বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে ‘প্রতিপক্ষকে কখনোই শত্রু বা দেশদ্রোহী ভাবেনি বিজেপি’" id="lbcontentbody">
10:41 (IST)05 Apr 19





















ব্লগে বিস্ফোরক আডবানি!

publive-imageভোটের মুখে বিস্ফোরক ব্লগ লিখে পরোক্ষে মোদী-শাহর নেতৃত্বের সমালোচনায় মুখর হলেন আডবানি। আডবানি লিখেছেন, “রাজনৈতিক ভাবে যাঁরা আমাদের আদর্শের বিরুদ্ধে বা আমাদের সঙ্গে সহমত নন, তাঁদের কখনোই বিজেপি ‘শত্রু’-র চোখে দেখেনি। দলের জন্মলগ্ন থেকে বিজেপি কখনোই প্রতিপক্ষকে দেশদ্রোহীর তকমা দেয়নি।” প্রসঙ্গত, বিরোধীদের ‘শত্রু’ ও ‘দেশদ্রোহী’ তকমা দিয়ে লোকসভা ভোটের প্রচারে এবার আওয়াজ তুলেছেন মোদী-শাহরা। একইসঙ্গে আডবানি লিখেছেন, “আগে দেশ, পরে দল, শেষে ব্যক্তি, এটাই আমার জীবনের নীতি…” বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে ‘প্রতিপক্ষকে কখনোই শত্রু বা দেশদ্রোহী ভাবেনি বিজেপি’

10:17 (IST)05 Apr 19





















‘‘মোদী মহম্মদ বিন তুঘলকের ঠাকুরদা, হিটলারের জ্যাঠামশাই’’

বৃহস্পতিবার মাথাভাঙার সভায় মোদীকে বিঁধে মমতা বলেন, ‘‘মোদী মহম্মদ বিন তুঘলকের ঠাকুরদা, হিটলারের জ্যাঠামশাই। হঠাৎ নোটবাতিল করে দিলেন, হঠাৎ মনে হল জিএসটি করে দিলেন, হঠাৎ মনে হল উনি চৌকিদার হবেন, হঠাৎ মনে হল উনি টিভি চ্যানেল করে ফেললেন, হঠাৎ মনে হল উনি রাজা হয়ে গেলেন, হঠাৎ মনে হল নেহরু কোট নিজের নামে চালালেন। নিজের নামে জামাকাপড় বিক্রি করছেন। নিজের নামে সিনেমা বানিয়ে ফেললেন। লোকে কেন তোমার সিনেমা দেখবে ভাই? তুমি কে? আসলে কী জানেন তো, খরগোশ কখনও কখনও নিজের মুখ লুকিয়ে থাকে, যাতে চেহারা না দেখা যায়।’’ বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে মোদী মহম্মদ বিন তুঘলকের ঠাকুরদা, হিটলারের জ্যাঠামশাই: মমতা

09:57 (IST)05 Apr 19





















মমতার জোড়া সভা

আজ আসামে ভোটপ্রচারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর দেড়টা নাগাদ আসামে ধুবরিতে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর দুপুর আড়াইটে নাগাদ শিলিগুড়ির নকশালবাড়িতে সভা করবেন মমতা।

আগামী ১১ এপ্রিল প্রথম দফার নির্বাচন। তার আগে শেষবেলায় জোরকদমে প্রচারে ব্যস্ত শাসক থেকে বিরোধী, সব দলের প্রার্থীরা। সকাল থেকেই প্রচারে বেরিয়ে পড়ছেন সব দলের প্রার্থীরা। ভোটের মুখে কলকাতা-সহ জেলার বিভিন্ন প্রান্তে টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী।
tmc bjp CONGRESS PM Narendra Modi rahul gandhi Mamata Banerjee CPIM lok sabha 2019 General Election 2019
Advertisment