West Bengal Lok Sabha Election 2019: অশান্তি, উত্তজেনার মধ্যেই দ্বিতীয় দফায় রায়গঞ্জ, জলপাইগুড়ি, দার্জিলিঙে ভোট দিল বাংলা। এবার নজরে তৃতীয় দফার ভোট। আগামী ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গের ৫ কেন্দ্রে ভোটগ্রহণ। বালুরঘাট, মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর ও মুর্শিদাবাদে সেদিন ভোটগ্রহণ। প্রথম, দ্বিতীয় দফার মতো তৃতীয় দফার ভোটের আগেও পুরোদমে প্রচারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল ভোটের দিনও মালদহে তিনটি জনসভা করেন মমতা। আজ বহরমপুর, বালুরঘাট ও গঙ্গারামপুরে সভা থেকেও মোদীবাহিনীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মমতা।
লোকসভা নির্বাচনের আরও খবর পড়ুন, এখানে
প্রথম দফার ভোটের মতো দ্বিতীয় দফার ভোটেও অশান্তির ঘটনার সাক্ষী রইল বাংলা। বৃহস্পতিবার দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনে দার্জিলিং কেন্দ্রের চোপড়া কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। গ্রামবাসীদের একাংশকে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। যে অভিযোগকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। প্রথমে ৩১নং জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়রা। পরে অবরোধ তুললেও ‘কেন্দ্রীয় বাহিনী ছাড়া ভোট দেব না’-র দাবি তুলে বিক্ষোভ চলে। পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান স্থানীয়দের একাংশ। স্থানীয়দের তৎপরতায় এক তৃণমূল কর্মীকে পাকড়াও করে পুলিশ। ওই তৃণমূল কর্মীর বিরুদ্ধেই ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। এদিকে, বিজেপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ তোলে তৃণমূল। পরে এলাকায় বোমাবাজি চলে। পরিস্থিতি সামাল দিতে লাঠি চালায় পুলিশ, ছোড়া হয় কাঁদানে গ্যাসও।
প্রথম দফার মতোই বাংলায় দ্বিতীয় দফার ভোট ‘মোটের উপর শান্তিপূর্ণ’ বলে দাবি করেছেন বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক। একই দাবি করেছেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে। তিনি বলেন, ‘‘কয়েকটি ঘটনা ছাড়া ভোট মোটের উপর শান্তিপূর্ণ’’। এদিকে, বিজেপির তরফে মুকুল রায় সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘প্রথম দফার তুলনায় দ্বিতীয় দফায় বিক্ষিপ্ত ঘটনা কম’’। একইসঙ্গে রাজ্যের সব বুথে আধা সেনা মোতায়েনের দাবি জানিয়ে ফের কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি।
Live Blog
আজ তিনটি নির্বাচনী সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনের সব খবরের আপডেট রইল এখানে, Follow the Updates here:
এদিকে, ভোটের দিন রায়গঞ্জের বাম প্রার্থী মহম্মদ সেলিমের গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। সেইসঙ্গে ভোটের বাংলায় গাছে ঝুলন্ত অবস্থায় বিজেপি কর্মীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়ায়। এদিকে, সামসির সভায় এনআরসি নিয়ে মোদীবাহিনীর বিরুদ্ধে সুর চড়াতে গিয়ে মমতা বলেছেন, এনআরসির পাল্টা এনবিসি করব, এনবিসি মানে, ন্যাশনাল বিদায় সার্টিফিকেট।
লোকসভা নির্বাচনের পরের দফা গুলিতে বাংলায় আরও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে, জানালেন বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘পরবর্তী দফাগুলিতে ৯০ শতাংশেরও বেশি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে।’’
তৃণমূল বাঘের বাচ্চা। আমাদের বিরুদ্ধে কংগ্রেস লড়ছে, সিপিএম লড়ছে, বিজেপি লড়ছে। কেউ কিছু করতে পারবে না। সবার বিরুদ্ধে লড়ব: মমতা
‘‘বাংলায় কংগ্রেস-সিপিএম-বিজেপি আঁতাঁত’’, বহরমপুরের সভায় মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের
কংগ্রেস ছেড়ে শিবসেনাতে যোগ দিলেন প্রিয়াঙ্কা চতুর্বেদী।
‘‘কেন্দ্রীয় বাহিনীকে অনুরোধ বিজেপির কথা শুনবেন না, রাজ্য প্রশাসনের সঙ্গে মিলেমিশে কাজ করুন’’, বালুরঘাটের সভায় মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের।
‘‘বিজেপি খালি হিন্দু-হিন্দু করে, এটা ওদের নাটক’’, বালুরঘাটের সভায় বিজেপিক আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
মোদী ক্ষমতায় এলে স্বাধীনতা থাকবে না। বিজেপি মানুষের স্বাধীনতা খর্ব করবে: মমতা
ভোটের মুখে কংগ্রেসে অস্বস্তি বাড়ালেন প্রিয়াঙ্কা চতুর্বেদী। কংগ্রেস ছাড়লেন প্রিয়াঙ্কা চতুর্বেদী। দলের সব পদ থেকে ইস্তফা দিয়েছেন। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধিকে ইস্তফা পত্র পাঠিয়েছেন প্রিয়াঙ্কা। এদিন সকালে টুইটার পেজে নিজের বায়ো বদলান প্রিয়াঙ্কা। টুইটারে বায়ো থেকে কংগ্রেসের পদ লেখা মুছে দেন প্রিয়াঙ্কা। একইসঙ্গে দলের হোয়াটস অ্যাপ গ্রুপ থেকেও বেরিয়ে গিয়েছেন প্রিয়াঙ্কা।
ভোটের মুখে জোর অস্বস্তিতে পড়লেন ভারতী ঘোষ। সোনা কেলেঙ্কারির ঘটনায় বিজেপি প্রার্থী ভারতী ঘোষকে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি। দাসপুরে ভারতী ঘোষের বাড়িতে শুক্রবার সকালে যায় সিআইডির একটি দল। দাসপুরের বাড়িতে ভারতীকে জিজ্ঞাসাবাদ করছেন সিআইডির আধিকারিকরা। লোকসভা নির্বাচনে এবার ঘাটালে বিজেপির টিকিটে লড়ছেন এই প্রাক্তন আইপিএস। বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে ভারতী ঘোষকে সিআইডি-র জিজ্ঞাসাবাদ
গুজরাতের সুরেন্দ্রনগরের সভায় কংগ্রেস নেতা হার্দিক প্যাটেলকে চড় মারলেন এক ব্যক্তি।
ভোটের বাংলায় রহস্যজনক ভাবে নিখোঁজ হলেন নোডাল অফিসার। নদিয়ার নোডাল অফিসার অর্ণব রায়ের অন্তর্ধান ঘিরে বাড়ছে রহস্য। বৃহস্পতিবার দুপুরের পর থেকে ওই নোডাল অফিসারের আর কোনও খোঁজ মিলছে না। নদিয়া জেলার সব ইভিএমের দায়িত্বে রয়েছেন অর্ণব। ইতিমধ্যেই এ ঘটনায় বৃহস্পতিবার মাঝরাতে জেলা প্রশাসনের তরফে কোতোয়ালি থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়েছে। নদিয়া জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে ভোটের আগে হঠাৎ উধাও নদিয়ার নোডাল অফিসার
ভোট পরবর্তী হিংসা ঘিরে উত্তপ্ত উত্তর দিনাজপুরের চোপড়া। লোকসভা নির্বাচনের পরের দিন সকালে তৃণমূল-বিজেপি সংঘর্ষে আবারও রণক্ষেত্রের চেহারা নিল চোপড়া। শুক্রবার সকালে মকডুমি গ্রামে তৃণমূল-বিজেপি সংঘর্ষে চলল গুলি। এ ঘটনায় গুলির ঘায়ে জখম হল এক সপ্তম শ্রেণির পড়ুয়া। ওই পড়ুয়ার পায়ে গুলি লেগেছে বলে জানা গিয়েছে। গুলিবিদ্ধ ছাত্রকে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে ফের উত্তপ্ত চোপড়া, তৃণমূল-বিজেপি সংঘর্ষে গুলিবিদ্ধ ছাত্র
মালদহে ভোটপ্রচারে এসে কংগ্রেসের একসময়ের ‘ঘরের মেয়ে’ মৌসমের কংগ্রেস ত্যাগের সঙ্গে নিজের কংগ্রেস ছাড়ার যোগসূত্র তৈরি করলেন মমতা। মালদার সভায় মমতা বললেন, ‘‘মৌসমও কংগ্রেস করত, আমিও করতাম। আমি কংগ্রেস ছেড়ে তৃণমূল তৈরি করে সিপিএম-কে হঠিয়েছি। ও কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে বিজেপি হঠাবে।’’ বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে ‘কংগ্রেস ছেড়ে আমি সিপিএমকে হারিয়েছি, মৌসম বিজেপিকে হারাবে’