পুজো শেষ হতে না হতেই ছুটি কাটাতে ব্যস্ত হয়ে প়ড়েছেন টলি তারকারা। আর হবে নাই বা কেন এটাই তো একটু ফাঁকা সময়। সারা বছর কিছু না কিছু কাজ থাকে। এই অবসরের সুযোগ নিয়েছেন রাজ-শুভশ্রী। দশমীর পরই তারা উড়ে গেলেন কেনিয়া। ইতিমধ্যেই নাইরোবি পৌঁছে গিয়েছেন তারা। সেখান থেকেই সমস্ত ছবি দিচ্ছেন সোশাল মিডিয়ায়।
এই তারকা দম্পতির ওয়াইল্ড লাইফের প্রতি ভালবাসার কথা সবার জানা। তাই বেড়াতে যাওয়ার জায়গাগুলো ঘোরাফেরা করে জঙ্গলের আশেপাশে। এবারে তাই কেনিয়াকেই বেছে নিয়েছেন রাজ-শুভশ্রী। পুজোর আগেই মুক্তি পেয়েছিল রাজের পরিচালনায় শুভশ্রীর কামব্যাক ছবি 'পরিণীতা'। বক্স অফিসে দুরন্ত ব্যাবসা করেছে সেই ছবি।
আরও পড়ুন, পরের পুজোয় ‘দুর্গ রহস্য’ ভেদ করবেন পরমব্রত-রুদ্রনীল
শুধু ভাল আয় করেছে তাই নয়, দর্শকের কাছে প্রশংসাও কুড়িয়েছে শুভশ্রীর অভিনয়। বাহবা পেয়েছে রাজের অন্যরকম প্রচেষ্টা। তার পরের ছবি 'গর্ভধারিণী'-র শুটিং শেষ হয়েছে পুজোর ঠিক আগে। তারপরেই বাঙালির আনন্দ উৎসবে মেতেছিলেন দুজনে।
প্যাণ্ডেল হপিং থেকে দশমীর সিঁদূর খেলা সবেতেই ছিলেন রাজ-শুভশ্রী। ফিরে এসেও দম ফেলার সময় নেই রাজের। কলকাতা চলচ্চিত্র উৎসব দরজায় কড়া নাড়ছে, তার প্রস্তুতি নিতে হবে। সদ্য নির্বাচিত চেয়ারম্যান রাজ। পুজোতেও নাকি খান ৩৫ ছবি দেখেছেন রাজ। ফেস্টিভ্যালের জন্য বিভিন্ন দেশের ছবি দেখতে হয়েছে তাঁকে। তাছাড়াও ফিরেই 'গর্ভধারিণী'-র ডাবিং শুরু করবেন পরিচালক।
তবে যত কাজেই সারাবছর ব্যস্ত থাকুন না কেন এই সময় কাজ ভুলে একে অপরেই মেতে থাকছেন তারা। 'পরিণীতা'-র ভাল পারফরম্যান্সের জন্য নাকি এই ট্রিপটা রাজের উপহার শুভশ্রীকে। আফ্রিকায় মাসাইমারা ন্যাশানাল পার্কে ছুটি কাটাচ্ছেন তারা। তবে সব ভুলে আপাতত আমরা ছবিতে মনোযোগ দিই বরং।