পায়ের তলায় সর্ষে তাঁর। আজ এদেশ তো কাল সে দেশ। হামেশাই পৃথিবীর বিভিন্ন প্রান্ত ঘুরে বেড়াতে দেখা যায় তাঁকে। তিনি প্রিয়াঙ্কা চোপড়া। কোয়ান্টিকোর সিজন থ্রি-এর প্রচারে বিভিন্ন দেশে গিয়েছেন তিনি। এবার প্রিয়াঙ্কা পৌঁছে গেলেন অসমে। সে রাজ্যের পর্যটনী বিজ্ঞাপন #AwesomeAssam -এর ক্যাম্পেনিং করলেন তিনি। শনিবার বিমানে জোড়হাটে নেমেই অসমের এক স্কুলে পৌঁছে যান নায়িকা। পরনে ছিল নীল জিন্স এবং অকার ইয়েলো টপ।
এদিন স্কুলের মাঠে ছিল বিহু নাচের আয়োজনও। ছাত্রীদের নাচের তালে পা মেলান প্রিয়াঙ্কাও। নিজের ইনস্টাগ্রামে নাচের ভিডিও পোস্ট করেন তিনি। দেখুন সেই ভিডিও
আরও পড়ুন: সত্যিই কী বিয়ে করছেন সোনম কাপুর? বাড়ির অন্দরসজ্জা উসকে দিল সেই জল্পনা
আরও পড়ুন: সলমনের বাইক সফরের সঙ্গিনীকে দেখেছেন?
স্কুলের ছাত্রীদের সঙ্গে প্রিযাঙ্কা চোপড়া।
অসমের একটি স্কুলে পিগি চপস
লক্ষ্য করছেন খুদে নৃত্যশিল্পীদের হাতের মুদ্রা
আপাতত কোয়ান্টিকো সিজন থ্রি-এর প্রস্তুতি নিচ্ছেন প্রিয়াঙ্কা। ইতিমধ্যেই ২৮ এপ্রিল কোয়ান্টিকোর প্রিমিয়ারও হয়ে গিয়েছে ভারতে। শধু তাই নয়, তাঁর হাতে রয়েছে পর পর অনেকগুলো কাজ। প্রায় দুবছর পর আবার বড় পর্দায় ফিরছেন তিনি। পরিচালক আলি আব্বাস জাফরের আসন্ন ছবি ভারতে ছবিতে দেখা যাবে তাঁকে।