Advertisment

West Bengal Lok Sabha Elections 2019: বিজেপিতে যোগ দিলেন অনুপম হাজরা, দুলাল বর, খগেন মুর্মু

West Bengal Lok Sabha Election 2019 Dates, Schedule :পদ্মশিবিরে যোগ দিলেন বহিষ্কৃত তৃণমূল সাংসদ অনুপম হাজরা, বাগদার কংগ্রেস বিধায়ক দুলাল বর, মালদহের হবিবপুরের বিধায়ক খগেন মুর্মু।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal CEO Office May Take Action Against Mukul Roy

মুখ্যমন্ত্রীর সঙ্গে ধর্নায় বসা পুলিশকর্তাদের কেন নির্বাচনের দায়িত্বে রাখা হবে, প্রশ্ন মুকুলের। ফাইল ছবি: শশী ঘোষ।

West Bengal Lok Sabha Election 2019: মাস পেরোলেই শুরু লোকসভা ভোট। তার আগে গত রবিবারই নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই ভোটের ঢাকে কাঠি পড়েছে। একে অপরকে টেক্কা দিতে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ শাসক থেকে বিরোধী, সব দলই। লোকসভার লড়াইয়ে সঠিক যোদ্ধা কারা? তারই চুলচেরা বিশ্লেষণে ব্যস্ত তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম। বাংলার ৪২টি আসনই দখলের টার্গেট বেঁধে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ৪২টি কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ঘোষণা করা হল।

Advertisment

আরও পড়ুন, West Bengal Lok Sabha Elections 2019 LIVE Updates: প্রার্থী ঘোষণা হতেই পুরোদমে প্রচারে তৃণমূল

অন্যদিকে, রাজ্যে তৃণমূলের প্রধান প্রতিপক্ষ বিজেপি আবার প্রার্থী ঘোষণায় কৌশলী পদক্ষেপ গ্রহণ করেছে। তৃণমূলের প্রার্থী কারা হচ্ছেন, তা দেখেই নিজেদের প্রার্থী ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে ৬,মুরলীধর সেন লেন। ভোটের দিন ঘোষণার পরই দিলীপ ঘোষদের সোমবার দিল্লিতে ডেকে পাঠান অমিত শাহ। বঙ্গ বিজেপির প্রার্থীতালিকা নিয়ে শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা হয়েছে বলে খবর। তৃণমূল, বিজেপির পাশাপাশি, আসন সমঝোতার পথে হাঁটছে বাম-কংগ্রেস। বিধানভবন সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহেই প্রার্থীতালিকা ঘোষণা করতে পারে প্রদেশ কংগ্রেস।

Here the UPDATES:

6.50 PM: লোকসভায় তৃণমূলের নতুন মুখ কে কে? দেখুন, তালিকা

5.42 PM: তৃণমূলের ১০ বিদায়ী সাংসদ টিকিট পেলেন না, দেখুন এই তালিকা

4.55 PM: ‘‘এটা তো শুধু ট্রেলার’’, অনুপম, খগেন, দুলালের বিজেপিতে যোগদান প্রসঙ্গে মন্তব্য মুকুল রায়ের। কৈলাশ বিজয়বর্গীয়ও বলেন, যাঁদের হাত ধরে তৃণমূল শূন্য থেকে শিখর ছুঁয়েছে, তাঁদেরই ক্ষমতা রয়েছে তৃণমূলকে আবার শূন্যে পরিণত করা। সেসব মানুষরা বিজেপিতে যোগ দিচ্ছেন। ভবিষ্যতে বিজেপিতে যোগদানের ঢল নামবে। এদিন, কলকাতার বেশ কিছু সংখ্যালঘু মুখও বিজেপিতে যোগ দিয়েছেন বলে দাবি করেন মুকুল রায়।

4.48 PM: মুকুলের হাত ধরে ফের দলবদল। দিল্লিতে বিজেপির সাংবাদিক বৈঠকে মুকুল রায়, কৈলাশ বিজয়বর্গীয়র উপস্থিতিতে পদ্মশিবিরে যোগ দিলেন বহিষ্কৃত তৃণমূল সাংসদ অনুপম হাজরা, বাগদার কংগ্রেস বিধায়ক দুলাল বর, মালদহের হবিবপুরের সিপিআইএমের বর্তমান বিধায়ক খগেন মুর্মু।

4.33 PM: ঝাড়খণ্ডের জামশেদপুর, রাজমহল, রাঁচি, ধানবাদে লড়ছে ঘাসফুল।

4.18 PM: বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, আন্দামান, আসামেও লোকসভা ভোটে লড়ছে তৃণমূল। আসামের ৬টি আসনে লড়ছে তৃণমূল।

4.10 PM: একনজরে দেখে নিন, তৃণমূলের পূর্ণাঙ্গ প্রার্থীতালিকা...

*কোচবিহার- পরেশ অধিকারী

* আলিপুরদুয়ার- দশরথ তিরকে

* জলপাইগুড়ি-বিজয়চন্দ্র বর্মণ

* দার্জিলিং- অমর সিং রাই

* রায়গঞ্জ- কানাইলাল আগরওয়াল

* বালুরঘাট- অর্পিতা ঘোষ

* মালদহ উত্তর- মৌসম বেনজির নূর

* মালদহ দক্ষিণ- মোয়াজ্জেম হোসেন

* জঙ্গিপুর- খলিলুর রহমান

* মুর্শিদাবাদ-আবু তাহের

* বহরমপুর- অপূর্ব সরকার

* কৃষ্ণনগর-মহুয়া মৈত্র

* বর্ধমান পূর্ব- সুনীল কুমার মণ্ডল

* বর্ধমান-দুর্গাপুর- মমতাজ সংঘমিত্রা

* রানাঘাট- রূপালি বিশ্বাস

* আসানসোল- মুনমুন সেন

* বোলপুর- অসিত মাল

* বীরভূম- শতাব্দী রায়

* বনগাঁ- মমতাবালা ঠাকুর

* ব্যারাকপুর- দীনেশ ত্রিবেদী

* হাওড়া- প্রসূন বন্দ্যোপাধ্যায়

* উলুবেড়িয়া- সাজদা আহমেদ

* শ্রীরামপুর- কল্যাণ বন্দ্যোপাধ্যায়

* হুগলি- রত্না দে নাগ

* আরামবাগ- অপরূপা পোদ্দার

* তমলুক- দিব্যেন্দু অধিকারী

* কাঁথি- শিশির অধিকারী

* ঘাটাল- দেব

* মেদিনীপুর- মানস ভুঁইয়া

* ঝাড়গ্রাম- বীর বাহা সোরেন

* পুরুলিয়া- মৃগাঙ্ক মাহাত

* বাঁকুড়া- সুব্রত মুখোপাধ্যায়

* বিষ্ণুপুর- শ্যামল সাঁতরা

* দমদম- সৌগত রায়

*বারাসত- কাকলি ঘোষ দস্তিদার

* বসিরহাট- নুসরত জাহান

* জয়নগর- প্রতিমা মণ্ডল

* মথুরাপুর- সি এম জাটুয়া

* ডায়মন্ড হারবার-অভিষেক বন্দ্যোপাধ্যায়

*যাদবপুর- মিমি চক্রবর্তী

*কলকাতা দক্ষিণ- মালা রায়

*কলকাতা উত্তর- সুদীপ বন্দ্যোপাধ্যায়

3.40 PM: দার্জিলিঙের তৃণমূল প্রার্থী অমর সিং রাই। কোচবিহার- পরেশ  অধিকারী।বনগাঁ- মমতাবালা ঠাকুর, কৃষ্ণনগর- মহুয়া মৈত্র। দেখুন পূর্ণাঙ্গ প্রার্থীতালিকা, এই প্রতিবেদনে,Lok Sabha Election 2019: তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশিত, কোথায় কোন প্রার্থী?

3.37 PM: সুব্রত বক্সী, সুগত বসু, সন্ধ্যা রায়, উমা সোরেন, ইদ্রিশ আলি লড়ছেন না,  জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভায় এবার তৃণমূলের ৪০ শতাংশেরও বেশি প্রার্থী মহিলা। এমনটাই জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

3.35 PM: ‘‘এবারের নির্বাচন বেশ চ্যালেঞ্জিং’’, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। নোটবাতিল বড় কেলেঙ্কারি বলে এদিন ফের কেন্দ্রকে নিশানা করেন মমতা।

3.34 PM: বিজেপিকে নিশানা মমতার। তৃণমূল নেত্রী বললেন, ‘‘দেশে অঘোষিত জরুরি পরিস্থিতি তৈরি হয়েছে, ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। ভয়ঙ্কর উগ্রতাবাদ তৈরি হয়েছে। মানুষে মানুষে বিভেদ তৈরি করা হচ্ছে। গোরক্ষক, গণপিটুনির সিন্ডিকেট হয়েছে।’’

3.28 PM: সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করবেন দলনেত্রী।

3.20 PM: মাত্র কয়েক মিনিটের অপেক্ষা। একটু পরেই প্রকাশ করা হচ্ছে তৃণমূলের প্রার্থী তালিকা। 

2.40 PM: আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরই লোকসভায় পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করবে তৃণমূল।

1.55 PM: বিজেপিতে যোগ দিচ্ছেন তৃণমূলের বহিষ্কৃত সাংসদ অনুপম হাজরা। মঙ্গলবার দিল্লিতে পদ্মশিবিরে যোগ দিতে চলেছেন অনুপম। সূত্র মারফৎ এমনই খবর। বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে,বিজেপিতে অনুপম হাজরা, ‘কথা রাখলেন’ মুকুল

1.31 PM: লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থীতালিকা চূড়ান্ত করতে কালীঘাটে মমতার বাড়িতে চলছে দলের নির্বাচনী কমিটির বৈঠক।বিকেল সাড়ে ৩টেয় লোকসভার প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। 

1.06 PM: কালীঘাটে মমতার বাড়িতে বৈঠক শুধু সময়ের অপেক্ষা। কয়েক মিনিট বাদেই শুরু নির্বাচনী কমিটির বৈঠক। এই বৈঠকেই চূড়ান্ত করা হবে তৃণমূলের প্রার্থী তালিকা।

12.30 PM: আর কিছুক্ষণ বাদেই কালীঘাটে মমতার বাড়িতে তৃণমূলের নির্বাচনী কমিটির বৈঠক। ওই বৈঠকেই চূড়ান্ত করা হবে প্রার্থীতালিকা। বৈঠকে থাকবেন তৃণমূলের সব জেলা সভাপতি। বিস্তারিত পড়ুন এই প্রতিবেদনে, Lok Sabha Election 2019: বিয়াল্লিশ আসনে ঘাসফুল প্রতীকে লড়বেন কারা? আজই চূড়ান্ত ঘোষণা

12.00 PM: এপ্রিল মাসে ফের ‘স্ট্রাইক’ হবে, সোমবার জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত পড়ুন এই প্রতিবেদনে, এপ্রিলে ফের ‘স্ট্রাইক’, জানালেন মমতা

11.45 AM: রায়গঞ্জে ভোটপ্রচারে বাম প্রার্থী মহম্মদ সেলিম। 

11.30 AM: উত্তর কলকাতায় তৃণমূলের দেওয়াল লিখনে সুব্রত বক্সী পুত্র সৌম্য বক্সী।

soumya bakshi, সৌম্য বক্সী, লোকসভা ভোট ২০১৯ দেওয়াল লিখনে সৌম্য বক্সী। ছবি: শশী ঘোষ।

11.00 AM: বাংলায় ৭ দফায় ভোট নিয়ে কী বললেন মমতা?

10.30 AM: চলতি সপ্তাহেই প্রার্থীতালিকা ঘোষণা করতে পারে কংগ্রেস, বিধানভবন সূত্রে এমনই খবর। রাজ্যে বামেদের সঙ্গে আসোন সমঝোতার পথে হাঁটছে প্রদেশ কংগ্রেস, এমনটাই মনে করা হচ্ছে।

10.00 AM: বিয়াল্লিশে বিয়াল্লিশের টার্গেট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নজরুল মঞ্চে তৃণমূলনেত্রী বলেছিলেন, “বিয়াল্লিশে বিয়াল্লিশ, এটাই চূড়ান্ত টার্গেট। ৪২টি আসনই জিতব, এটা কথার কথা নয়, আরও সক্রিয় হতে হবে, অ্যাকশন নিতে হবে।’’ কর্মীদের উদ্দেশে মমতা আরও বলেছিলেন, “কংগ্রেস কী করছে, সিপিএম কী করছে, দেখার দরকার নেই। সিপিএম-কংগ্রেস ভাই ভাই। যে যা খুশি করুন, আমাদের অ্যাকশন নিতেই হবে। যদি না করতে পারেন, তাহলে কীসের তৃণমূল কংগ্রেস!” বিস্তারিত এই প্রতিবেদনে, Lok Sabha Election 2019: বিয়াল্লিশে বিয়াল্লিশই চাই, অ্যাকশন নিতে হবে: মমতা

9.35 AM: লোকসভার লড়াইয়ে তৃণমূলের প্রার্থী কারা? আজ বিকেলে প্রার্থীতালিকা ঘোষণা করছে মমতার দল। প্রার্থী ঘোষণা শেষে বিকেলে ভোটপ্রচার তৃণমূলের।

এদিকে, ভোটের দিন ঘোষণার পরের দিনই কলকাতা-সহ জেলায় জেলায় দেওয়াল লিখন শুরু করেছে প্রায় সব দলের কর্মীরাই। প্রার্থীদের নাম ছাড়াই দলের প্রতীক এঁকে ভোটপ্রচারে সামিল হয়েছেন তৃণমূল, বিজেপি, বাম, কংগ্রেস কর্মীরা।

lok sabha 2019 General Election 2019
Advertisment