Advertisment
Presenting Partner
Desktop GIF

দিনের সেরা বলিউড বাছাই: সুশান্তের মৃত্যু নিয়ে বিতর্ক, ডেট না মেলায় কাজ হয়নি বনশালীর সঙ্গে

সম্প্রতি সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর সঙ্গে ঘনিষ্ঠতার খবর সামনে আসতেও তুমুল সমালোচনার মুখে পড়েছেন মহেশ ভাট। তবে সুশান্তের মৃত্যুতে মহেশযোগকে মিথ্যে দাবি করেছেন স্ত্রী সোনি রাজদান।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সুশান্ত মৃত্যু বিতর্কে মহেশের পাশে সোনি

Advertisment

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই পরিচালক মহেশ ভাটের বিরুদ্ধে নেপোটিজম নিয়ে একাধিক বিতর্ক তৈরি হয়েছিল। সম্প্রতি সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর সঙ্গে ঘনিষ্ঠতার খবর সামনে আসতেও তুমুল সমালোচনার মুখে পড়েছেন মহেশ ভাট। তবে সুশান্তের মৃত্যুতে মহেশযোগকে মিথ্যে দাবি করেছেন স্ত্রী সোনি রাজদান। পরিচালককে অকারণে দোষারোপ করা হচ্ছে বলে টুইটারে সরব হয়েছেন সোনি।

নেটিজেনদের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তুলে সোনি বলেন যে, মহেশ ভাটকে অকারণে দোষারোপ করা অর্থহীন, বর্বরতা। তাঁর দাবি, সঠিক তথ্য না নিয়েই মহেশকে দুষছে সকলে। প্রসঙ্গত, টুইটারে এক ব্যক্তি সোনি রাজদানকে ট্যাগ করে লেখেন, “আসল সমস্যা লুকিয়ে রয়েছে স্বজনপোষণে। আপনার তথাকথিত স্বামী এবং আপনার মেয়ের গডফাদার করণ জোহার স্বজনপোষণের ধ্বজাধারী।”

আর এই পোস্টের বিরুদ্ধেই নিজের ক্ষোভ উগরে দেন সোনি। মহেশ-জায়া লেখেন, “আপনার কাছে যে তথ্যগুলি রয়েছে তা সম্পূর্ণ ভুল। আমার স্বামী এই ইন্ডাস্ট্রিতে এত বহিরাগত শিল্পীদের সুযোগ দিয়েছে যা বলিউডের কোনও প্রযোজক-পরিচালক দেননি। একটা সময় ছিল যখন তিনি দীর্ঘকাল কোনও তারকাদের সঙ্গে কাজ করেননি। যার জেরে তাঁকে এও শুনতে হয় যে তিনি তারকাদের সঙ্গে কাজ করতে নারাজ। তাঁকে দোষারোপ করা হয়।”

বিস্তারিত পড়ুন, সুশান্ত মৃত্যু বিতর্কে মহেশের পাশে সোনি, একহাত নিলেন নেটিজেনদের

ডেটের সমস্যার কারণেই সুশান্তের সঙ্গে কাজ করতে পারেননি বনশালী

মঙ্গলবার মুম্বই পুলিশ সুশান্ত সিং রাজপুতের ঘটনায় পরিচালক সঞ্জয় লীলা বনশালীকে জেরা করেছেন। তারপরেই পুলিশের তরফে জানান হয়, ডেট না মেলায় সুশান্তের সঙ্গে চারটি ছবির কাজই করা হয়নি সঞ্জয় লীলা বনশালীর। পরবর্তীতে অন্য হিরোদের কাস্ট করা হয়েছে সেই সমস্ত ছবিতে।

প্রসঙ্গত, গত ১৪ জুন নিজের বান্দ্রার বাড়িতে আত্মঘাতী হন বলিউড অভিনেতা সুশান্ত। বান্দ্রা পুলিশ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় পেশাগত শ্রত্রুতার দিকটিও খতিয়ে দেখছে। সোমবার এই প্রসঙ্গেই সঞ্জয় লীলা বনশালীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। সিনিয়র পুলিশ আধিকারিক জানান জিজ্ঞাসাবাদেই জানা গিয়েছে, ডেটের সমস্যার কারণেই সুশান্তের সঙ্গে কাজ করতে পারেননি পরিচালক।

পুলিশ তদন্ত করে দেখছে কেন বনশালীর সঙ্গে ছবি করতে পারেননি সুশান্ত এবং সে কারণেই অন্যান্য প্রযোজনা সংস্থারগুলির সঙ্গে অভিনেতার চুক্তিপত্রও দেখছে তারা। আধিকারিক জানিয়েছেন, এই মামলার সমস্ত গুরুত্বপূর্ণ সম্ভাবনারই তদন্ত হবে। সুশান্তের পরিবার সহ এখনও পর্যন্ত ৩৪ জনের বয়ান রেকর্ড করেছে মুম্বই পুলিশ। তাদের মধ্যে অভিনেতার ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মীরাও রয়েছেন।

বিস্তারিত পড়ুন, ডেটের সমস্যার কারণেই সুশান্তের সঙ্গে কাজ করতে পারেননি সঞ্জয়!

“সুশান্তের বিশ্বাসযোগ্যতা নষ্ট করতে প্রচার চলেছিল বলিউডে”

একটা মৃত্যু, আর তাতেই সাম্রাজ্যের ভিত নড়বড়। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু যেন বলিউডের কাঠামোকেই ফের একবার সামনে নিয়ে এল। বহু মৃত্যু দেখেছে বি-টাউন, সয়েছে মি-টু বিতর্কও। শোকগ্রস্ত বলিউডে আজ অন্যরকম ঝড়। একটাই আর্তি ‘জাস্টিস’। ।সুশান্তের মৃত্যুর পর একাধিক তর্ক,মত,বিস্ফোরক উক্তির পর ফের মৃত্যু নেপথ্যে বলিউডের কার্যকলাপকেই কাঠগড়ায় দাঁড় করালেন পরিচালক অপূর্ব আশরানি

বলিউডের এই পরিচালক জানিয়েছেন সুশান্তের মৃত্যুর সঠিক কারণ তিনিও জানতে চান৷ আত্মহত্যা হিসেবে মানতে নারাজ তিনি৷ তাই জাস্টিস চান। এদিন টুইটারে অপূর্ব লেখেন, ” সুশান্ত সিং রাজপুতের জন্য আমার লড়াই কোনও ব্যক্তিগত মিত্রতা বা অন্য কারুর বিরুদ্ধে লড়াইয়ের জন্য নয়৷ আমি আজ সরব হচ্ছি কারণ আমি এটা মেলাতে পারছি আমার জীবনের সঙ্গে। সুশান্তের বিশ্বাসযোগ্যতা নষ্ট করার জন্য বলিউডে যেভাবে প্রচার চালানো হয়েছিল, আমি বুঝতে পারি ওকে কী অবস্থার মধ্য দিয়ে যেতে হয়েছিল। টুইটে বিচার পাওয়া যাবে না। তাই ব্লগেই লিখলাম।”

বিস্তারিত পড়ুন,  সুশান্তের বিশ্বাসযোগ্যতা নষ্ট করতে প্রচার চলেছিল বলিউডে

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bollywood movie entertainment
Advertisment