Uttam-Suchitra Movie: ম্যাটিনি ম্যাজিক! রবিবাসরীয় দুপুরে দেখে ফেলুন উত্তম-সুচিত্রার এই ৫ টি প্রেমের ছবি

Uttam-Suchitra: রবিবাসরীয় দুপুরে বা রাতে যদি সেই পুরনো দিনগুলোতে ফিরে যেতে ইচ্ছে করে তাহলে দেখতে পারেন মহানায়ক-মহানায়িকার যুগলবন্দি এই পাঁচটি ছবি।

Uttam-Suchitra: রবিবাসরীয় দুপুরে বা রাতে যদি সেই পুরনো দিনগুলোতে ফিরে যেতে ইচ্ছে করে তাহলে দেখতে পারেন মহানায়ক-মহানায়িকার যুগলবন্দি এই পাঁচটি ছবি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
রবিবাসরীয় দুপুরে দেখে ফেলুন উত্তম-সুচিত্রার এই ৫ টি প্রেমের ছবি

রবিবাসরীয় দুপুরে দেখে ফেলুন উত্তম-সুচিত্রার এই ৫ টি প্রেমের ছবি

Uttam-Suchitra Romantic Movie: বাংলা সিনেমার স্বর্ণযুগের সেরা জুটি উত্তম কুমার ও সুচিত্রা সেন। সাদা-কালো জমানার সেই রঙিন রসায়ন যুগে যুগে সমাদৃত। সিনেমা নিয়ে সম্যক ধারণা তৈরি হওয়ার পরই একজন প্রকৃত সিনেপ্রেমী উত্তম-সুচিত্রা জুটিকে স্যালুট করে। হালফ্যাশনের সিনেমা-সিরিজকে আজও টেক্কা দিতে পারে উত্তম-সুচিত্রা জুটির কালজয়ী সিনেমাগুলো। রবিবাসরীয় দুপুরে বা রাতে যদি সেই পুরনো দিনগুলোতে ফিরে যেতে ইচ্ছে করে তাহলে দেখতে পারেন মহানায়ক-মহানায়িকার যুগলবন্দি এই পাঁচটি ছবি। মেঘলা আকাশ আর ম্যাটিনি শোয়ে উত্তম-সুচিত্রার সেই গান, এই পথ যদি না শেষ হয়...আহা! কী মনোরম-স্নিগ্ধ এক গ্রীষ্মের দুপুর!

Advertisment

সাড়ে চুয়াত্তর

Advertisment

উত্তম কুমার-সুচিত্রা সেনের যুগলবন্দি প্রথম ছবি সাড়ে চুয়াত্তর। জুটি বেঁধেই ছক্কা হাঁকিয়েছিলেন স্বর্ণযুগের এই দুই অমূল্য রতন। কমেডি ছবির ঘরানায় সর্বকালের অন্যতম সেরা ছবি হিসেবে রয়ে যাবে সাড়ে চুয়াত্তর। ছুটির দিনে একটু প্রাণ খুলে হাসতে চাইলে দেখতে পারেন এই ছবিটি। 

সপ্তপদী

উত্তমকুমার-সুচিত্রা মানেই যেন বাইকে দুজনের সেই রোম্যেন্টিক মুহূর্ত। আইকনিক এই দৃশ্যটি সপ্তপদী ছবির ইউএসপি। এক ব্রাহ্মণ ছেলের সঙ্গে খ্রীষ্টান মেয়ের সেই ছয়ের দশকের প্রেমকাহিনিকে যদি আরও  একবার উপভোগ করতে চান তাহলে দেরি না করে আজই দেখে ফেলুন এই ছবিটি।

ইন্দ্রানী

উত্তমকুমার-সুচিত্রা সেন জুটির আরও একটি রোম্যান্টিক ছবি ইন্দ্রানী। চিত্রনাট্য থেকে গান সবই হৃদয়ছোঁয়া। রবিবারের বিকেল বা সন্ধ্যায় যদি উত্তম-সুচিত্রা জমানায় ফিরে যেতে চান তাহলে ইন্দ্রানী হতে পারে পারফেক্ট চয়েজ। 

হারানো সুর

উত্তম কুমার ও সুচিত্রা সেন অভিনীত কাল্ট মুভি হারানো সুর। ট্রেন দুর্ঘটনার পর হাসপাতালে ভর্তি হন উত্তমকুমার। সেখানেই দেখা চিকিৎসক সুচিত্রার সঙ্গে। প্রেম পরিণতি পায় শুভ পরিণয়ে। কিন্তু, স্মৃতি ফিরতেই স্ত্রীকে ভুলে পুরনো জীবনে ফিরে যায় ছবির নায়ক। আর কলকাতা এসে হারানো স্বামীকে খুঁজে পেয়েও স্ত্রীকে অস্বীকার। প্রেম-ভালবাসা-বেদনার সংমিশ্রণে তৈরি হারানো সুর হতে পারে রবিবাসরীয় দুপুরের জন্য পারফেক্ট চয়েজ। 

সাগরিকা

উত্তম কুমার-সুচিত্রা সেন জুটির সব ছবিই তো হিট। কোনটা ছেড়ে কোনটা দেখবেন, সেটাই খুব চিন্তার বিষয়। তবুও যদি পাঁচটি ছবি বাছাই করে দেখতে চান তাহলে সাগরিকাও লিস্টে রাখতে পারেন। ১৯৫৬ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে অরুণের সাদা কালো জমানার রঙিন প্রেমকাহিনি আজও দর্শক চেটেপুটে উপভোগ করে।   

আরও পড়ুন উত্তমকুমারের থেকে অটোগ্রাফ চেয়েছিলেন শর্মিলা ঠাকুর, তারপর যা হয়েছিল...!! সেই গল্প শুনলে তাজ্জব বনে যাবেন

Bengali Cinema Uttam Kumar Bengali Actor Bengali Actress Bengali Film Suchitra Sen