সুশান্ত স্ম্রিতিতেই রয়েছেন ভূমিকা
সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নাড়িয়ে দিয়ে গেছে গোটা বলিউডকে। সপ্তাহ তিনেক আগে মুম্বইয়ে নিজের ফ্ল্যাটে আত্মহত্যা করেন সুশান্ত। তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক তারকা-অভিনেতা-পরিচালক উজাড় করে দিয়েছেন সুশান্ত স্মৃতি। আজ ভূমিকা চাওলা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এক আবেগঘন পোস্ট। ভূমিকা সুশান্তের সঙ্গে বড়ো পর্দায় কাজ করেছিলেন এম এস ধোনি ছবিতে।
সুশান্তের একটি ছবি শেয়ার করে ভূমিকা লেখেন, “প্রায় ২০ দিন হয়ে গেল। তোমার কথা ভেবেই ঘুম থেকে উঠেছি। বারবার ভাবি কেন এমন করলে? ব্যাক্তিগত কারণ হলে কথা বলতে পারতে, পেশাগত কারণ হলে বলব, তুমি এমনিতেই এত ভালো কাজ করেছ। ইনসাইডার আউটসাইডার নিয়ে বলছি না। আমি সবসময় পজিটিভ থাকার চেষ্টা করি। হ্যাঁ, এরকম অনেক সময় এসেছে যখন ফিল্ম ইন্ডাস্ট্রির লোকজনকে ফোন/মেসেজ করেছি। অধিকাংশই খুব ভালো, তবে পাশ কাটাতে চেয়েছে, এমনটাও হয়নি, তা নয়। কারোর কারোর সঙ্গে তুমি কাজ করতে চাও বলার পরে বেশিরভাগ মানুষ কথা রেখেছে, কিন্তু হেসে উড়িয়ে দিয়েছে, বা দেখছি বলে এড়িয়ে গিয়েছে, এমনটাও হয়েছে। ”
বিস্তারিত পড়ুন, ‘শেষ ২০ দিন রোজ ঘুম ভেঙেছে তোমার মুখ মনে করে’
শৈশবের রাতগুলোয় সরোজের জুটত শুধু পেঁয়াজি-পাউরুটি
বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার সরোজ খান প্রয়াত হয়েছেন শুক্রবার ভোর রাতে। প্রয়ানের খবর ছড়িয়ে পড়তেই বলিউড জুড়ে নেমেছে শোক। বৈজয়ন্তীমালা, শ্রীদেবী থেকে মাধুরি, ঐশ্বর্যকে হাতে ধরে নাচ শিখিয়েছিলেন যে সরোজ, তাঁর প্রয়ানে যে থমকে যাবে বলিউড, এ তো জানা কথাই। কিন্তু কেমন ছিল সরোজের শৈশব?
দ্য সরোজ খান স্টোরি, ৪৭ মিনিটের একটি তথ্যচিত্র তৈরি হয়েছিল তাঁকে নিয়ে। সেখানে নিজের শৈশব নিয়ে অকপটেই বলেছেন প্রয়াত শিল্পী। দারিদ্র দীর্ন শৈশবে দিনের পর দিন খাবার বলতে জুটত পাউরুটি আর পেঁয়াজি। পড়শী দোকানদার এসে সারাদিনের বেচে যাওয়া খাবার দিয়ে যেত সরোজের মাকে। আর মায়ের সেই খাবার নিতে নিত্যকার কুন্ঠাবোধ। পড়শী ধমক দিয়ে বলত, “তুমি খিদের সঙ্গে লড়তে পারবে। বাচ্চাগুলোকে খালি পেটে রেখো না”।
বিস্তারিত পড়ুন, শৈশবের রাতগুলোয় সরোজের জুটত শুধু পেঁয়াজি-পাউরুটি
অজয় দেবগণের ছবি 'ময়দান' মুক্তি পাবে
পিছিয়ে গেল অজয় দেবগণের ছবির মুক্তি। প্রথমে কথা ছিল 'ময়দান' মুক্তি পাবে ২০২০ এর নভেম্বরে। এবার পিছিয়ে গেল সেই ছবির মুক্তি। ১৩ আগস্ট, ২০২১ মুক্তি পাবে 'ময়দান'। অজয় দেবগণের প্রথম স্পোর্টস ড্রামা এটিই।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন