Entertainment News: ভাষা নিয়ে ভয়াবহ কাণ্ড! কমল হাসানকে জোরাল নির্দেশ দিল আদালত

কন্নড় ভাষা নিয়ে মন্তব্য করা থেকে হাসানকে নিষেধ করার আদেশে, আদালত বলেছে যে কন্নড় সাহিত্য পরিষদ "কন্নড়দের, তাদের সাহিত্য ও সংস্কৃতির স্বার্থে যেকোনো পদক্ষেপ নেওয়ার ক্ষমতাপ্রাপ্ত।"

কন্নড় ভাষা নিয়ে মন্তব্য করা থেকে হাসানকে নিষেধ করার আদেশে, আদালত বলেছে যে কন্নড় সাহিত্য পরিষদ "কন্নড়দের, তাদের সাহিত্য ও সংস্কৃতির স্বার্থে যেকোনো পদক্ষেপ নেওয়ার ক্ষমতাপ্রাপ্ত।"

author-image
IE Bangla Entertainment Desk
New Update
kamal hasan

যা যা নির্দেশ দেওয়া হল কমল হাসানকে...

 Entertainment News-Kamal Hasan: ২ জুলাই কন্নড় সাহিত্য পরিষদের চেয়ারম্যান মহেশ যোশীর দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে আদালত ৪ জুলাই কমল হাসানের বিরুদ্ধে একটি নিষেধাজ্ঞা জারি করে। কন্নড় সাহিত্য পরিষদ অভিযোগ করেছে যে অভিনেতার মন্তব্য "একটি ভাষার উপর অন্য ভাষার শ্রেষ্ঠত্ব" নির্দেশ করে। মামলায় কমল হাসানকে ভবিষ্যতে এমন মন্তব্য করা থেকে বিরত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 

Advertisment

কন্নড় ভাষা নিয়ে মন্তব্য করা থেকে হাসানকে নিষেধ করার আদেশে, আদালত বলেছে যে কন্নড় সাহিত্য পরিষদ "কন্নড়দের, তাদের সাহিত্য ও সংস্কৃতির স্বার্থে যেকোনো পদক্ষেপ নেওয়ার ক্ষমতাপ্রাপ্ত। এই আদালতের বিবেচনাধীন মতামত হল, পরবর্তী শুনানির তারিখ পর্যন্ত বিবাদীকে একতরফাভাবে অস্থায়ী নিষেধাজ্ঞা, যাতে বিবাদী এক ভাষার উপর অন্য ভাষার শ্রেষ্ঠত্ব দাবি করে কোনও বিবৃতি/মন্তব্য না করতে পারে। যাতে, এর ফলে কন্নড় জনগণের ভূমি, ভাষা এবং সংস্কৃতির প্রতি তাদের অনুভূতিতে আঘাত না লাগে।" 

Ankita Lokhande Pregnancy Rumours: মা হতে চলেছেন অঙ্কিতা? কোন কারণে সমস্যায় ভুগছেন, জানালেন বড় সত্যি..

আদালত উল্লেখ করেছে যে কন্নড় সাহিত্য পরিষদের সভাপতি বলেছেন যে কমল হাসান একটি সিনেমার প্রচারের সময় মন্তব্য করেছিলেন, "কন্নড়ের জন্ম তামিল ভাষা থেকে", যা কন্নড়দের অনুভূতিতে আঘাত করেছে বলে অভিযোগ করা হয়েছে।  সুনির্দিষ্ট অভিযোগ হলো, এই ধরনের মন্তব্য করে, তিনি একটি ভাষার উপর অন্য ভাষার শ্রেষ্ঠত্ব দাবি করছেন। তাই, তিনি ভবিষ্যতে যেন এধরণের আচরণ না করেন।" 

Advertisment

মে মাসে চেন্নাইতে তার ছবি থাগ লাইফের অডিও প্রকাশের সময় কমল হাসান কন্নড় সম্পর্কে এই মন্তব্য করেছিলেন । মণি রত্নম পরিচালিত ছবিটি, যা ৫ জুন ভারতজুড়ে মুক্তি পাওয়ার কথা ছিল, "তামিল কন্নড় ভাষার জন্ম দিয়েছে" এই মন্তব্যের প্রতিবাদে কর্ণাটকে ক্ষোভের মুখে তা বন্ধ করে দেওয়া হয় । কমল হাসান, যিনি সম্প্রতি তামিলনাড়ু থেকে রাজ্যসভার সদস্য হিসেবে সংসদে মনোনীত হয়েছেন , তিনি ক্ষমা চাওয়ার দাবিতে রাজি হননি এবং পরিবর্তে কর্ণাটকে থাগ লাইফ মুক্তি না দেওয়ার সিদ্ধান্ত নেন। 

Entertainment News Kamal Hasan Entertainment News Today