/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/04/Shiv-Kumar-Subramaniam.jpg)
শিবকুমার সুব্রহ্মণ্যম
ফের দুঃসংবাদ বলিউডে। প্রয়াত প্রবীণ অভিনেতা শিবকুমার সুব্রহ্মণ্যম। বলিউডের একাধিক হিট ছবিতে নজর কেড়েছে শিবকুমারের রাশভারী ব্যক্তিত্ব ও দক্ষ অভিনয়। তবে অভিনেতার পাশাপাশি তাঁর আরেকটি পেশাগত পরিচয়ও বেজায় জনপ্রিয়। চিত্রনাট্যকার হিসেবে শিবকুমার জাতীয় পুরস্কারও পেয়েছেন। সোমবার সকালে তাঁর-ই প্রয়াণের খবর প্রকাশ্যে এল। শোকপ্রকাশ করেছেন অনুরাগ কাশ্যপ, অশোক পণ্ডিতের মতো অনেকেই।
রবিবার মধ্যরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিবকুমার সুব্রহ্মণ্যম। তবে অভিনেতার মৃত্যুর কারণ জানানো হয়নি পরিবারের তরফে। সোমবার সকালে মোক্ষধাম হিন্দু শ্মশানে অভিনেতার সৎকার হয়েছে।
<আরও পড়ুন: স্ত্রী-সন্তান আছে, কিন্তু দেড় বছর বিচ্ছিন্ন, বিরাট স্বীকারোক্তি মুনাওয়ারের>
'টু স্টেটস' সিনেমায় আলিয়া ভাটের বাবার ভূমিকায় অভিনয় করেছিলেন শিবকুমার। জাঁদরেল ব্যক্তিত্ব নজর কেড়েছিল দর্শকদের। এবং সম্প্রতি মীনাক্ষি সুন্দরেশ্বর সিনেমায় সানায়া মালহোত্রার দাদুর ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। এছাড়াও 'পরিন্দা', 'হাজারোঁ খোয়াইসে অ্যাইসি'র মতো একাধিক সিনেমার চিত্রনাট্য শিবকুমারের লেখা। যে ছবিতে অভিনয়ও করতে দেখা গিয়েছিল তাঁকে।
Extremely shocked and pained to know about the tragic demise of our dear friend, a great actor and a brilliant human being Shiv Subramaniam.
My heartfelt condolences to his wife Divya. May God give you enough energy to face this tragedy .
ॐ शान्ति !
🙏 pic.twitter.com/LvTM0mZhFi— Ashoke Pandit (@ashokepandit) April 11, 2022
প্রসঙ্গত, মাস দুয়েক আগেই শিবকুমারের একমাত্র ছেলে জাহানের মৃত্যু হয়েছে। যিনি ব্রেইন টিউমারে আক্রান্ত ছিলেন। আর তার দু'মাস পেরতে না পেরতেই এবার বাবা শিবকুমার সুব্রহ্মণ্যম চিরতরে বিদায় নিলেন ইহলোক থেকে। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন হনসল মেহেতা, অনুরাগ কাশ্যপ, অশোক পণ্ডিত, শ্রদ্ধা মৃদুল, ভারতী সিং, মানবী গগ্রুর মতো অনেকেই।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন