West Bengal Lok Sabha Election 2019 LIVE Updates: তৃতীয় দফার লোকসভা নির্বাচনের আগে আজ ফের বাংলায় মোদী-মমতা দ্বৈরথ। ভোটপ্রচারে আজ ফের পশ্চিমবঙ্গে পা রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মমতাকে বিঁধে মোদী বলেন, ‘‘আপনারা মমতাদিকে বিশ্বাস করেছিলেন। কিন্তু উনি মা-মাটি-মানুষের নামে আপনাদের ধোঁকা দিয়েছেন। আমিও ধোঁকা খেয়েছি। আমিও প্রথমে ওঁকে বিশ্বাস করেছিলাম। ওঁকে যখন টিভিতে দেখতাম, তখন ভাবতাম উনি সততার প্রতীক। বামেদের সঙ্গে লড়েছেন। কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পর ওঁকে চিনলাম ভাল করে। তখন বুঝলাম, যে ওঁকে চিনতে ভুল করেছিলাম। আমার মতো মানুষ ওঁকে চিনতে ভুল করেছে। বাংলার মানুষ তো ভুল চিনবেনই।’’ মমতাকে নিশানা করে নমোর আক্রমণ, ‘‘মমতা যা রাজ্যে করেছেন, তা ইতিহাস, ভবিষ্যৎ কখনও মাফ করবে না।’’ সভায় আসা বিজেপি কর্মী-সমর্থকদের উদ্দেশে মোদীর প্রশ্ন, ‘‘স্পিড-ব্রেকার দিদি কি শাস্তি পাবে?’’
লোকসভা নির্বাচনের আরও খবর পড়ুন, এখানে
অন্যদিকে, নদিয়ার পানিঘাটার সভায় মোদীকে নিশানা করে মমতা বলেন, ‘‘সাহস থাকা ভাল, দুঃসাহস ভাল নয়। বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করেননি। আমি কী করেছি, তার জবাব মানুষ দেবেন। আপনি কী করেছেন ? ৫ বছরে তার জবাব দিন। মানুষের মুণ্ড কেটে ফুটবল খেলা হয়েছে, গণপিটুনি হয়েছে। মিথ্যা কথা বলতে বলতে ওদের জিভে পোকা পড়ে গেছে। পাগলা কুকুর কামড়ালে জলাতঙ্ক হয়, উনি হারাতঙ্ক রোগে ভুগছেন। রোজ উল্টোপাল্টা বকে যাচ্ছেন’’।
এদিকে, আরএসএস যোগ নিয়ে মমতার অভিযোগের জবাব দিতে মুখ খুললেন প্রণব-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। সংবাদসংস্থা এএনআইকে জঙ্গিপুরের কংগ্রেস প্রার্থী বলেন, ‘‘ভিত্তিহীন দাবি, পুরোটাই কাল্পনিক। আরএসএসের সদর কার্য্যালয়ের অনুষ্ঠানে প্রণব মুখোপাধ্যায় (আজীবন কংগ্রেসি এবং প্রাক্তন রাষ্ট্রপতি) বিজেপি ও আরএসএসের উদ্দেশে স্পষ্ট ভাষায় বলেছিলেন, ভারত সকলের’’। বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে আরএসএস যোগ প্রসঙ্গে মমতাকে জবাব প্রণব-পুত্র অভিজিতের
Live Blog
একে অপরের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মোদী ও মমতা, কী বললেন? লোকসভা নির্বাচনের সব খবরের আপডেট রইল এখানে, Follow the Live Updates here:
হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের বাড়িতে ভাঙচুরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। বিষয়টি নিয়ে ইতিমধ্যে তৃণমূল-বিজেপির চাপানউতোর চরমে উঠেছে। হুগলির ব্যান্ডেলে লকেটের ভাড়া বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাড়িতে ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পদ্ম পার্টির। অন্যদিকে, গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বিজেপি কর্মীরাই লকেটের বাড়িতে ভাঙচুর চালিয়েছে বলে পাল্টা অভিযোগ করেছে তৃণমূল। বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে লকেট চট্টোপাধ্যায়ের বাড়ি ভাঙচুর, চরমে তৃণমূল-বিজেপি কাজিয়া
তৃতীয় দফার লোকসভা ভোটের মুখে ফের পুলিশ আধিকারিককে বদল। নির্বাচন কমিশনের নির্দেশে সরানো হল মালদার পুলিশ সুপার অর্ণব ঘোষকে। মালদার নতুন পুলিশ সুপার হচ্ছেন অজয় প্রসাদ। আগামী মঙ্গলবার তৃতীয় দফায় মালদায় ভোট রয়েছে। পক্ষপাতের অভিযোগে মালদহের পুলিশ সুপারকে সরানো হয়েছে বলে কমিশন সূত্রে খবর।
কৃষ্ণনগরে প্রায় ৪ কিমি পদযাত্রা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রকে সঙ্গে নিয়ে হাঁটলেন মমতা।
বগুলার সভায় মমতা বলেন ‘‘সত্যজিতের হত্যাকারীদের ধিক্কার জানাচ্ছি। সত্যজিৎ বিশ্বাসের পরিবারকে সমবেদনা জানাচ্ছি। দল সত্যজিতের পরিবারের পাশে রয়েছে’’। প্রসঙ্গত, গত সরস্বতী পুজোর আগের দিন গুলি করে খুন করা হয় তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে। এবার লোকসভা নির্বাচনে রানাঘাটে তৃণমূলের প্রার্থী করা হয়েছে নিহত বিধায়ক সত্যজিতের স্ত্রী রূপালি বিশ্বাসকে।
সাহস থাকা ভাল, দুঃসাহস ভাল নয়। বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করেননি। আমি কী করেছি, তার জবাব মানুষ দেবেন। আপনি কী করেছেন ? ৫ বছরে তার জবাব দিন। মানুষের মুণ্ড কেটে ফুটবল খেলা হয়েছে, গণপিটুনি হয়েছে। মিথ্যা কথা বলতে বলতে ওদের জিভে পোকা পড়ে গেছে। পাগলা কুকুর কামড়ালে জলাতঙ্ক হয়, উনি হারাতঙ্ক রোগে ভুগছেন। রোজ উল্টোপাল্টা বকে যাচ্ছেন: মমতা
নদিয়ার পানিঘাটার সভায় মেজাজ হারালেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাইক হাতে বক্তৃতার শুরুতে ব্যাপক হইচই। হইচইয়ের জেরে মেজাজ হারিয়ে বক্তৃতা দিতে দিতেই বসে পড়েন মমতা। সভায় দর্শকাসনে ভিড় নিয়ন্ত্রণ ঠিকমতো করতে নির্দেশ দেন মমতা। ক্ষোভের সুরে মমতা বলেন, ‘‘এসব আগে দেখে রাখোনি কেন? আমি এসে মাইক হাতে এসব সামলাব?’’ এরপরই বক্তৃতা থামিয়ে বসে পড়েন। কিছুক্ষণ পর ফের বক্তৃতা দিতে শুরু করেন মমতা।
লোকসভা নির্বাচনের মরশুমে আবারও বাংলায় ভোটপ্রচারে এসে মমতাকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃতীয় দফার লোকসভা ভোটের প্রচারে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের সভায় মোদী বলেন, ‘‘গত দু’দফার ভোটের রিপোর্ট দেখে স্পিড-ব্রেকার দিদির ঘুম উড়ে গিয়েছে।’’ এদিনের সভায় মোদী আরও বলেন, ‘‘মমতা মানুষকে ধোঁকা দিয়েছেন।’’ বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে মমতাদি আমাকেও ধোঁকা দিয়েছেন: মোদী
২৩ মে আরও একবার মোদী সরকার আসবে: মোদী
মমতা গুন্ডাদের টাকা দিতে পারেন। অথচ রাজ্যের সরকারি কর্মীদের জন্য ডিএ দেওয়ার টাকা নেই দিদির। ত্রিপুরায় পে কমিশন লাগু হয়েছে, কিন্তু বাংলায় হয়নি: মোদী
‘‘কোথাও এমন হয়নি যে দেশে ভোটের প্রচারে বাইরের দেশের লোকেরা আসবেন’’, তৃণমূলের প্রচারে বাংলাদেশি অভিনেতা ফিরদৌস ও গাজি নুরের উপস্থিতি নিয়ে মমতাকে আক্রমণ মোদীর।
বুয়া-ভাতিজা মিলে বাংলার সংস্কৃতিকে নষ্ট করেছেন। মমতাকে ইতিহাস ,ভবিষ্যৎ মাফ করবে না। স্পিড ব্রিকার দিদির কি শাস্তি হবে: মোদী
আপনারা মমতাদিকে বিশ্বাস করেছিলেন। কিন্তু উনি মা-মাটি-মানুষের নামে সবাইকে ধোঁকা দিয়েছেন। আমিও ধোঁকা খেয়েছি। ওঁকে যখন টিভিতে দেখতাম, তখন ভাবতাম উনি সততার প্রতীক। বামেদের সঙ্গে লড়েছেন। কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পর ওঁকে চিনলাম ভাল করে। আমিও ভুল চিনেছিলাম ওঁকে: মোদী
ভোটের ফলে বোঝা যাবে গুন্ডামি, লুঠের ফল। গত দু’দফার নির্বাচনে স্পিড ব্রেকার দিদির ঘুম উড়ে গেছে: মোদী
পুরুলিয়ায় আমাদের আরও এক কর্মীকে খুন করা হয়েছে। এই অত্যাচারের পুরো বিচার করা হবে। বাংলায় যাঁদের সঙ্গে হিংসা হয়েছে, তাঁরা সাজা পাবেনই। কঠোর সাজা দেওয়া হবে: মোদী
‘‘সারা দেশ বলছে বাংলায় বড় কিছু হবে’’, বুনিয়াদপুরের সভায় বললেন প্রধানমন্ত্রী।
‘‘আমার প্রিয় বাংলার ভাই-বোনেরা, আপনারা বৈশাখের গরমকে উপেক্ষা করে এই সভায় এসেছেন। আপানারা এসেছেন নতুন বাংলা গড়ার স্বপ্ন নিয়ে। আপনাদের সাদর আমন্ত্রণ’’, বুনিয়াদপুরের সভায় বাংলায় কথা বলে ভাষণ শুরু মোদীর
বুনিয়াদপুরের সভায় পৌঁছোলেন নরেন্দ্র মোদী। এরপরই সভা করবেন মোদী।
‘‘দিদি ভয়ানক ভয় পেয়েছেন, ঘুম উড়ে গেছে’’, বুনিাদপুরের সভায় মমতাকে নিশানা বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের।
বুনিয়াদপুরে মোদীর সভা ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা। সভামঞ্চের কাছেই হেলিপ্যাড তৈরি করা হয়েছে। কপ্টারে চড়ে বুনিয়াদপুরের সভায় আসবেন মোদী।