Hindi Serial: সালটা ছিল ২০০৮। সেই বছরের ৩ জুলাই প্রথম সম্প্রচার হয়েছিল 'কাল্ট মেগা' কিউ কি সাস ভি কভি বহু থি। দীর্ঘ আট বছর সাফল্যের সঙ্গে পথ চলার পর ২০০৮-এর ৬ নভেম্বর শেষ এপিসোডের সম্প্রচার হয়। এই ধারাবাহিক একদিকে যেমন দর্শকের মনোরঞ্জন করত তেমনই ছিল শিক্ষণীয় একটি এই সিরিয়াল। পরিবারের সকলের সঙ্গে বসে দেখার মতো ধারাবাহিক কিউ কি সাস ভি কভি বহু থি। মাঝে এতগুলো বছর পার হয়ে গিয়েছেন। আজও এই সিরিয়ালের নাম শুনলেই নস্ট্যালজিক হয়ে পড়ে সেই সময়ের দর্শক। সময় বদলছে, জীবনযাপনের ধরন বদলেছে। কিন্তু, কিউ কি সাস ভি কভি বহু থি থেকে শিক্ষণীয় বিষয়গুলো কী কী? দেখে নিন এক ক্লিকে।
ফার্স্ট প্রায়োরিটি পরিবার
সবকিছুর ঊর্ধে পরিবার। যৌথ পরিবারের হাসি-আনন্দ-দুঃখের মুহূর্তগুলো কী ভাবে সকলে একসঙ্গে কাটানো যায় সেই পাঠই পড়িয়েছিল কিউ কি সাস ভি কভি বহু থি। স্মৃতি ইরানি ও অমর উপাধ্যায় আজও মনে করিয়ে দেয় পরিবারের মূল্যবোধ।
ক্ষমার চেয়ে বড় কিছু নেই
চরিত্রের প্রয়োজনে ধারাবাহিকে সম্পর্কের ভাঙা-গড়ার একাধিক দৃশ্য় ছিল। সেখান থেকেও দর্শক কিন্তু, একটা বিষয়ে জ্ঞানার্জনের সুযোগ পেয়েছে, মানুষকে ক্ষমা করে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্যও মানসিক শক্তি ও সাহস প্রয়োজন।
সময় বদলায়, গুরুত্ব নয়
কিউ কি সাস ভি কভি বহু থি ধারাবাহিকে ৪০ বছরের লিপ দেখানো হয়েছিল। চেহারার পরিবর্তন ঘটেছিল কিন্তু, পরিবারে গুরুত্ব কিন্তু এতটুকু কমেনি। সিরিয়ালে প্লটে পরিবর্তন এসেছে। চরিত্রের বদল ঘটেছে। কিন্তু, পরিবারে মানুষের গুরুত্ব কোনোদিন কমে না।
ভালবাসা সহজলোভ্য নয়
এই ধারাবাহিকে তুলসি আর মিহিরের প্রেমকাহিনি থেকে অনেক কিছু শেখার আছে। ভুল বোঝাবুঝি, মনোমালিন্য, সময়ের সমঝোতা সব কিছুই দেখানো হয়েছিল। যার মাধ্যমে দর্শকের উদ্দেশে বার্তা, প্রেম সহজ নয়।
পারিবারিক নিয়মের ভিত্তিতে
পুজোর ঘর থেকে সম্পত্তির ভাগ বাটোয়ারা, ভারতীয় রীতির খুঁটিনাটি তুলে ধরা হয়েছিল কিউ কি সাস ভি কভি বহু থি ধারাবাহিকে। একটি যৌথ পরিবারে ঠিক যে যে জিনিস ঘটতে পারে তারই দৃশ্যায়ন কিউ কি সাস ভি বহু থি।
মহিলারা প্রকৃত যোদ্ধা
যে কোনও ক্ষেত্রে নারীশক্তির জয়জয়কার। পরিবারের স্বার্থে মহিলারা সবসময়ই ঢাল হয়ে দাঁড়ায়। তা সে ন্যায়বিচারের দাবিতেই হোক বা বউমা হিসেবেই হোক।
পরিবারের গুরুজনের মাহাত্ম
এই ধারাবাহিকের একটি গুরুত্বপূর্ণ চরিত্র ছিল 'বা'। তাঁর উপস্থিতি থেকে শিক্ষণীয় বিষয়টি হল, পরিবারের গুরুজনের ভ্যালুর কদর করা।
আরও পড়ুন একের পর এক করোনা আক্রান্তে আতঙ্কের ছায়া, শিল্পার পর কোভিড পজেটিভ আরও এক বাঙালি অভিনেত্রী