যোগ দিবসে বলিউড। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বিতর্ক উস্কে দিয়েছে নেপোটিজম প্রসঙ্গ। সলমন খানের নামও উঠে এসেছে এই বিতর্কে। এদিন এই নিয়ে মুখ খুললেন সলমন। ওদিকে সুশান্তের মৃত্যু নিয়ে কাটাছেঁড়ায় বিরক্ত সদ্যপ্রয়াত ইরফান খানের স্ত্রী সুতপা শিকদার। এবং গুলাবো সিতাবো'র বেগম কথা বললেন ছবি নিয়ে। বলিউডের বাছাই করা খবর এক নজরে...
আন্তর্জাতিক যোগ দিবসে বি-টাউন
আজ আন্তর্জাতিক যোগ দিবস। সোশাল মিডিয়ায় উপচে পড়ছে বলিউড তারকাদের যোগাভ্যাসের ভিডিও এবং ছবি। করিনা কাপুর খান, শিল্পা শেট্টি কুন্দ্রা, মালাইকা অরোরা খান, গীতা বসরার মতো অভিনেতারা যোগ ব্যায়ামের ফোটো-ভিডিও শেয়ার করেছেন সোশাল মিডিয়ায়।
ফ্যানেদের উদ্দেশে বার্তা সলমনের
স্বজন হারানোর ব্যথা বোঝেন ভাইজান। শনিবার টুইটারে তাঁর ভক্তদের সুশান্ত সিং রাজপুতের ফ্যানেদের আবেগ বুঝে তাঁদের পাশে দাঁড়ানোর অনুরোধ করেন সলমন খান। অভিনেতাকে হারিয়ে পরিবার ও ভক্তদের মনের অবস্থা বোঝার চেষ্টা করার পরামর্শও দিয়েছেন ভাইজান।
বিস্তারিত পড়ুন, ফ্যানেদের সুশান্তের পরিবারের পাশে থাকার অনুরোধ সলমনের
ফারুখ জাফর: ‘গুলাবো সিতাবো’র ফতিমা বেগম
সুজিত সরকারের ছবি ‘গুলাবো সিতাবো’-তে গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছেন 'ফত্তো বি' বা ফতিমা বেগম, ফতিমা মহলের ৯৫ বছরের মালকিন। বয়স যাই হোক, জীবনীশক্তিতে ভরপুর ফতিমা। স্বামীর উপর নির্ভরশীল নন, পুরোপুরি আপন মেজাজে চলেন, সংসারের টাকা-পয়সা সব তাঁর দখলে। এই চরিত্রটি জীবন্ত হয়ে উঠেছে বর্ষীয়ান অভিনেত্রী ফারুখ জাফরের অভিনয়ে। বয়স আশির কোঠায়, তবু অভিনয়ের প্রতি ভালবাসায় এখনও কাজ করে চলেছেন।
বিস্তারিত পড়ুন, ছবিতে সবাই আমাকে এত পছন্দ করবেন ভাবিনি: ফারুখ জাফর
সুশান্ত প্রসঙ্গে সুতপা শিকদার
সুশান্ত সিং রাজপুতের প্রয়াণের পর মানুষের প্রতিক্রিয়ায় বিরক্ত ইরফান খানের স্ত্রী সুতপা শিকদার। প্রসঙ্গত, ১৪ জুন মুম্বইয়ে বান্দ্রায় আত্মহত্যা করেন বছর ৩৪-এর সুশান্ত। তারপর থেকেই তাঁকে ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা।
বিস্তারিত পড়ুন, 'যে চলে গেল আমরা তাকেই শ্রদ্ধা করতে ভুলে গেছি', সুশান্ত প্রসঙ্গে সুতপা শিকদার
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন