Advertisment

West Bengal Lok Sabha Elections 2019: ভারতীর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাজ্য

West Bengal Lok Sabha Election 2019 Dates, Schedule: ভোটের আগে প্রচারের কাজে যাতে ঘাটালে না যেতে পারেন ভারতী, সে আবেদনই এবার শীর্ষ আদালতে করল রাজ্য।

author-image
IE Bangla Web Desk
New Update
bharati ghosh, ভারতী ঘোষ

ভারতী ঘোষ।

West Bengal Lok Sabha Election 2019: মোদী-মমতার বাগযুদ্ধে বাংলায় জমে উঠেছে ভোটের লড়াই। বুধবার ব্রিগেড ও শিলিগুড়িতে জোড়া সভা থেকে মমতাকে নিশানা করে মোদী বলেছেন, ‘‘মমতার নৌকা ডুবতে চলেছে। দিদি বাংলার উন্নয়নের স্পিড ব্রেকার।’’ ব্রিগেডে মোদীর সভা শেষ হওয়ার আগেই দিনহাটার সভা থেকে মোদীকে কার্যত কড়া ভাষায় জবাব দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। শুধু কড়া জবাবই নয়, তাঁর সঙ্গে বিতর্কে অংশ নেওয়ার জন্য মোদীকে চ্যালেঞ্জও জানিয়েছেন মমতা। পাশাপাশি মোগীকে ‘‘এক্সপায়ারিবাবু’ বলে কটাক্ষও করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবমিলিয়ে বুধবার দিনভর মোদী-মমতা প্রচারযুদ্ধে সরগরম ছিল গোটা বাংলা।

Advertisment

লোকসভা ভোটের আরও খবর পড়ুন, এখানে

অন্যদিকে, আজ, বৃহস্পতিবারও মাথাভাঙার সভা থেকে মোদীকে নিশানা করলেন মমতা। মোদী ‘‘মহম্মদ বিন তুঘলকের ঠাকুরদা ও হিটলারের জ্যাঠামশাই’’ বলে কটাক্ষ করেছেন মমতা। প্রসঙ্গত, গতকাল থেকেই উত্তরবঙ্গে পুরোদমে প্রচার শুরু করে দিয়েছেন তৃণমূলনেত্রী। আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের আরও কয়েকটি জেলায় সভা করবেন ‘বাংলার অগ্নিকন্যা’।

এদিকে আজই মনোনয়নপত্র পেশ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। এবার আমেঠির পাশাপাশি কেরালার ওয়েনাড় থেকেও ভোটে লড়ছেন রাহুল।

Follow the Updates here:

4.44 PM: জলপাইগুড়িতে বিজেপি কার্যালয়ে ঝুলন্ত দেহ উদ্ধার। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনে নালিশ জানাল বিজেপি।

3.46 PM: ভারতী ঘোষকে কোণঠাসা করতে সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার। ভোটের আগে প্রচারের কাজে যাতে ঘাটালে না যেতে পারেন ভারতী, সে আবেদনই এবার শীর্ষ আদালতে করল রাজ্য। পুরনো মামলায় তথ্যপ্রমাণ নষ্ট করতে পারেন ঘাটালের বিজেপি প্রার্থী। তাই ভারতী যাবে পশ্চিম মেদিনীপুরে যেতে না পারেন, সে আর্জি রেখেছে রাজ্য।

West Bengal Lok Sabha Election 2019 Live, bharati ghosh, লোকসভা ভোট ২০১৯, ভারতী ঘোষ ভারতী ঘোষ।

3.10 PM: ওদের নেতারা এসে বলছেন, বাংলায় মমতা দুর্গাপুজো করতে দেন না। যা ইচ্ছে করে যাচ্ছে। বাংলায় নাকি সরস্বতি পুজো হয় না! বাংলায় নাকি লক্ষ্মী পুজো হয় না! এওঁকে জিজ্ঞেস করুন, দুর্গাপুজোর মন্ত্র জানো, মা দুর্গা কাকে বধ করেছেন জানেন? আগামী দিনে বাংলার মেয়েরা আপনাদের অশুভ শক্তিকে বধ করবে: মমতা

3.02 PM: মোদীবাবুদের তিনটি গুণ, লুঠ-দাঙ্গা-মানুষ খুন: মমতা

3.00 PM: পাহাড়ে আগুন জ্বালিয়েছে বিজেপি। বাংলার সঙ্গে পাহাড়ের ঝগড়া বাঁধিয়েছে বিজেপি: মমতা

2.55 PM: ওদের নেতারা এসে বলছেন, বাংলায় মমতা দুর্গাপুজো করতে দেন না। যা ইচ্ছে করে যাচ্ছে। বাংলায় নাকি সরস্বতি পুজো হয় না! বাংলায় নাকি লক্ষ্মী পুজো হয় না! এওঁকে জিজ্ঞেস করুন, দুর্গাপুজোর মন্ত্র জানো, মা দুর্গা কাকে বধ করেছেন জানেন? আগামী দিনে বাংলার মা দুর্গারা আপনাদের অশুভ শক্তিকে বধ করবে: মমতা

2.47 PM: এনআরসির নাম করে ২২ লক্ষ হিন্দু বাঙালির নাম বাদ দিয়েছে। বলছে বাংলায় এনআরসি করবে। আগে ২টো আসন ছিল, এবার একটাও পাবে না। বাংলায় এনআরসি করতে দেব না। বলছে সবাইকে তাড়িয়ে দেবে। যেন উনি সকলকে খাইয়ে বাঁচিয়ে রেখেছেন। কী করে যে প্রধানমন্ত্রী হল ভগবান জানে, যার কথাবর্তায় কোনও সৌজন্য নেই: মমতা

2.45 PM: ভোটের আগে উনি চৌকিদার সেজেছেন। এখন চাও নেই, চিনিও নেই। অনেক জায়গায় আসল চৌকিদাররা মাইনে পাচ্ছেন না। ধাপ্পা দিয়ে ক্ষমতায় এসেছেন: মমতা

2.40 PM: মোদীকে ফের নিশানা মমতার। ‘‘মোদীবাবু চাওয়ালা বলে সবার চাকরি খেয়ে নিয়েছে। ৫ বছর আগে ক্ষমতায় আসার সময় বলেছিলেন চাওয়ালা। আর এখন বলছে আমি চৌকিদার। আর লোকে তো বলছে চৌকিদার চোর হ্যায়। আমি বলছি চৌকিদার ঝুটা হ্যায়। মিথ্যা কথা ছাড়া একটাও সত্যি কথা বলছে না। নির্বাচনের নামে একেক জনের থেকে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে। এটা নির্বাচনের জন্য কুৎসা। ভোটের জন্য টাকা বিলোচ্ছেন’’, মাথাভাঙার সভায় বললেন মমতা।

2.36 PM: ‘‘এক্সপায়ারি প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করুন, মমতা না থাকলে ছিটমহল হত? আমরা ছিটমহল সমস্যার সমাধান করেছি।’’ মোদীকে বিঁধে মাথাভাঙার সভায় মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। ‘‘কোচবিহারে অনেক কাজ করেছি আমরা’’, বললেন মমতা।

2.28 PM: মাথাভাঙার সভায় বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

1.40 PM: সিপিএমের পাশে থাকার বার্তা রাহুলের। ওয়েনাড়ে ভোটপ্রচারে গিয়ে রাহুল বলেন, ‘‘আমি জানি, সিপিএমের ভাই-বোনেরা এবার আমার বিরুদ্ধে আওয়াজ তুলবেন। আমার বিরুদ্ধে আক্রমণ শানাবেন। কিন্তু ভোটপ্রচারে সিপিএমের বিরুদ্ধে একটা কথাও বলব না।’’

1.35 PM: লোকসভা ভোটের মুখে নতুন মিউজিক ভিডিও প্রকাশ করল তৃণমূল। মিউজিক ভিডিওর নাম ‘মা-মাটি-মানুষ’। ফেসবুকে মিউজিক ভিডিও শেয়ার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

1.28 PM: বিজেপি যোগের জল্পনা উড়িয়ে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূলের সব্যসাচী দত্ত। বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে সব্যসাচী তৃণমূল না বিজেপিতে? নিজেই জানালেন সে কথা

12.40 PM: ওয়েনাড়ে রোড শো-তে রাহুল গান্ধী, সঙ্গে বোন প্রিয়াঙ্কা।

12.30 PM: প্রযুক্তিগত সমস্যার জেরে আজ বাংলায় ইস্তেহার প্রকাশ করছে না প্রদেশ কংগ্রেস। বৃহস্পতিবার সকালে প্রদেশ কংগ্রেসের তরফে ইস্তেহার প্রকাশের কথা জানানো হয়েছিল।

12.10 PM: বুধবার দিনহাটার সভা থেকে মোদীকে কড়া ভাষায় জবাব দিলেন মমতা। ঠিক কী বলেছেন মমতা? বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে Lok Sabha Election 2019: টাচ মি ইফ ইউ ক্যান, ‘এক্সপায়ারি বাবুকে’ চ্যালেঞ্জ মমতার

mamata, modi, মমতা, মোদী, মোদি মমতা ও মোদী।

11.50 AM: ওয়েনাড়ে মনোনয়নপত্র পেশ করলেন রাহুল গান্ধী।

11.30 AM: ওয়েনাড়ে রোড শো শুরু রাহুল গান্ধীর, তাঁর সঙ্গে রয়েছেন বোন প্রিয়াঙ্কা গান্ধী।

11.11 AM: রাহুলকে স্বাগত জানাতে তৈরি ওয়েনাড়।

loksabha election 2019, লোকসভা নির্বাচন ২০১৯ ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

10.50 AM: আজ ইস্তেহার প্রকাশ করবে প্রদেশ কংগ্রেস।

somen mitra, সোমেন মিত্র প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র।

10.32 AM: আজ মনোনয়নপত্র পেশ করবেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।এবার আমেঠির পাশাপাশি কেরালার ওয়েনাড় থেকেও ভোটে লড়ছেন রাহুল।

Rahul Gandhi to contest from Wayanad Kerala রাহুল গান্ধী।

10.00 AM: আজ মাথাভাঙায় সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল দিনহাটার সভায় মোদীকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন মমতা। আজকের সভায় কী বললেন মমতা, সেদিকেই তাকিয়ে রাজ্য রাজনীতি।

হাতে আর মাত্র এক সপ্তাহ। তারপরই ভোটের লাইনে দাঁড়াবে আম আদমি। আগামী ১১ এপ্রিল প্রথম দফার নির্বাচন। তার আগে শেষবেলায় জোরকদমে প্রচারে ব্যস্ত শাসক থেকে বিরোধী, সব দলের প্রার্থীরা।

tmc bjp CONGRESS PM Narendra Modi rahul gandhi Mamata Banerjee amit shah CPIM lok sabha 2019 General Election 2019
Advertisment