West Bengal lok sabha election result 2019: ফল গণনা শুরু হয়ে গিয়েছে। দেশের সাধারণ নির্বাচনে এবার বিশেষ ভূমিকা পালন করবে পশ্চিমবঙ্গ, এমনটাই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। তাঁদের এই বিশ্লেষণকে আরও জোরালো করেছে বাংলার প্রতি মোদী-শাহর বিশেষ নজর। এদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও বিজেপি বিরোধিতাকে ভিন্ন উচ্চতায় নিয়ে গিয়েছেন। তাই বাংলায় এবার মূল লড়াই তৃণমূল বনাম বিজেপি। এই লড়াইয়ে এখনও পর্যন্ত এগিয়ে তৃণমূল।
আরও পড়ুন- বাংলায় আধিপত্য কার উত্তরের অপেক্ষায় গোটা রাজ্য
প্রাথমিক ভাবে পোস্টাল ব্যালট গণনা পর্বে এখনও পর্যন্ত রাজ্যে ৪২টি আসনের মধ্যে ২৫টি আসনে এগিয়ে তৃণমূল। ১৬টি আসনে বিজেপি। ১টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। আসানসোল থেকে রেকর্ড ভোটে এগিয়ে আছেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন তৃণমূলের হেভিওয়েট প্রার্থী মুনমুন সেন। এছাড়াও আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, রায়গঞ্জ, হুগলি, বনগাঁ, মালদা উত্তর, রানাঘাট, ঝাড়গ্রাম, বাঁকুড়াতে এগিয়ে আছেন বিজেপি প্রার্থীরা। তৃণমূলে এগিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়, মিমি চক্রবর্তী, চৌধুরী মোহোন জাটুয়া, সৌগত রায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, সাজদা আহমেদ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অপরূপা পোদ্দার, খলিলুর রহমান, আবু তাহের খান, অর্পিতা ঘোষ, মহুয়া মৈত্র, শতাব্দী রায়, অসিত কুমার মাল, মানস ভূঁইয়া, দিব্যেন্দু অধিকারী, শিশির অধিকারী, কাকলি ঘোষ দস্তিদাররা
আরও পড়ুন রাজ্যে এগিয়ে তৃণমূল, বিজেপি দু নম্বরে
‘বিজেপি হঠাও, দেশ বাঁচাও’, এ স্লোগানকে সামনে রেখেই এবার নির্বাচনী প্রচারে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচারের শুরু থেকে শেষ মমতার টার্গেট ছিল একজনই, নরেন্দ্র মোদী। ‘এক্সপায়ারি প্রধানমন্ত্রী’ হোক কিংবা ‘ঝুটা প্রধানমন্ত্রী’, মোদীকে বিঁধতে মমতার শব্দচয়নে সরগরম হয়েছে বঙ্গ রাজনীতি। কখনও মোদীকে কান ধরে ওঠবোস করার নিদান, আবার কখনও মোদীকে জেলে ঢোকানোর হুঁশিয়ারি, মমতা-বাণীতে সরগরম থেকেছে এই বঙ্গের ভোট বাজার। কখনও মোদীকে মাটির রসগোল্লা-লাড্ডু খাওয়ানোর কথা বলেছেন, আবার কখনও তাঁকে ‘ঠাটিয়ে গণতন্ত্রের থাপ্পড়’ মারার হঙ্কার কেড়েছেন মমতা। অন্যদিকে, বাংলায় একের পর এক নির্বাচনী সভা থেকে চিটফান্ড কেলঙ্কারির প্রসঙ্গ টেনে মমতাকে বিঁধেছেন মোদী। কখনও আবার মমতারই ৪০ বিধায়ককে ভাঙানোর হুঁশিয়ারি দিয়েছেন। বাংলার উন্নয়ন নিয়ে গলা হাঁকাতে গিয়ে মমতাকে ‘উন্নয়নের স্পিড ব্রেকার’ বলেও তোপ দেগেছেন প্রধানমন্ত্রী। মমতাকে আক্রমণ করতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেছেন নমো। পাশাপাশি বিজেপি সভাপতি অমিত শাহও মমতার তৃণমূলকে ‘টিএমসি এখন টেরর ম্যানুফ্যাকচারিং কোম্পানি’ বলে কটাক্ষ করেছেন। সবমিলিয়ে লোকসভা নির্বাচনের প্রচারযুদ্ধে মমতা-মোদী বা মমতা-শাহ বাগযুদ্ধে তোলপাড় হয়েছে বঙ্গ রাজনীতি। এই মুহুর্তে রাজ্যে এক্সিট পোলকে সত্যি প্রমাণ করছে ট্রেন্ড, চলছে জোর লড়াই। পশ্চিমবঙ্গের ৪২ আসনের প্রারম্ভিক ট্রেন্ড সংক্রান্ত যাবতীয় পরিসংখ্যান এবিপি আনন্দ চ্যানেল থেকে গৃহীত।
Get all the Latest Bengali News and West Bengal News at Indian Express Bangla. You can also catch all the Election News in Bangla by following us on Twitter and Facebook
Web Title:
ট্রাম্পের অভিবাসন নীতি 'ছিঁড়ে ফেললেন' বাইডেন, ১৭টি আদেশ বদলে সই
জন্মদিনে সুশান্তকে শ্রদ্ধার্ঘ্য, অ্যাস্ট্রোফিজিক্স পড়ুয়াদের জন্য ২৫ লাখের বৃত্তি ঘোষণা পরিবারের
'গোলি মারো' স্লোগানের জের, গ্রেফতার বিজেপি যুব সভাপতি, বাড়ল বিতর্ক
'মুসলিম শিল্পীরা হলফনামা দিক, হিন্দু দেবদেবীর অপমান করবেন না', হুঁশিয়ারি আখড়া পরিষদের
সোনার বিদেশি, ডার্বির বাঙালি নায়ক! দলবদলের সেরা চমক দিতে চলেছে মহামেডান
'পেত্নি', 'কুৎসিত'! কদর্য আক্রমণ শ্রুতি দাসকে, বর্ণ বিদ্বেষের শিকার টেলি অভিনেত্রী
'ইন্ডিয়ান সেকুলার ফ্রণ্ট', বাংলায় নতুন দল ঘোষণা আব্বাস সিদ্দিকির
লিলি চক্রবর্তীর শারীরিক অবস্থার অবনতি, হাসপাতালে ভর্তি করোনায় আক্রান্ত অভিনেত্রী
লকডাউনে 'ভোকাট্টা'! কেশপুরে শুভেন্দুর নিশানায় ঘাটালের সাংসদ দেব
পুণের সেরাম ইনস্টিটিউটের ভয়াবহ আগুন প্রাণ কাড়ল ৫ জনের, সুরক্ষিত কোভিশিল্ড
'ভোটের কাজে সিভিক ভলান্টিয়ার-গ্রিন পুলিশ নয়', ডিএম-এসপিদের নির্দেশ কমিশনের