Advertisment

West Bengal Lok Sabha Elections 2019: তৃণমূলে ব্রাত্য ‘ব্যস্ত’ সব্যসাচী

West Bengal Lok Sabha Election 2019 Dates, Schedule: বিধাননগরের ৩১নং ওয়ার্ডে নিজের এলাকাতেই সব্যসাচীকে ভোটের দায়িত্ব দেওয়া হল না।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal Lok Sabha Election 2019 Live, sabyasachi dutta, লোকসভা ভোট ২০১৯, সব্যসাচী দত্ত

সব্যসাচী দত্ত।

West Bengal Lok Sabha Election 2019: একেবারে দোরগোড়ায় লোকসভা নির্বাচন। ভোটের মুখে শেষবেলায় শাসক-বিরোধী সংঘাত তুঙ্গে। মোদী-শাহ বনাম রাহুল-প্রিয়াঙ্কার লড়াইয়ে যেমন সরগরম দিল্লি দরবার, তেমনই বাংলায় এবার মোদী বনাম মমতার লড়াইয়ে তেঁতে রয়েছে রাজ্য রাজনীতি। শুক্রবারই রাজ্যে ভোটপ্রচারে এলে আলিপুরদুয়ারের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছেন মোদী সেনাপতি। মমতার ‘মোদীর মেয়াদ ফুরিয়ে গিয়েছে’ কটাক্ষের ছন্দেই অমিত শাহ বলেছেন ‘‘মমতাদির সময় সমাপ্ত হয়ে গিয়েছে।’’ শাহকে বিঁধতে সরব হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিমরা। ‘‘বিজেপি একটা আসনও পাবে না’’ বলে হুঙ্কার দিয়েছেন তৃণমূল মহাসচিব।

Advertisment

লোকসভা ভোটের আরও খবর পড়ুন, এখানে

এদিকে, সেনাপতিকে এ রাজ্যে পাঠানোর পর আগামী ৩ এপ্রিল মমতার শহরে ভোটের প্রচারে পা রাখতে চলেছেন স্বয়ং নরেন্দ্র মোদী। ১৯ জানুয়ারি মমতার ব্রিগেডে সভার পর সেই রাজ্য রাজনীতির সেই চেনা মাঠেই সভা করবেন নমো। অন্যদিকে, ‘মিশন শক্তি’ নিয়ে জাতীর উদ্দেশে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচনী বিধিভঙ্গ করেননি বলে মোদীকে ক্লিনচিট দিয়েছে নির্বাচন কমিশন।

আজ, শনিবার, মানে উইকেন্ডে সকাল থেকেই ভরপুর প্রচারে মেতে সব দলের রাজনৈতিক প্রার্থীরাই। শেষবেলায় জনসংযোগ বাড়াতে রোজই নিজেদের কেন্দ্রের অলিগলিতে প্রচার সারছেন রাজনৈতিক নেতারা। আজ দিনভর ভোটপ্রচারের সব আপডেট থাকছে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলায়

Follow the Updates here:

6.12 PM: তৃণমূলে আরও কোণঠাসা অবস্থায় সব্যসাচী দত্ত? বিধাননগরের ৩১নং ওয়ার্ডে নিজের এলাকাতেই সব্যসাচীকে ভোটের দায়িত্ব দেওয়া হল না। সব্যসাচীর পরিবর্তে ওই এলাকায় ভোটের দায়িত্ব দেওয়া হয়েছে সুপ্রিয় মজুমদারকে। অন্যদিকে, রবিবার সল্টলেকের বিএফ পার্কে হোলির অনুষ্ঠানে সব্যসাচীকে আমন্ত্রণ জানানো হয়নি বলেও খবর।

সব্যসাচীকে ভোটের দায়িত্ব না দেওয়া প্রসঙ্গে সুজিত বসু বলেন, ‘‘সুপ্রিয় দীর্ঘদিন সংগঠনের সঙ্গে যুক্ত। ওঁকে এবার ভোটের দায়িত্ব দেওয়া হয়েছে।’’ এরপরই সব্যসাচী প্রসঙ্গে সুজিত বলেন, ‘‘তিনি বিধায়ক, তাঁর কাজ রয়েছে। তিনি ব্যস্ত। বেশি ব্যস্ত লোককে ব্যস্ত করতে চাই না।’’

5.27PM:  মোদীর সভার আগে ব্রিগেডে সভাস্থল পরিদর্শন করলেন কৈলাশ বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ। আগামী ৩ এপ্রিল কলকাতার ব্রিগেড ময়দানে সভা প্রধানমন্ত্রীর।

4.40 PM: বাংলার ৪২ আসনে কী ফল হতে চলেছে? কী বলছে জনমত সমীক্ষা? বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে Lok Sabha Election 2019: লোকসভায় বাংলার ৪২ আসনে কী ফল হতে চলেছে? পড়ুন জনমত সমীক্ষা

3.45 PM: ঘাটালের পিংলায় ভোটপ্রচারে তৃণমূল প্রার্থী দেব।

dev, দেব দেব।ছবি: ফেসবুক।

3.00 PM: মনোনয়নপত্র জমা দিলেন বিজেপি সভাপতি অমিত শাহ।

2.35 PM: বালাকোটে এয়ার স্ট্রাইক নিয়ে কংগ্রেসকে ফের নিশানা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এদিন মোদী বলেন, ‘‘আমরা যখন জঙ্গিদের বাড়িতে ঢুকে হত্যা করলাম, তখন কোথায় ছিল ওদের প্রতিক্রিয়া? ভারতে ওদের কোনও অস্তিত্বই নেই, পাকিস্তানে প্রশংসা কুড়োচ্ছে...ওরা জঙ্গিদের ভাষায় কথা বলছে।’’

1.52 PM: ভোটের মুখে রেলের টিকিট ও বিমানের বোর্ডিং পাসে মোদীর ছবি ঘিরে জোর বিতর্ক। দুই মন্ত্রককে নোটিস ধরাল নির্বাচন কমিশন। বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে Lok Sabha Election 2019: মোদীর ছবি কেন? দুই মন্ত্রককে নোটিস কমিশনের

Mission Shakti Election Commission নির্বাচন কমিশন

1.16 PM: উত্তরপ্রদেশে গ্রামবাসীদের সঙ্গে তাঁর কথোপকথনের ভিডিও টুইট করলেন প্রিয়াঙ্কা গান্ধী।

12.35 PM: হুগলিতে ভোটপ্রচারে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়।

12.00 PM: রবিবার চন্দ্রবাবু নাইডুর ডাকে ভোটপ্রচারে ভাইজ্যাক যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

mamata banerjee, loksabha election 2019, মমতা বন্দ্যোপাধ্যায়, লোকসভা নির্বাচন, তৃণমূলের প্রার্থীতালিকা মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি।

11.42 AM: অরুণাচল প্রদেশে সভায় বক্তব্য রাখছেন মোদী

11.20 AM: আহমেদাবাদের সভায় অমিত শাহ

11.19 AM: শনিবার সকালে জোড়াসাঁকো এলাকায় ভোটপ্রচার সারলেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী রাহুল সিনহা। দমদমে প্রচার সারলেন কংগ্রেস প্রার্থী সৌরভ সাহা।

rahul sinha, রাহুল সিনহা রাহুল সিনহা।

11.11 AM: আহমেদাবাদের সভায় রাজনাথ সিং

11.05 AM: আজ মনোনয়নপত্র জমা দেবেন বিজেপি সভাপতি অমিত শাহ। এবার গান্ধীনগর থেকে ভোটে লড়ছেন শাহ।

amit shah, অমিত শাহ অমিত শাহ। ছবি: জাভেদ রাজা, ইন্ডিয়ান এক্সপ্রেস।

10.54 AM: মুম্বই উত্তর কেন্দ্রে এবার কংগ্রেসের টিকিটি ভোটে লড়ছেন ‘রঙ্গিলা গার্ল’ উর্মিলা মাতন্ডকর।

Urmila Matondkar, উর্মিলা মাতন্ডকর উর্মিলা মাতন্ডকর। ছবি: দিলীপ কাগদা, ইন্ডিয়ান এক্সপ্রেস।

10.20 AM: শত্রুঘ্ন সিনহার বিজেপি ত্যাগ প্রসঙ্গে মুখ খুললেন কন্যা সোনাক্ষী সিনহা। এ প্রসঙ্গে বলিউডি নায়িকা বলেন, ‘‘উনি অনেকটা দেরি করে সিদ্ধান্ত নিলেন। ওঁর আগেই এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। তবে এটা ওঁর নিজের সিদ্ধান্ত।’’ এরপরই সোনাক্ষী বলেন, ‘‘আমার মনে হয়, আপনি যদি কোনও ব্যাপারে খুশি না থাকেন, তাহলে সেটা বদলানো উচিত। এটাই উনি করেছেন, আশা করছি কংগ্রেসে যোগ দিয়ে উনি আরও অনেক ভাল কাজ করবেন। ওঁকে আর চাপে থাকতে হবে না।’’

লোকসভা নির্বাচনে এবার বাংলার ৬ কেন্দ্রে বিশেষ নজর দিচ্ছে নির্বাচন কমিশন। কলকাতা উত্তর-সহ ৬টি কেন্দ্রে এবার একজন করে পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করছে কমিশন।

PM Narendra Modi CONGRESS amit shah lok sabha 2019 General Election 2019 bjp tmc Mamata Banerjee rahul gandhi
Advertisment