লকডাউনের মধ্যেই উত্তরপ্রদেশে নিজের গ্রামে গিয়েছেন নওয়াজ। উদ্দেশ্য ছিল পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করা। তারপর থেকে এখনও মুজফফরনগরের বুধনাতেই রয়েছেন ‘সেক্রেড গেমস’-এর গাইতোন্ডে।
লকডাউনের মধ্যেই উত্তরপ্রদেশে নিজের গ্রামে গিয়েছেন নওয়াজ। উদ্দেশ্য ছিল পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করা। তারপর থেকে এখনও মুজফফরনগরের বুধনাতেই রয়েছেন ‘সেক্রেড গেমস’-এর গাইতোন্ডে।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু, নেপোটিজম, স্বজনপোষণ – এই সমস্ত বির্তকে আপাতত জর্জরিত বলিউড। নেটিজেনরা ‘আনফলো’ করছেন একাধিক তারকার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। কিন্তু তাতে বিন্দুমাত্র হেলদোল নেই অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির। বেশ নিজের মতো রয়েছেন তিনি। লকডাউনের মধ্যেই উত্তরপ্রদেশে নিজের গ্রামে গিয়েছেন অভিনেতা। উদ্দেশ্য ছিল পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করা। তারপর থেকে এখনও মুজফফরনগরের বুধনাতেই রয়েছেন ‘সেক্রেড গেমস’-এর গাইতোন্ডে।
শুধু তাই নয়, অনায়াসে নিজের পূর্ব জীবনেও ফিরে গিয়েছেন বলিউডের এই তারকা। গ্রামের বাড়ির ক্ষেতে আপাতত কোদাল চালাতে ব্যস্ত অভিনেতা। বিশ্বাস হচ্ছে না তো? নওয়াজ নিজেই শেয়ার করেছেন সেই ভিডিও। বিস্তারিত পড়ুন, ‘আজকের মতো কাজ শেষ’, বাড়ির ক্ষেতে কোদাল চালাচ্ছেন নওয়াজ
হাসপাতালে কোরিওগ্রাফার সরোজ খান
Advertisment
বর্ষীয়ান বলিউড কোরিওগ্রাফার সরোজ খান মুম্বইয়ের গুরু নানক হাসপাতালে ভর্তি। শনিবার শ্বাসকষ্ট জনিত কারণে হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে, তবে ৭১ বছরের জাতীয় পুরস্কারে সম্মানিত এই শিল্পী করোনা পজিটিভ নন। তাঁর এক পরিবারের সদস্যই একথা জানিয়েছেন ইন্ডিয়ান এক্সপ্রেসকে।
সেই আত্মীয় বলেন, ”ইস্ট বান্দ্রার গুরু নানক হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। শ্বাসকষ্ট জনিত কারণেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে এখন তিনি সুস্থ এবং এক-দুদিনের মধ্যেই ছাড়া পাবেন। তাঁর দেহে কোভিডের কোনও লক্ষণ নেই।" বিস্তারিত পড়ুন, হাসপাতালে কোরিওগ্রাফার সরোজ খান
মাসখানেক আগে অভিনেতা ইরফান খানের মৃত্যু কাঁদিয়েছিল সারা দেশকে। সপ্তাহ খানেক আগে সুশান্ত সিং রাজপুতের আচমকা আত্মহত্যার খবরও নাড়িয়ে দিয়ে গেছে গোটা বলিউডকে। আত্মহত্যার কারণ, আদৌ আত্মহত্যা কিনা, সে সব নিয়ে জল ঘোলা কম হয়নি। রীতিমতো দুটো আলাদা শিবিরে ভাগ হয়ে গিয়েছে বি টাউন। একে অন্যের দিকে আঙুল তোলাও জারি রয়েছে। এরই মাঝে ইরফান খানের পুত্র বাবিল এবার মুখ খুললেন সোশ্যাল মিডিয়ায়। বললেন, বলিউডে স্বজনপোষণ নিয়ে যদি কথা বলতেই হয়, তবে তা সুশান্ত সিং রাজপুতকে বাদ রেখেই হোক।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন