West Bengal Lok Sabha Election 2019: লোকসভার লড়াইয়ের দিনক্ষণ ঘোষণা হতেই একে অপরকে টক্কর দিতে কোমর বেঁধে লেগে পড়েছেন রাজ্যের দুই যুযুধান দল তৃণমূল ও বিজেপি। রবিবার নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার পরই জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল, বিজেপি, কংগ্রেস। শেষবেলায় চলছে প্রার্থীবাছাইয়ের কাজ। পশ্চিমবঙ্গের ৪২টি কেন্দ্রে কাদের প্রার্থী করা হবে, সে নিয়ে সব দলের অন্দরেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামী কয়েকদিনের মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে তৃণমূল, বিজেপি। পাশাপাশি রাজ্যে আসন সমঝোতার পথে হাঁটছে বাম-কংগ্রেস। একে অপরের হাত ধরেই লোকসভা ভোটে লড়ছে বাম ও কংগ্রেস, সূত্র মারফৎ এমনটাই জানা যাচ্ছে।
অন্যদিকে, এই প্রথমবার বাংলায় ৭ দফায় ভোট হচ্ছে। যা কার্যত ‘নজিরবিহীন’ বলে মত ওয়াকিবহাল মহলের। ৭ দফায় ভোট নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন তৃণমূল নেতারা। অন্যদিকে, রাজ্যে এই মুহূর্তে তৃণমূলের প্রধান প্রতিপক্ষ বিজেপি বলছে, ‘‘৭ দফায় ভোট হওয়ায় তৃণমূল কাঁপছে।’’ তৃণমূলের তরফে অবশ্য বলা হচ্ছে, ‘‘৭ দফা হোক কিংবা ১৪ দফায়, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছে। তবে মানুষের কষ্ট হবে।’’
Here the Updates:
07.35 PM: মঙ্গলবার অর্থাৎ আগামি কালই আসন্ন লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। সোমবার সন্ধ্যায় নবান্নে এ কথা জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, ৪২টি আসনে প্রর্থী চূড়ান্ত করতে বৈঠকে বসবেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি এবং নির্বাচনী স্টিয়ারিং কমিটির সদস্যরা।
কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে বেলা ১:১৫ মিনিটে শুরু হবে এই বৈঠক। এরপর বিকাল সাড়ে তিনটেয় সাংবাদিক বৈঠক ডেকেছে তৃণমূল। এই সাংবাদিক বৈঠকেই প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। রাজ্যের শাসক দলের লোকসভার প্রর্থীতালিকায় বেশ কিছু নতুন মুখ থাকবে বলে মনে করা হচ্ছে।
5.33 PM: সম্ভবত এ সপ্তাহেই প্রদেশ কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করা হতে পারে। বিধান ভবন সূত্রে এমনই খবর।
4. 53 PM: লোকসভা নির্বাচনে যেসব প্রার্থীদের ফৌজদারি অপরাধের রেকর্ড রয়েছে, নির্বাচনী প্রচার চলাকালীন অন্তত তিনবার টিভিতে এবং সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে তা জানাতে হবে, নয়া ফরমান নির্বাচন কমিশনের। বিস্তারিত পড়ুন এই প্রতিবেদনে, Lok Sabha Elections 2019: অপরাধের পূর্বইতিহাস প্রকাশ করতে বাধ্য প্রার্থীরা, ফরমান কমিশনের
4.01 PM: কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে হবে ভোট। নির্বাচনের আগে সিআরপিএফ বাহিনী রুট মার্চ করবে দেশজুড়ে, জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। বিস্তারিত পড়ুন এই প্রতিবেদনে, Lok Sabha Election 2019: সাত দফায় নির্বাচন, কতটা কড়া হল নিরাপত্তা ব্যবস্থা?
3.15 PM: লোকসভা ভোটের মুখে ফের দলবদল। কংগ্রেসের ‘হাত’ ছেড়ে বিজেপিতে যোগ দিলেন রাকেশ সিং, ডা. গৌতম ঘোষ
2.32 PM: প্রার্থী তালিকা প্রকাশের আগেই বোলপুরে তৃণমূলের দেওয়াল লিখনে নাম অসিত মালের। যদিও পরে তা মুছে ফেলা হয়। অসিত মালই লোকসভার প্রার্থী হচ্ছেন, একথা আগেই টুইট করে জানিয়েছিলেন তৃণমূলের বহিষ্কৃত সাংসদ অনুপম হাজরা। বিস্তারিত পড়ুন, সেই প্রতিবেদন।
1.55 PM: বাংলায় বিজেপির প্রার্থী কারা? তা নিয়ে আজ দিল্লিতে বৈঠক অমিত শাহর। বৈঠকে থাকবেন কৈলাশ বিজয়বর্গীয়। পশ্চিমবঙ্গে বিজেপির প্রার্থী তালিকা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
1.05 PM: ভোটের দিন ঘোষণার পরই মুর্শিদাবাদে প্রচার শুরু বাম প্রার্থীর। লালবাগে বাড়ি বাড়ি ঘুরে প্রচার বাম প্রার্থী বদরুদ্দোজা খানের।
12.22 PM: লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থী কারা? মঙ্গলবার এ নিয়ে বৈঠক তৃণমূলের নির্বাচনী কমিটির। কাল বৈঠকেই চূড়ান্ত হতে পারে তৃণমূলের প্রার্থীতালিকা।
12.12 PM: রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রে কবে কোথায় ভোট? জেনে নিন একনজরে…বিস্তারিত পড়ুন, Lok Sabha Election 2019: বাংলায় ৭ দফায় লোকসভা ভোট, কবে কোথায়?
11:45 AM: ভোটের নির্ঘণ্ট নিয়ে কী বলল প্রদেশ কংগ্রেস?
প্রদেশ কংগ্রেসের তরফে জানানো হয়েছে, ‘‘সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে, নির্ভয়ে তাঁদের মতাধিকার প্রয়োগ করতে পারেন, সে ব্যাপারকে কমিশনের পক্ষ থেকে নিশ্চিত করতে হবে।’’ পাশাপাশি রমজান মাসে ভোট করা নিয়ে কংগ্রেসের তরফে বলা হয়েছে, ‘‘রমজান মাসে নির্বাচনের দিনক্ষণগুলি বিবেচনার আর্জি রাখছি।’’
11:30 AM: ভোটের নির্ঘণ্ট নিয়ে কী বলল বামেরা?
সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেছেন, অতীতে বাংলায় ভোটে ব্যাপক হিংসা হয়েছে। সুষ্ঠু ও অবাধ ভোট করার জন্য কমিশন ব্যবস্থা নিক।
In Bengal, large-scale violence & intimidation in past few elections has been disturbing. EC must pay special attention to ensure that the destruction of Democracy, as happened in local elections, is not repeated. Sanctity of each voter’s franchise is what preserves our Republic. https://t.co/lT8SlUUKL2
— Sitaram Yechury (@SitaramYechury) March 10, 2019
11:15 AM: ভোটের নির্ঘণ্ট নিয়ে কী বলল তৃণমূল?
পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘‘৭ দফা হোক কী ১৪ দফা, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছে। তবে হ্যাঁ, মানুষের কষ্ট হবে। রমজান মাসে ভোট চলবে। গরমে কষ্ট হবে মানুষেরই।’’
Firhad Hakim, Kolkata Mayor & TMC leader: EC is a constitutional body&we respect them. We don't want to say anything against them. But 7-phase election will be tough for people in Bihar, UP&WB. It'll be most difficult for those who will be observing ramzan at that time. (10.03) pic.twitter.com/fLj4Ivferd
— ANI (@ANI) March 11, 2019
11:01 AM: ভোটের নির্ঘণ্ট নিয়ে কী বলল বিজেপি?
রবিবার ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরই তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে বিজেপি। রাহুল সিনহা বলেছেন, ‘‘৭ দফায় ভোটে তৃণমূলের দফারফা হবে। বাংলায় ৭ দফায় ভোট হচ্ছে, এটা ভেবে তৃণমূল চিন্তায় পড়ে গিয়েছে। তৃণমূল কাঁপছে।’’
src="https://www.youtube.com/embed/VBPCXib6Bps" width="100%" height="415" frameborder="0" allowfullscreen="allowfullscreen">
১১ এপ্রিল প্রথম দফায় ভোট। শেষ দফায় ভোট ১৯ মে। ভোটের ফল জানা যাবে ২৩ মে। ভোট ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে, জানিয়েছে নির্বাচন কমিশন।