Advertisment

সুশান্ত মৃত্যু বিতর্কে মহেশের পাশে সোনি, একহাত নিলেন নেটিজেনদের

সুশান্তের মৃত্যুতে মহেশযোগকে মিথ্যে দাবি করেছেন স্ত্রী সোনি রাজদান। পরিচালককে অকারণে দোষারোপ করা হচ্ছে বলে সরব হয়েছেন সোনি। 

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সুশান্ত প্রসঙ্গে মহেশের পাশে সোনি।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই পরিচালক মহেশ ভাটের বিরুদ্ধে নেপোটিজম নিয়ে একাধিক বিতর্ক তৈরি হয়েছিল। সম্প্রতি সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর সঙ্গে ঘনিষ্ঠতার খবর সামনে আসতেও তুমুল সমালোচনার মুখে পড়েছেন মহেশ ভাট। তবে সুশান্তের মৃত্যুতে মহেশযোগকে মিথ্যে দাবি করেছেন স্ত্রী সোনি রাজদান। পরিচালককে অকারণে দোষারোপ করা হচ্ছে বলে টুইটারে সরব হয়েছেন সোনি।

Advertisment

নেটিজেনদের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তুলে সোনি বলেন যে, মহেশ ভাটকে অকারণে দোষারোপ করা অর্থহীন, বর্বরতা। তাঁর দাবি, সঠিক তথ্য না নিয়েই মহেশকে দুষছে সকলে। প্রসঙ্গত, টুইটারে এক ব্যক্তি সোনি রাজদানকে ট্যাগ করে লেখেন, "আসল সমস্যা লুকিয়ে রয়েছে স্বজনপোষণে। আপনার তথাকথিত স্বামী এবং আপনার মেয়ের গডফাদার করণ জোহার স্বজনপোষণের ধ্বজাধারী।"

আরও পড়ুন, সুশান্তের মৃত্যুর ঘটনায় কারও সহায়তা পাচ্ছেন না, হতাশ শেখর সুমন

আর এই পোস্টের বিরুদ্ধেই নিজের ক্ষোভ উগরে দেন সোনি। মহেশ-জায়া লেখেন, "আপনার কাছে যে তথ্যগুলি রয়েছে তা সম্পূর্ণ ভুল। আমার স্বামী এই ইন্ডাস্ট্রিতে এত বহিরাগত শিল্পীদের সুযোগ দিয়েছে যা বলিউডের কোনও প্রযোজক-পরিচালক দেননি। একটা সময় ছিল যখন তিনি দীর্ঘকাল কোনও তারকাদের সঙ্গে কাজ করেননি। যার জেরে তাঁকে এও শুনতে হয় যে তিনি তারকাদের সঙ্গে কাজ করতে নারাজ। তাঁকে দোষারোপ করা হয়।"

সুশান্ত সিং রাজপুতের অবসাদের নেপথ্যে মহেশ ভাট, এই অভিযোগের প্রসঙ্গ টেনে সোনি এও লেখেন, আসল বিষয়টি মানসিক অবসাদ নিয়ে। হলিউডের তাবড় তাবড় শিল্পীরা যেমন রবিন উইলিয়ামস, কেট স্পেড, অ্যান্টনি বোর্ডেন সহ অনেকেই নিজেদের সফল জীবনের পরও মানসিক অবসাদে ভুগে আত্মহত্যা করেছিলেন।" এরপরই নিজের কমেন্ট সেকশন বন্ধ করে দেন সোনি রাজদান।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bollywood Sushant Singh Rajput Mahesh Bhatt
Advertisment