টিকটক-সহ ৫৯ বন্ধ হওয়ার পেছনে কেন্দ্রের আই ওয়াশ দেখছেন তারকা সাংসদ নুসরত জাহান। মিমি চক্রবর্তী ও নুসরত জাহান একসঙ্গে কাজ করছেন একটি বাংলা ছবিতে। টিকটক বন্ধ এবার সাংসদদের কোথায় দেখা যাবে? নাম না করে কটাক্ষ শ্রীলেখার। বিনোদনের বাছাই করা খবর পড়ুন একনজরে...
মোদী বনাম নুসরত
নুসরত জাহান বললেন, ”কিন্তু কিছু চিনা অ্যাপ নিষিদ্ধ করাটা কেন্দ্র সরকারের আই ওয়াশ। ভারতে যে যে চিনা সংস্থা ইতিমধ্যেই বিনিয়োগ করেছে এবং ডিমনিটাইজেশনের পর প্রধানমন্ত্রীর ছবি সহ সেগুলোর প্রথম পাতায় বিজ্ঞাপন বেরিয়েছে তার কী হবে? তাহলে প্রধানমন্ত্রীর সফর ও কূটনীতির ফল কী হল? এই সমস্ত প্রশ্নের উত্তর নেই।”
বিস্তারিত পড়ুন, চিনা অ্যাপ নিষিদ্ধ করা কেন্দ্র সরকারের আই ওয়াশ: নুসরত জাহান
SOS Kolkata
আগে একসঙ্গে কাজ করলেও সাংসদ হওয়ার পর তাদের এক ছবিতে দেখা যায়নি। এবার একসঙ্গে কাজ করবেন দুই নায়িকা সাংসদ নুসরত জাহান ও মিমি চক্রবর্তী। পরিচালক অংশুমান প্রত্যুষের পরিচালনায় এই ছবিতে থাকছেন যশ দাশগুপ্ত। ছবির নাম SOS Kolkata।
তারকা সাংসদদের নিয়ে কটাক্ষ শ্রীলেখার
শ্রীলেখার পোস্টের স্ক্রিনশট।
সোমবার সীমান্ত উত্তেজনার আবহে চিনের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপের পথে হেঁটেছে ভারত সরকার। টিকটক-সহ মোট ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে তথ্য-প্রযুক্তি মন্ত্রকের তরফে। তারপরেই সোশ্যাল মিডিয়া জুড়ে একাধিক পোস্ট নজরে আসে। বাদ যাননি শ্রীলেখা মিত্রও। তাঁর পোস্টে নাম না করে তিনি কটাক্ষ করেছেন নুসরত জাহান ও মিমি চক্রবর্তীকে।
বিস্তারিত পড়ুন, ‘টিকটক বন্ধ! বসিরহাট-যাদবপুরের মানুষ তাঁদের সাংসদদের কোথায় দেখবেন?’ বিদ্রূপ শ্রীলেখার
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন