/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/11/2-0-7592.jpg)
রজনীকান্ত ও অক্ষয় কুমার অভিনীত 2.0 বৃহস্পতিলার ফাঁস হল অনলাইনে
2.0 Movie in Tamilrockers: রজনীকান্ত ও অক্ষয় কুমার অভিনীত 2.0 বৃহস্পতিলার ফাঁস হল অনলাইনে। এবার এই ফাঁসের পিছনে হাত রয়েছে তামিলরকার্সের। টোরেন্টের এই কুখ্যাত ওয়েবসাইট ছবির পাইরেটেট কপি ফাঁস করে। এবার তাতেই ক্ষুব্ধ হয়েছেন রজনী ফ্যানেরা এবং তারা কর্তৃপক্ষের কাছে তামিলরকার্সের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।
শঙ্কর পরিচালিত 2.0 এখনও পর্যন্ত ভারতের সবথেকে বড় বাজেটের ছবি। এই ছবির বাজেট ৫৪৩ কোটি টাকা। তার মধ্যে শুধু আউটপুট শটের বাজেট ১০০ কেটি টাকা। প্রথমে ৩৫০ কোটি টাকার প্রজেক্ট বলেও সামলানো সম্ভব হয়নি। ২০১০ সালের তামিল সুপারহিট ছবি এন্দিরণের সিক্যুয়েল 2.0 ছবিটি। এই ছবিতে রজনীকান্তকে দেখা যেতে পারে দ্বৈত চরিত্রে- ড. বশীকরণ এবং চিটটির ভূমিকায়। আর ডার্ক সুপারহিরোর ভূমিকায় অক্ষয় কুমার। 2.0 র শুটিং হয়েছে হিন্দি এবং তামিল ভার্সনে। এছাড়াও প্রায় ১৩টি ভাষায় ডাব হবে এই ছবি।
2.0 print on tamilrockers. Please take action #2pointo
— pradeep2.0???? (@kpradeep472) November 29, 2018
#Tamilrockers ???????????????? 2.0 team Take immediate action pic.twitter.com/yE7deigNB8
— ɴᴀɴᴅʜᴀᴋᴜᴍᴀʀ (@nandhak55941494) November 29, 2018
@shankarshanmugh@LycaProductions@rajinikanth@akshaykumar@DharmaMovies@karanjohar 2.0 at Tamilrockers
Please block it sirhttps://t.co/z4uXNNjHVp#2point0FromToday#2Point0#2Point0FromNov29— Ѧ﹩ẘїη ???? (@i_imaswin) November 29, 2018
আরও পড়ুন, 2.0 পাইরেসি: ১২০০০ ওয়েবসাইট বন্ধের নির্দেশ
দক্ষিণ ভারতে ডিস্ট্রিবিউটর ও প্রযোজনা সংস্থাগুলিই মূলত তামিলরকার্সের চাবিকাঠি। তারা প্রতিনিয়ত ছবি, ওয়েব সিরিজ ও টিভি সিরিজ মুক্তি পাওয়ার কয়েকঘন্টার মধ্যেই অনলাইনে লিক করে। তাও সেটা হাই ডেফিনেশন রেসোলিউশনে। এর আগে, আমির খান ও অমিতাভ বচ্চনের ঠাগস অফ হিন্দুস্থানও লিক করেছিল তামিলরকার্স। ভেনমের মতো হলিউড ছবি, অনুরাগ কশ্যপের সেক্রেড গেমসও লিক করেছিল তারা।
Read the full story in English