scorecardresearch

KIFF 2022: অমিতাভ বচ্চনকে ‘ভারতরত্ন’ দেওয়া হোক! ভরা মঞ্চে দাবি তুললেন মমতা

KIFF 2022 Inauguration: আজ উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাট বসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে।

KIFF 2022, KIFF 2022 date, KIFF this year, amitabh bachchan films in kiff, exhibition for amitabh bachchan kiff, KIFF 28th Kolkata International Film festival inauguration, 28th Kolkata International Film festival, 28th KIFF, west bengal CM, mamata banerjee, mamata banerjee KIFF, amitabh bachchan, jaya bachchan, KIFF inauguration, sourav ganguly,kiff venue, kiff 2022 theme, kiff schedule, Kolkata International Film festival 2022, 28th KIFF dates, Kolkata International Film festival 2022 date, Kolkata International Film festival details, Mamata Banerjee, Film festival 2022, kolkata chalachitra utsav 2022, Film festival, West Bengal Information And Cultural Affairs Department, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, চলচ্চিত্র উৎসব, ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, চলচ্চিত্র উৎসব, মমতা বন্দ্যোপাধ্যায়, কিফ
বৃহস্পতিবার আনুষ্ঠানিক সূচনা হল ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF 2022)। এক্সপ্রেস ফটো- পার্থ পাল

28th KIFF 2022 Inauguration: অপেক্ষার অবসান। আজ, বৃহস্পতিবার আনুষ্ঠানিক সূচনা হল ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF 2022)। বিকেলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে চলচ্চিত্র উৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। করোনা অতিমারী কাটিয়ে দুবছর পর ফের স্বমহিমায় শুরু হল চলচ্চিত্র উৎসব। চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত।

আজ উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাট বসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। টলিউডের পাশাপাশি হাজির ছিলেন তাবড় বলিউড তারকারাও। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন, এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), জয়া বচ্চন (Jaya Bachchan), শাহরুখ খান (Shah Rukh Khan), কুমার শানু (Kumar Shanu), সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), রানি মুখোপাধ্যায় (Rani Mukherjee), অরিজিৎ সিং (Arijit Singh), শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। এছাড়াও ছিলেন টলিউডের একঝাঁক তারকা।

প্রতিবছর চলচ্চিত্র উৎসবের আসর বসে সিনেপ্রেমী বাঙালির প্রাণকেন্দ্র নন্দন প্রেক্ষাগৃহে। এছাড়াও রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি সভাঘর, চলচ্চিত্র শতবর্ষ ভবন (রাধা স্টুডিও) ও রবীন্দ্র ওকাকুরা ভবন (সল্টলেক), নজরুল তীর্থের মতো জায়গায় দেখানো হবে দেশ-বিদেশের সিনেমা।

এবারের চলচ্চিত্র উৎসবের থিম- ‘বিশ্ব মেলে ছবির মেলায়’। উদ্বোধনী ছবি হিসাবে বেছে নেওয়া হয়েছে হৃষিকেশ মুখোপাধ্যায় পরিচালিত জয়া-অমিতাভ জুটির ছবি অভিমান। ১৯৭৩ সালে মুক্তি পেয়েছিল ছবিটি। এবারের চলচ্চিত্র উৎসবে বিশেষ শ্রদ্ধার্ঘ্য জানানো হবে প্রয়াত চিত্র পরিচালক তরুণ মজুমদার এবং জাঁ লু গোদার। দুই কিংবদন্তী পরিচালকের বেশ কিছু ছবি দেখানো হবে উৎসবে। ৮০ বছরে পা রাখা অমিতাভ বচ্চনকে বিশেষ সম্মান জানানো হবে। তাঁর বেশ কিছু হিট ছবি দেখানো হবে উৎসবে।

আরও পড়ুন দীপিকার ‘বেশরম’ লুক নিয়ে তীব্র আপত্তি, পোশাক না পাল্টালে চরম হুঁশিয়ারি মধ্যপ্রদেশের মন্ত্রী

Live Updates
18:54 (IST) 15 Dec 2022
বাংলা কারও কাছে ভিক্ষা চায় না: মুখ্যমন্ত্রী

বাংলা কারও কাছে মাথা নত করে না, বাংলা কারও কাছে ভিক্ষা চায় না। একদিন বাংলা সিনেমা বলিউড-হলিউড দখল করবে। বললে প্রত্যয়ী মমতা বন্দ্যোপাধ্যায়।

18:48 (IST) 15 Dec 2022
বাংলার আরেক নাম লড়াই: মমতা

'বাংলার আরেক নাম লড়াই, মানবিকতা-শিক্ষা-শিল্পের জন্য লড়াই করে', বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

18:43 (IST) 15 Dec 2022
অমিতাভকে ভারতরত্ন দেওয়ার ডাক মমতার

অমিতাভ বচ্চনকে ভারতরত্ন দেওয়া হোক। আহ্বান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

18:13 (IST) 15 Dec 2022
নিজের কষ্টের কথা বললেন অমিতাভ

তিন বছর কলকাতা চলচ্চিত্র উৎসবে আসতে পারিনি, তার জন্য খুব কষ্ট হয়েছে। জানালেন অমিতাভ বচ্চন।

18:07 (IST) 15 Dec 2022
কলকাতাবাসীকে বিরাট বার্তা শাহরুখের

সোশ্যাল মিডিয়ায় যেভাবে নেতিবাচক কথাবার্তা হয় তার নিন্দা করলেন শাহরুখ। কলকাতাবাসীকে তাঁর বার্তা, “যত খুশি কেউ নেতিবাচক কিছু বলুক। আমি এখনও বেঁচে আছি।”

18:00 (IST) 15 Dec 2022
উৎসবের রেপ্লিকা উদ্বোধন করলেন শাহরুখ

চলচ্চিত্র উৎসবের রেপ্লিকা উদ্বোধন করলেন শাহরুখ খান ও মমতা বন্দ্যোপাধ্যায়।

17:54 (IST) 15 Dec 2022
দিদি ডাকলেই আসব, বললেন কুমার শানু

“দিদি যখনই ডাকবেন, বাঙালি হিসাবে আমি আসবই। যা কিছু হয়ে যাক।” বললেন কুমার শানু। এর পরই শাহরুখের জন্য তাঁর ছবি 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' ছবির গান গেয়ে মাতিয়ে দেন কুমার শানু।

17:49 (IST) 15 Dec 2022
কবিগুরুর বাণী মহেশ ভাটের গলায়

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উদ্ধৃত করে দেশের জাতীয় সংহতির বার্তা দিলেন পরিচালক মহেশ ভাট।

17:44 (IST) 15 Dec 2022
অমিতাভ-শাহরুখকে প্রশংসায় ভরালেন শত্রুঘ্ন সিনহা

অমিতাভ বচ্চনকে জাতীয় আইকন এবং শাহরুখ খানকে জাতীয় তারকা তকমা দিলেন অভিনেতা-সাংসদ শত্রুঘ্ন সিনহা।

17:37 (IST) 15 Dec 2022
শাহরুখের জন্য বিরাট বার্তা সৌরভের

আগামী বছরই মুক্তি পাচ্ছে শাহরুখ খানের ছবি পাঠান। তার আগে শাহরুখের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ গঙ্গোপাধ্যায়। বললেন, “আমি জানি শাহরুখ বিরাট কামব্যাক করবে।”

17:25 (IST) 15 Dec 2022
KIFF যেন রয়্যাল বেঙ্গল টাইগার: রাজ্যপাল

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসায় রাজ্যপাল সি ভি আনন্দ বোস। জানালেন, এমন শিল্পপ্রেমী, বহুমুখী প্রতিভার অধিকারী মুখ্যমন্ত্রী দেখা যায় না। তিনি বলেন, “কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব গোটা দেশের কাছে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো গর্জন করবে।”

17:01 (IST) 15 Dec 2022
উপস্থিত শাহরুখ-রানি

অপেক্ষার অবসান। মঞ্চে উপস্থিত হলেন শাহরুখ খান এবং রানি মুখোপাধ্যায়।

16:54 (IST) 15 Dec 2022
আর কিছুক্ষণ পরই ঢুকবেন শাহরুখ খান

অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, মহেশ ভাট, শত্রুঘ্ন সিনহা, সৌরভ গঙ্গোপাধ্যায়রা চলে এলেও নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের পথে শাহরুখ খান।

16:40 (IST) 15 Dec 2022
উদ্বোধনী অনুষ্ঠান শুরু

শুরুতেই নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ের ডান্স ট্রুপ উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করছে।

16:36 (IST) 15 Dec 2022
আর কিছুক্ষণ পরই উৎসবের উদ্বোধন

নেতাজি ইন্ডোরে এসে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অমিতাভ বচ্চন, জয়া বচ্চনরা। আর কিছুক্ষণ পরই চলচ্চিত্র উৎসবের সূচনা।

15:28 (IST) 15 Dec 2022
নেতাজি ইন্ডোরে চলচ্চিত্র উৎসবের সূচনা

বিকেলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে চলচ্চিত্র উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

15:18 (IST) 15 Dec 2022
কলকাতায় এলেন অমিতাভ বচ্চন

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে শহরে এলেন বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন।

Web Title: 28th kiff 2022 inauguration updates mamata banerjee amitabh bachchan shah rukh khan