West Bengal Lok Sabha Election 2019: দরজায় কড়া নাড়ছে লোকসভা ভোট। আর মাত্র কয়েকটা দিন, তারপরই শুরু ভোটের লড়াই। লোকসভা নির্বাচনের আগে শেষবেলায় ভোটের প্রচার ঝালিয়ে নিতে উঠেপড়ে লেগেছে সব রাজনৈতিক দলই। কখনও দরজায় দরজায় গিয়ে জনসংযোগ তো, কখনও পাড়ায় পাড়ায় মিটিং-মিছিল। কখনও আবার হুডখোলা জিপে চড়ে রোড শো-তে পা মেলাচ্ছেন উনিশের প্রতিদ্বন্দ্বীরা। আর এভাবেই গোটা দেশের মতো এ বাংলাতেও চোখে পড়ছে ভোটের সেই চেনা ছবি।
লোকসভা ভোটের আরও খবর পড়ুন, এখানে
এবারের লোকসভা নির্বাচনে বাংলাকে কার্যত পাখির চোখ করেছেন মোদী-শাহরা। ২২-২৩টি আসনে জয়ের লক্ষ্যমাত্রা ঠিক করে দিয়েছেন অমিত শাহ। সেই লক্ষ্যভেদ করতে প্রচারে এতটুকুও খামতি রাখতে চান না বিজেপি সভাপতি। সেকারণেই ভোটের মুখে আবারও বাংলায় পা রাখছেন শাহ। আজ শুক্রবার, আলিপুরদুয়ারে সভা করবেন মোদী সেনাপতি। এদিনের সভা থেকে কী বার্তা দেন শাহ, সে দিকেই তাকিয়ে রাজনীতির কারবারীরা। অন্যদিকে, ৩ এপ্রিল কলকাতার ব্রিগেডে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে সভা ঘিরে রাজ্য বিজেপিতে জোর তৎপরতা।
আরও পড়ুন, অভিষেকের স্ত্রীর ব্যাগ তল্লাশিকাণ্ড গড়াল সুপ্রিম কোর্টে
অন্যদিকে, তৃণমূলের ইস্তেহার প্রকাশের পর নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল সিপিআইএম। জেপি হঠাও, দেশ বাঁচাও। তৃণমূল হঠাও, বাংলা বাঁচাও। কেন্দ্রে বিকল্প ধর্মনিরপেক্ষ সরকার গড়া নিশ্চিত করতে বামপন্থীদের শক্তিবৃদ্ধি করো। —এই আহ্বান জানিয়ে বৃহস্পতিবার নয়াদিল্লিতে ২০১৯-এর লোকসভা নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলো সিপিআই(এম)।
Follow the Updates here:
5.11 PM: রাজ্যের ৬টি লোকসভা কেন্দ্রে বিশেষ নজর দিল নির্বাচন কমিশন। বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে Lok Sabha Election 2019: বাংলার ৬ কেন্দ্রে ‘বিশেষ নজর’ কমিশনের
4.44 PM: আলিপুরদুয়ারের সভায় মমতাকে তীব্র ভাষায় আক্রমণ করলেন অমিত শাহ। কী বললেন বিজেপি সভাপতি? বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে Lok Sabha Election 2019: ‘মা থেকে মমতা চলে গেছেন, মাটি অনুপ্রবেশকারীদের হাতে, মানুষ সন্ত্রাসের বলি’
4.14 PM: উত্তর মুম্বই কেন্দ্রে লোকসভা ভোটের প্রচার শুরু করলেন উর্মিলা মাতন্ডকর।
Mumbai: Actor-turned-politician Urmila Matondkar begins her election campaign. She had joined Congress party recently and will contest from Mumbai North parliamentary constituency. #LokSabhaElections2019 pic.twitter.com/oDAnrKbDpv
— ANI (@ANI) March 29, 2019
3.30 PM: ‘‘মমতার সময় শেষ’’, অমিত শাহের মন্তব্যের পাল্টা হিসেবে পার্থ বলেন, ‘‘ওটা একুশে দেখা যাবে। আগে তো উনিশ দেখুক।’’
3.25 PM: ‘‘এ রাজ্যের বাম ও কংগ্রেস বিজেপির সঙ্গেই আছে’’, মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়ের। এদিন আলিপুরদুয়ারের সভায় শাহ বলেন, ‘‘বাংলায় তৃণমূলের থেকে আগের বাম সরকার ভাল ছিল’’, সে প্রসঙ্গে একথা বলেন পার্থ।
3.22 PM: অমিত শাহর সভার পর বিজেপিকে পাল্টা আক্রমণ তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের। ‘‘বিজেপি একটা আসনও পাবে না। ক্ষমতাতেই ওরা আসবে না আর। এবার দিল্লি দূরঅস্ত। দিল্লি থেকে কপ্টারে এসে কোনও লাভ নেই। বাংলার মানুষ মমতাকে দেখেই ভোট দেন।’’
2.23 PM: ‘‘মোদী সরকার জঙ্গিদের কখনই রেয়াত করবে না’’, বললেন অমিত শাহ।
2.18 PM: ‘‘বাংলায় বিজেপির টার্গেট ২৩ আসন’’, আলিপুরদুয়ারে বললেন অমিত শাহ।
2.16 PM: ‘‘তৃণমূলের থেকে আগের বাম সরকার ভাল ছিল’’, আলিপুরদুয়ারে মন্তব্য অমিত শাহের।
2.14 PM: ‘‘গরিবদের জন্য আপনি কী করেছেন?’’ আলিপুরদুয়ারে মমতাকে প্রশ্ন অমিত শাহের।
2.13 PM: আলিপুরদুয়ারের সভা থেকে তৃণমূলকে হারানোর ডাক দিলেন অমিত শাহ। বিজেপি সভাপতি বলেন, ‘‘তৃণমূল গণতন্ত্রের কন্ঠরোধ করছে। তৃণমূল এখন তৃণমূল তোলাবাজি ট্যাক্স। যত গুণ্ডাই নামান, এবার তৃণমূল হারবেই।’’
2.11 PM: মমতাকে তীব্র ভাষায় আক্রমণ অমিত শাহের। আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডের সভায় শাহ বলেন, ‘‘মমতাদির সময় সমাপ্ত। তৃণমূলের মা-মাটি-মানুষের মা থেকে চলে গেছেন মমতা। মাটি এখন অনুপ্রবেশকারীদের হাতে। আর মানুষ হিংসা ও সন্ত্রাসের বলি।’’
2.06 PM: বিরোধীদের মহাজোটকে কটাক্ষ শাহর। আলিপুরদুয়ারে অমিত শাহ বলেন, ‘‘বিরোধীদের জোট লোক ঠকানোর জোট।’’
01.56 PM: আলিপুরদুয়ারের সভায় মমতাকে নিশানা অমিত শাহের। শাহ বলেন, ‘‘বাংলায় গণতন্ত্র নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সরকার চালাচ্ছেন, তাতে বাংলার সংস্কৃতি নষ্ট করার চেষ্টা চলছে।’’
01.52 PM: আলিপুরদুয়ারের সভায় বিজেপি সভাপতি অমিত শাহ। এবারের লোকসভা নির্বাচন গোটা দেশের কাছে খুবই গুরুত্বপূর্ণ, বাংলার জন্য আরও গুরুত্বপূর্ণ: অমিত শাহ
সুস্বাগতম শ্রী @AmitShah জী। pic.twitter.com/Am9DjAzWBr
— BJP Bengal (@BJP4Bengal) March 29, 2019
01.15 PM: বিহারে ১৯টি আসনে লড়বে আরজেডি, কংগ্রেসকে দেওয়া হয়েছে ৯টি আসন, আরএলএসপি লড়বে ৫টি আসনে।
Bihar mahagathbandhan releases seat-sharing agreement for 40 Lok Sabha seats. RJD to contest on 19 seats, Congress on 9 seats, RLSP on 5 seats, HAM(S) on 3 seats, VIP on 3 seats and CPI(ML) on 1 seat. pic.twitter.com/leJ9DhHUGS
— ANI (@ANI) March 29, 2019
12.15 PM: পাহাড়ে জমজমাট ভোটপ্রচার। দার্জিলিঙে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করলেন তৃণমূল প্রার্থী অমর সিং রাই। শিলিগুড়ি বাজারে প্রচার সারলেন বাম প্রার্থী সমন পাঠক।
12.03 PM: বিজেপিকে ফের নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের
Will never allow the country to be divided: @MamataOfficial #DidiSpeaks #DidiAtHoliMilan pic.twitter.com/n3nS54lCVY
— All India Trinamool Congress (@AITCofficial) March 28, 2019
11.30 AM: ওড়িশার সভায় মোদী। তেলঙ্গানা ও অন্ধ্রপ্রদেশেও আজ সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Happy to be in Odisha. Watch my speech in Koraput. https://t.co/mi2PCQuvnl
— Chowkidar Narendra Modi (@narendramodi) March 29, 2019
11.12 AM: তমলুকে কংগ্রেসের প্রার্থী হতে পারেন লক্ষ্মণ শেঠ, ইঙ্গিত সোমেন মিত্রের। বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে তমলুকে কংগ্রেসের প্রার্থী লক্ষ্মণ শেঠ?
10.42 AM: ভারতী ঘোষকে পাল্টা জবাব দিলেন দেব। কী বললেন? বিস্তারিত পড়ুন, ‘‘কাদা ছোড়াছুড়ি না করে উন্নয়নের কথা বলুন’’, ভারতীকে পরামর্শ দেবের
10.22 AM: এবারের ভোট ব্যক্তিকেন্দ্রিক, বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে Narendra Modi – Republic Bharat interview: ‘‘পরিবারতান্ত্রিক রাজনীতিতে আমার সমস্যা নেই, তবে দেশের গণতন্ত্রের জন্য বিপজ্জনক’’
9.45 AM: আলিপুরদুয়ারে অমিত শাহের সভা ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
9.30 AM: আজ দুপুর ১২টায় আলিপুরদুয়ারে সভা করবেন মোদী সেনাপতি। এদিনের সভা থেকে কী বার্তা দেন শাহ, সে দিকেই তাকিয়ে রাজনীতির কারবারীরা।
Rally of Shri @AmitShah in Support of Shri John Barla, Candidate, Alipurduar Lok Sabha
Date : 29th March, 2019
Time : 12 PM
Venue : Alipurduar Parade Ground#IndiaWithNaMo pic.twitter.com/CW3qxziJ8F— BJP Bengal (@BJP4Bengal) March 28, 2019
এদিকে, লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বিশেষ পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব থেকে সরলেন কে কে শর্মা। শর্মার আরএসএস যোগ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করেছিল তৃণমূল। সেই অভিযোগের প্রেক্ষিতেই কমিশনের এমন পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। কে কে শর্মার স্থলাভিষিক্ত হয়েছেন বিবেক দুবে।
ভোটের মুখে আবারও দলবদল। সিপিএম, বিজেপির পর এবার কংগ্রেসের হাত ধরলেন লক্ষ্মণ শেঠ। তমলুকে কংগ্রেসের প্রার্থী করা হতে লক্ষ্মণ শেঠকে। এমন ইঙ্গিতই দিয়েছেন খোদ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র।