Advertisment

West Bengal Lok Sabha Elections 2019: বাংলায় শূন্য পাবে বিজেপি, বাঙালি তাড়ানো বেরিয়ে যাবে: মমতা

West Bengal Lok Sabha Election 2019 Dates, Schedule: ‘‘বিজেপির টার্গেট বাঙালি তাড়ানো, আদিবাসী তাড়ানো, মুসলিম তাড়ানো। এনআরসি করতে দেব না।’’

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Lok Sabha Election 2019 Live, mamata banerjee. লোকসভা ভোট ২০১৯, মমতা বন্দ্যোপাধ্যায়

West Bengal Lok Sabha Election 2019: মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি।

West Bengal Lok Sabha Election 2019: পরের সপ্তাহেই শুরু লোকসভা ভোটের লড়াই। প্রথম দফার ভোটের আগে গোটা দেশে চড়ছে রাজনীতির পারদ। ভোটের আমেজে মেতে রয়েছে বাংলাও। শেষবেলায় ভোটের প্রচার, শাসক-বিরোধী বাগযুদ্ধ, সবমিলিয়ে ভোটের উত্তাপে ফুটছে বঙ্গ রাজনীতি। গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গকে প্রচারের মুখ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার পড়শি রাজ্য আসামেও সভা করেছেন মমতা। শনিবার আলিপুরদুয়ারে দুটি সভা মমতার। গত কয়েকদিনের জনসভা থেকে মোদীকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী।

Advertisment

লোকসভা ভোটের আরও খবর পড়ুন, এখানে

আসামে ভোটপ্রচারে গিয়ে এনআরসি ইস্যুতে মোদীবাহিনীকে তীব্র ভাষায় আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধুবড়ির সভায় শুক্রবার মমতা বলেন, ‘‘একটা ললিপপ হচ্ছে এনআরসি, আরেকটা ললিপপ নাগরিকত্ব বিল, উদ্বাস্তুদের ভুল বোঝানো হচ্ছে। এনআরসির নামে আপনাদের হাতে ললিপপ ধরিয়ে দিয়েছেন। এই ললিপপ খাবেন না।’’ নাগরিকত্ব বিল নিয়ে মমতা বলেন, ‘‘এটা আরেকটা চক্রান্ত। যে নাগরিক হবে তাঁকে ৫ বছরের জন্য বিদেশি বানিয়ে দেবে।’’ পরে শিলিগুড়ির নকশালবাড়ির সভায় মমতা পাহাড়বাসীর উদ্দেশে বলেন, ‘‘আমরা ঝগড়া চাই না, অশান্তি, হিংসা চাই না। পাহাড়-সমতলের ঝগড়া হলে ভাল নয়।’’

অন্যদিকে, ভোটের মুখে পুলিশে বড়সড় রদবদল ঘটল। নির্বাচন কমিশনের নির্দেশে সরানো হল কলকাতা ও বিধাননগরের পুলিশ কমিশনারকে। কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মার জায়গায় নয়া সিপি হচ্ছেন রাজেশ কুমার। জ্ঞানবন্ত সিংকে সরিয়ে বিধাননগরের সিপি করা হচ্ছে নটরাজন রমেশ বাবুকে। অন্যদিকে, বীরভূম ও ডায়মন্ড হারবারের পুলিশ সুপারকেও সরানো হয়েছে।

Live Blog

Follow the Updates here:



























" id="lbcontentbody">
16:21 (IST)06 Apr 19










































সুচিত্রা সেনের নাম করে ভোট চাইলেন মুনমুন!

মহানায়িকার জন্মদিনে মায়ের নাম করে ভোট চাইলেন মুনমুন। আসানসোল কেন্দ্রে একটি সভায় মুনমুন বলেছেন, “আমার মায়ের আত্মার শান্তির জন্য তৃণমূলকে ভোট দিন।” বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে মায়ের আত্মার শান্তির জন্য তৃণমূলকে ভোট দিন: মুনমুন সেন

publive-image

15:18 (IST)06 Apr 19










































মোদীকে কটাক্ষ মমতার

মোদীর প্রধানমন্ত্রী হওয়ার কোনও যোগ্যতা নেই: মমতা

15:15 (IST)06 Apr 19










































নোটবন্দি বড় কেলেঙ্কারি: মমতা

নোটবাতিল নিয়ে ফের সরব মমতা। কালচিনির সভায় মমতা বলেন, ‘‘নোটবন্দি সবথেকে বড় কেলেঙ্কারি।’’

14:55 (IST)06 Apr 19










































কালচিনিতে নির্বাচনী সভায় মমতা

কালচিনির সভায় বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

14:17 (IST)06 Apr 19










































মোদীকে হুঁশিয়ারি মমতার

‘‘সবসময় ধমকাচ্ছে, চমকাচ্ছে, গুলির সামনে লড়াই করে বেঁচে রয়েছি। এখানে রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে’’, মোদীকে হুঁশিয়ারি মমতার।

14:12 (IST)06 Apr 19










































মোদীকে আক্রমণ মমতার

সবসময় মিথ্যা কথা বলেন মোদী। চৌকিদার ঝুটা হ্যায়। মোদীবাবুকে পাল্টে দিন। বিজেপি সরকার বিদায় দিন: মমতা

14:03 (IST)06 Apr 19










































এনআরসি ইস্যুতে ফের বিজেপিকে আক্রমণ মমতার

বিজেপির টার্গেট বাঙালি তাড়ানো, আদিবাসী তাড়ানো, মুসলিম তাড়ানো। এনআরসি করতে দেব না। বাংলায় বিয়াল্লিশে শূন্য পাবে বিজেপি। বাঙালি তাড়ানো বেরিয়ে যাবে: মমতা

14:02 (IST)06 Apr 19










































বিজেপি প্রার্থীকে টার্গেট মমতার

বিজেপি প্রার্থী দাঙ্গা করায় অভিযুক্ত। জন বার্লাকে প্রার্থী করে অশান্তি ছড়াতে চাইছে বিজেপি: মমতা

13:59 (IST)06 Apr 19










































দাঙ্গা করতে দেব না: মমতা

যতদিন তৃণমূল থাকবে, ততদিন কোনও দাঙ্গা করতে দেব না: মমতা

13:53 (IST)06 Apr 19










































বিজেপিকে নিশানা মমতার

বিজেপির কথা শুনে ভুল পথে চালিত হবেন না। বিজেপি টাকা দিয়ে ভোট লুঠ করছে। বিজেপি ভোটের সময় প্রতিশ্রুতি দেয়, কিন্তু রাখে না। বিজেপি জিতলে স্বাধীনতা থাকবে না, গণতন্ত্র থাকবে না। বিজেপিকে ভোট দিলে আপনাদের ভবিষ্যৎ অন্ধকার করে দেবে ওরা: মমতা

13:49 (IST)06 Apr 19










































বারোভিশার সভায় মমতা

বারোভিশার সভায় বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়

13:27 (IST)06 Apr 19










































ওড়িশার সোনেপুরের সভায় মোদী

" id="lbcontentbody">
13:20 (IST)06 Apr 19










































মিহিদানা বিলোলেন অনুপম হাজরা

বারুইপুরে ভোট প্রচারে গিয়ে মিহিদানা বিলি করেন অনুপম হাজরা। বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে ‘নকুলদানা শুকনো, মিহিদানা রসালো’, মিহিদানা বিলি করে বললেন অনুপম

publive-image

" id="lbcontentbody">
13:03 (IST)06 Apr 19










































একটু পরেই মমতার সভা

একটু পরেই আলিপুরদুয়ারের বারোবিশায় সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

publive-image

12:27 (IST)06 Apr 19










































কংগ্রেসে শত্রুঘ্ন সিনহা

লোকসভা ভোটের মুখে আনুষ্ঠানিক ভাবে কংগ্রেসে যোগ দিলেন বিক্ষুব্ধ বিজেপি নেতা শত্রুঘ্ন সিনহা।

12:04 (IST)06 Apr 19










































প্রচারে কংগ্রেস

জঙ্গিপুর কেন্দ্রে ভোটপ্রচারে কংগ্রেস প্রার্থী অভিজিৎ মুখোপাধ্যায়।

" id="lbcontentbody">
11:44 (IST)06 Apr 19










































বাংলায় ফের ভোটপ্রচারে রাহুল গান্ধী

লোকসভা নির্বাচনের প্রচারে ফের পশ্চিমবঙ্গে আসছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। আগামী ১০ এপ্রিল বিকেল ৪টেয় রায়গঞ্জে সভা রাহুলের।

publive-image

11:33 (IST)06 Apr 19










































ওড়িশার সুন্দরগড়ের সভায় মোদী

ওড়িশার সুন্দরগড়ের সভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

11:27 (IST)06 Apr 19










































বাংলায় রবিবাসরীয় প্রচারে মোদী

বাংলায় আবারও ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার কোচবিহারের রাসমেলা ময়দানে সভা মোদীর।

11:14 (IST)06 Apr 19










































উত্তরাখণ্ডে রাহুল গান্ধী

আজ উত্তরাখণ্ডে জনসভা কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর।

11:08 (IST)06 Apr 19










































মোদীর বায়োপিক মুক্তি পাচ্ছে ১১ এপ্রিল

ভোটের মরশুমেই বক্সঅফিসে মুক্তি পাচ্ছে ‘পিএম নরেন্দ্র মোদী’। আগামী ১১ এপ্রিল, প্রথম দফার ভোটের দিনই মুক্তি পাচ্ছে মোদীর বায়োপিক। বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে  প্রথম দফার ভোটের দিনই মুক্তি পাচ্ছে মোদীর বায়োপিক

10:41 (IST)06 Apr 19










































আজ ছত্তীসগড়ে মোদী

আজ ছত্তীসগড়ে সভা করবেন প্রধানমন্ত্রী।

10:28 (IST)06 Apr 19










































আসামের সভায় মোদীকে নিশানা মমতার

আসামের সভা থেকে এনআরসি-র প্রসঙ্গ টেনে মমতা এদিন বলেন, ‘‘এনআরসিতে ৪০ লক্ষ লোকের নাম বাদ গেল। তখন আমার বুকে ধাক্কা লাগল। মাত্র দু’দিনের মধ্যে আমাদের প্রতিনিধিদের পাঠিয়েছিলাম। আপনারা অনেককে ভোট দিয়ে জেতান। কিন্তু বিপদের সময় সেদিন কিন্তু কেউ ছিল না আপনাদের পাশে।’’ এরপরই মোদীবাহিনীকে বিঁধে মমতা বলেন, ‘‘আমাদের প্রতিনিধিদের বিমানবন্দর থেকে বেরোতেই দেওয়া হয়নি। আমাদের উপর অত্যাচার চালানো হয়েছে প্রতিবাদ করেছি বলে। আপনারা যখন বাংলায় আসেন, কই আমরা তো আটকাইনা।’’

বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে একটা ললিপপ এনআরসি, আরেকটা নাগরিকত্ব বিল: মমতা

09:52 (IST)06 Apr 19










































আজ জোড়া সভা মমতার

আজ দুপুর ১টায় আলিপুরদুয়ারের বারোবিশায় সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমোর সভা ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এবার ভোটে না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন বিদায়ী লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজন। শুক্রবার তাঁর ভোটে না লড়ার সিদ্ধান্তের কথা জানান সুমিত্রা। ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি বলেন, “আমি ভাবলাম দল হয়ত আমার জন্যেই দোনোমোনা করছে, সে জন্য আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি।”

PM Narendra Modi CPIM amit shah lok sabha 2019 General Election 2019 bjp tmc Mamata Banerjee rahul gandhi
Advertisment