/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/12/rajinikanth-2-0-7591.jpg)
2.0 ভারতের সবথেকে বেশি বাজেটের ছবি।
প্রথম সপ্তাহেই বুঝিয়ে দিলেন যতই ছবি লিক হোক, বাঁধা আসুক তিনি থালাইভা। সুপারস্টার রজনীকান্তের ছবির হিন্দি ভার্সনই ১০০ কোটির ক্লাব পেরিয়ে গেল। সোমবার রজনীকান্তের ছবি 2.0 র হিন্দি ভার্সনের মোট আয় হয় ১৩.৭৫ কোটি টাকা, সবমিলিয়ে এখনও পর্যন্ত আয় ১১১ কোটি টাকা। এই ছবির বাজেট ৫৪৩ কোটি টাকা। তার মধ্যে শুধু আউটপুট শটের বাজেট ১০০ কেটি টাকা। প্রথমে ৩৫০ কোটি টাকার প্রজেক্ট বলেও সামলানো সম্ভব হয়নি। 2.0 আজ পর্যন্ত ভারতের সবচেয়ে বেশি বাজেটের ছবি এবং এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বাজেটের ছবি।
ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইটারে জানিয়েছেন এই ছবির ব্যবসার অঙ্কটা।
#2Point0 sets the BO on ????????????... Double digits yet again on Day 6
… The trending on weekdays is EXCELLENT... Thu 20.25 cr, Fri 18 cr, Sat 25 cr, Sun 34 cr, Mon 13.75 cr, Tue 11.50 cr. Total: ₹ 122.50 cr. India biz. Note: HINDI version. — taran adarsh (@taran_adarsh) December 5, 2018
আরও পড়ুন, কোন পাঁচটি কারণে দেখবেন কেদারনাথ?
আরও দুটো টুইটে তিনি লিখেছেন,
After packing an impressive total in its *extended* opening weekend, #2Point0 stays SUPER-STRONG on the crucial Mon… Collecting double digits on a working day
- without enhanced ticket rates - indicates it has stamina to perform well on weekdays. Note: HINDI version. — taran adarsh (@taran_adarsh) December 4, 2018
#OneWordReview…#2Point0: BLOCKBUSTER.
Rating: ⭐️⭐️⭐️⭐️⭐️#2Point0 is a cinematic marvel... This has style with substance... Director Shankar is a visionary... He hits the ball out of the park this time... Akshay Kumar is FANTASTIC, while Rajinikanth is THE BOSS... SALUTE! pic.twitter.com/cPFZxhjsph— taran adarsh (@taran_adarsh) November 29, 2018
তবে ইন্ডিয়ান এক্সপ্রেসর চলচ্চিত্র সমালোচক শুভ্রা গুপ্তা এই ছবিকে ২ স্টার দিয়েছেন। তিনি লিখেছেন, ''বিরতির পর থেকে আসলে ছবিটা শুরু হয়, সেখান থেকে সিনে আসেন পক্ষীরাজা অক্ষয়। ভয় ও নিষ্ঠা থেকে বেরিয়ে একজন ভাল মানু খারাপ হয়ে যায়। বার্ড ম্যান তার বন্ধুকে বাঁচাতে সবকিছু করতে পারে। এমনকি তার রাস্তায় কোন মানুষ এলে খুনও করতে পারে। ধ্বংস করে দিতে পারে সভ্যতা''। তিনি আরও বলেন, ''অক্ষয় নিজের সবটা দিয়ে ছবিতে অভিনয় করেছেন, যতক্ষণ না তার সোনালী চোখ পুরো লোহার হয়ে গিয়েছে''। তবে বক্সঅফিসের যা পারফরম্যান্স তাতে আরও কিছু দিন একনম্বরেই থাকবে এই ছবি।
Read the full story in English