West Bengal Lok Sabha Election 2019: প্রার্থী তালিকা ঘোষণা হতেই পুরোদমে লোকসভা ভোটের প্রচার শুরু করে দিল তৃণমূল নেতৃত্ব। কলকাতা দক্ষিণের প্রার্থী মালা রায়ের নামে ইতিমধ্যেই দেওয়াল লিখন শুরু করেছেন তৃণমূল কর্মীরা। কলকাতার অন্য অংশের পাশাপাশি, জেলাতেও চলছে জোরকদমে দেওয়াল লিখনের কাজ। প্রার্থী তালিকা ঘোষণার আগেই কলকাতা-সহ জেলায় দেওয়াল লিখনে নেমে পড়েছিল ঘাসফুল শিবির। প্রার্থীর নাম ছাড়াই প্রতীক এঁকে দেওয়াল লিখনের কাজ শুরু করেছিলেন মমতার দলের কর্মীরা। অন্যদিকে, বোলপুরে প্রার্থী ঘোষণার আগেই অসিত মালের নামে দেওয়াল লিখন ঘিরে চর্চা হয়েছিল রাজ্য রাজনীতিতে।
লোকসভা ভোটের আরও খবর পড়ুন, এখানে
তবে শুধু শাসকদলই নয়, বিজেপি, কংগ্রেসের মতো বিরোধী দলগুলোও পুরোদমে শুরু করে দিয়েছে ভোটপ্রচার। যদিও এখনও প্রার্থী তালিকা প্রকাশ করেননি দিলীপ ঘোষ, সোমেন মিত্ররা। বিজেপি সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরই তারা প্রার্থীদের নাম ঘোষণা করবে। অন্যদিকে, বিধানভবন সূত্রে জানা যাচ্ছে, এ সপ্তাহেই প্রার্থীতালিকা প্রকাশ করতে পারে প্রদেশ কংগ্রেস। বামেরাও শীঘ্রই প্রার্থী তালিকা প্রকাশ করবে বলে খবর।
অন্যদিকে, ভোটের মুখে রাজ্যে ফের দলবদল। মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের বহিষ্কৃত সাংসদ অনুপম হাজরা। পদ্ম পতাকা হাতে তুললেন খগেন মুর্মু ও দুলাল বরও।
Here the Updates:
5.12 PM: ‘‘সমস্ত বুথকে অতিস্পর্শকাতর করার দাবির কারণ কী? বাংলা নিয়ে কেন এত স্পর্শকাতর বিজেপি? বাংলাকে অপমান করার চেষ্টা চলছে। কেন অসম্মান করা হচ্ছে? মোদী-শাহর বিরুদ্ধে কথা বলছি বলে?’’, বললেন মমতা। ‘‘পশ্চিমবঙ্গ শান্তিপূর্ণ রাজ্য। কোনও অশান্তি নেই’’, বললেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে বাংলাকে ‘অতিস্পর্শকাতর’ রাজ্য হিসেবে ঘোষণার দাবি কমিশনের কাছে জানিয়েছে বিজেপি। বুধবার দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে যায় রবিশংকর প্রসাদের নেতৃত্বাধীন বিজেপি প্রতিনিধি দল।
4.32 PM: শুক্রবার রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী, জেলাশাসকদের জানাল নির্বাচন কমিশন। সূত্র মারফৎ এমনটাই জানা যাচ্ছে।
4.28 PM: ‘‘আজ কোথাও যাইনি বলে কালকে সেখানে যাব না। তা কিন্তু নয়। আগামী দিনে ভোটে দাঁড়াতেই পারি’’, বললেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
4.06 PM: রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ প্রদেশ কংগ্রেস। ‘‘ ৭৭ হাজার বুথ অতিস্পর্শকাতর বুথ হিসেবে ঘোষণা করা লহোক। সুষ্ঠু ও অবাধ ভোটের দাবি জানিয়েছি’’, বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র।
3.39 PM: ‘‘বিজেপিতে যোগ দিচ্ছি না। আপাতত কোনও রাজনৈতিক দলে যোগ দিচ্ছি না’’, জানালেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
3.28 PM: মহিলাদের সংরক্ষণ প্রতিশ্রুতি রাহুলের। ‘‘সংসদ বা বিধানসভাতেই নয়, কংগ্রেস ক্ষমতায় এলে সরকারি চাকরিতেও মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ নিশ্চিত করব আমরা’’, বললেন কংগ্রেস সভাপতি।
2.36 PM: আর কিছুক্ষণ পরেই কালীঘাটে লোকসভা ভোটে দলের প্রার্থীদের নিয়ে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে,Lok Sabha Election 2019:প্রচার কৌশল বাতলাতে আজ প্রার্থীদের নিয়ে বৈঠকে মমতা
1.55 PM: নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে প্রদেশ কংগ্রেসও। আজ দুপুর সাড়ে ৩টেয় রাজ্য নির্বাচন কমিশনে যাচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ও প্রদীপ ভট্টাচার্য।
1.37 PM: কমিশনে রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ বিজেপির। এ প্রসঙ্গে রবিশংকর প্রসাদ বলেন, ‘‘ভোটের আদর্শ আচরণবিধি লাগু হয়েছে। অথচ গতকাল আহমেদাবাদে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন রাহুল গান্ধী। রাহুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আর্জি জানিয়েছে কমিশনকে।’’
Union Minister Ravi Shankar Prasad after BJP delegation meeting with Election Commission in Delhi today: We've requested EC to take action against Rahul Gandhi for levelling unverified allegations against PM y'day in Ahmedabad, when the Model Code of Conduct is already in effect. pic.twitter.com/aCiM0aOgUI
— ANI (@ANI) March 13, 2019
1.18 PM: বাংলায় সুষ্ঠু ও অবাধ ভোটের দাবি জানিয়ে কমিশনের দ্বারস্থ বিজেপি। ‘‘বাংলাকে অতি স্পর্শকাতর রাজ্য হিসেবে ঘোষণা করা হোক। গত পঞ্চায়েত ভোটে হিংসায় ১০০ জনের মৃত্যু হয়েছে। তাই আমরা অবাধ ও শান্তিপূর্ণ ভোটের দাবি জানিয়েছি। বাংলার প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছি। রাজ্য পুলিশ নয়, পর্যবেক্ষকরা যেন বাহিনী মোতায়েন করেন, সেকথা জানিয়েছি’’, বললেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা রবিশংকর প্রসাদ। বিজেপি প্রতিনিধি দলে ছিলেন মুকুল রায়ও।
Union Minister Ravi Shankar Prasad after BJP delegation meeting with Election Commission in Delhi today: We have demanded that the state of West Bengal should be declared as super-sensitive state. We've also demanded that central forces should be deployed at all polling booths. pic.twitter.com/PQSp60dIQl
— ANI (@ANI) March 13, 2019
1.00 PM: কার প্রচারে বেশি প্রভাব ফেলবে, রাহুল গান্ধী না প্রিয়াঙ্কা বঢরা? জানান আপনার মতামত।
12.50 PM: ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের ছবি রাজনৈতিক দলের পোস্টারে রাখা হয়েছিল। যে পোস্টারের ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন দিল্লির বিজেপি বিধায়ক ওমপ্রকাশ শর্মা। সেই দুটি পোস্টার সরাতে ফেসবুককে নির্দেশ দিল নির্বাচন কমিশন।
12.35 PM: চেন্নাইয়ে রাফাল ইস্যুতে মোদীকে ফের নিশানা রাহুলের। এদিন রাগা বলেছেন, ‘‘রবার্ট বঢরাকে নিয়ে তদন্ত হোক কিন্তু প্রধানমন্ত্রীর ভূমিকাও খতিয়ে দেখতে হবে। সবার জন্যই আইন সমান। কিন্তু কারও কারও ক্ষেত্রে তা প্রয়োগ করা হয় না।’’
LIVE: Congress President @RahulGandhi interacts with students at Chennai. #VanakkamRahulGandhi https://t.co/qB0MUXETYG
— Congress (@INCIndia) March 13, 2019
12.15 PM: ভোটপ্রচারে সুব্রত মুখোপাধ্যায়। এবার বাঁকুড়া কেন্দ্রে লোকসভার লড়াইয়ে সামিল বর্তমানে রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী।
11.42 AM: ভোটদানে সচেতনতা বাড়াতে রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, মায়াবতী, অখিলেশ যাদবদের ট্যাগ করে টুইটারে আর্জি মোদীর।
I appeal to @RahulGandhi, @MamataOfficial, @PawarSpeaks, @Mayawati, @yadavakhilesh, @yadavtejashwi and @mkstalin to encourage increased voter participation in the upcoming Lok Sabha polls. A high turnout augurs well for our democratic fabric.
— Narendra Modi (@narendramodi) March 13, 2019
11.22 AM: ভোটদানে সচেতনতা বাড়ানোর জন্য প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে টুইটারে আর্জি মোদীর।
Respected @CitiznMukherjee,
Being among India's most prolific statesmen and someone who has been active in politics for decades, you would understand the power of a vote. I request you to appeal to the people to enrich the festival of democracy by participating in large numbers.— Narendra Modi (@narendramodi) March 13, 2019
10.48 AM: টুইট করে ভোটপ্রচার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। টুইটারে বলি তারকাদের ট্যাগ করে ভোটদানের আর্জি নমোর।
Urging @SrBachchan, @iamsrk and @karanjohar to creatively ensure high voter awareness and participation in the coming elections.
Because...its all about loving your democracy (and strengthening it). :)
— Narendra Modi (@narendramodi) March 13, 2019
Voting is not only a right but it’s also a duty.
Dear @BeingSalmanKhan and @aamir_khan,
It is time to inspire and motivate youth in your own Andaz to vote so that we can strengthen Apna Democracy & Apna country.
— Narendra Modi (@narendramodi) March 13, 2019
Dear @akshaykumar, @bhumipednekar and @ayushmannk,
The power of a vote is immense and we all need to improve awareness on its importance.
Thoda Dum Lagaiye aur Voting ko Ek Superhit Katha banaiye.
— Narendra Modi (@narendramodi) March 13, 2019
10.20 AM: লোকসভা ভোটের প্রার্থীদের নিয়ে আজ দুপুরে কালীঘাটে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচারের রূপরেখা তৈরি করতেই এই বৈঠক। এদিনের বৈঠকে প্রচারের রণকৌশল ঠিক করে দেওয়ার পাশাপাশি প্রার্থীদের ভোকাল টনিক দেবেন দলনেত্রী। সূত্র মারফৎ এমনই খবর।
10.00 AM: ‘‘আমি নার্ভাস, কিন্তু সেই সঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুত’’, ভোটে প্রার্থী হওয়ার পর বললেন টলি নায়িকা নুসরত জাহান। আর কী বললেন নায়িকা? বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে লড়াইয়ের জন্য আমি তৈরি: নুসরত জাহান
9.40 AM: লোকসভা ভোটে এবার ৪০.৫ শতাংশ মহিলা প্রার্থী তৃণমূলের।
40.5% Trinamool LS candidates women
লোকসভা নির্বাচনে ৪০.৫ শতাংশ মহিলা প্রার্থী তৃণমূল কংগ্রেসের
Read More >> https://t.co/Fk9YJ9bDBK pic.twitter.com/rEMzHg0gee
— All India Trinamool Congress (@AITCofficial) March 12, 2019
9.20 AM: টিকিট না মেলায় হতাশ সন্ধ্যা রায়, উমা সোরেনরা। বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে Lok Sabha polls 2019: টিকিট না পেয়ে হতাশ তৃণমূলের বঞ্চিত ব্রিগেড
9.00 AM: ১১ কেন্দ্রে প্রার্থী বদলে নয়া চমক মমতার। বিস্তারিত পড়ুন, এই প্রতিবেদনে, Lok Sabha Election 2019: লোকসভায় তৃণমূলের নতুন মুখ কে কে? দেখুন, তালিকা
8.42 AM: পশ্চিমবঙ্গের ৪২টি কেন্দ্রে প্রার্থীতালিকা প্রকাশ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, পূর্ণাঙ্গ তালিকা এখানে।
তৃণমূল, বিজেপি, কংগ্রেসের মতো প্রচারে পিছিয়ে নেই বামেরাও। ইতিমধ্যেই দুই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে আলিমুদ্দিন স্ট্রিট। মুর্শিদাবাদ ও রায়গঞ্জে প্রার্থী ঘোষণা করেছেন বিমান বসুরা। রায়গঞ্জের প্রার্থী মহম্মদ সেলিম ও মুর্শিদাবাদের প্রার্থী বদরুদ্দোজা খান।