/indian-express-bangla/media/media_files/2025/07/07/ankita-viki-2025-07-07-13-23-19.jpg)
সত্যি মা হচ্ছেন অঙ্কিতা?
Ankita Lokhande-Viki Pregnancy Rumours: ভরাহাটে অঙ্কিতা লখণ্ডে বলে বসেন তিনি নাকি অন্তঃসত্বা! লাফটার শেফ ২ অনুষ্ঠানটি নানাভাবে দর্শকের কাছের হয়ে উঠছে। এবং এই শোয়ে রান্নার থেকে বেশি হাসি মজা হয়। অঙ্কিতা প্রথম সিজন থেকেই আছেন এই শোয়ে। এবং হঠাৎ করেই এই সিজনে অঙ্কিতা বলে বসেন, তিনি নাকি অন্তঃসত্বা। কিন্তু, সত্যিই কি তাই? অভিনেত্রীর বিয়ে হয়েছে বছর দুয়েক হল। এবং এই শোয়ে অনেকেই মজা করে তাঁকে মা হওয়ার কথা বলেন।
অঙ্কিতা এবং ভিকি দুজনেই মা বাবা হওয়ার চেষ্টাও করছেন। এমনকি, এও বলছেন তাঁরা দুজন সন্তানের বাবা মা হতে চান। একটি ছেলে এবং একটি মেয়ে - দুটি সন্তানের অপেক্ষায় তাঁরা। এমনকি, তাঁর পরিবারের তরফেও সকলেই তাঁকে মা হওয়ার কথা বলেন। অভিনেত্রী এবং ভিকি এবার নিজেই সেই গুজব আদৌ সত্যি কিনা সেই নিয়ে মুখ খুলেছেন। বিবাহিত জীবনের এই পর্যায়ে এসে মা হচ্ছেন কবে শুনতে শুনতে রীতিমতো যায়যায় অবস্থা তাঁর। অঙ্কিতা এবং ভিকির মতে, দীর্ঘদিন ধরেই এই ধরনের খবর রটেছে। অঙ্কিতা বলছেন...
Kajol: অল্প বয়সেই মারাত্মক সিদ্ধান্ত, কোথা থেকে পালালেন অভিনেত্রী? 'আমায় কান ধরে...'
"গোটা পরিবার আমার পেছনে পড়েছে। চেষ্টা চরিত্র চলছে। কথাবার্তা চলছে। আমি সত্যিই ক্লান্ত হয়ে পড়েছি এই কান্ড এবং প্রশ্নে। তবে, সত্যিই বলতে গেলে আমি যখন অন্তঃসত্বা হব তখন সবাইকে বলব, তাই ক্ষমা করুন এখন আমায়।" এখানেই শেষ না। অভিনেত্রী রীতিমতো বিরক্ত এইসব প্রশ্নে। অঙ্কিতাকে এই নিয়ে শোয়ে অনেকেই নানা কথা বলেছেন। কেউ এমনও বলেছেন যে, অঙ্কিতা এবং ভিকির ভেবেচিন্তে কাজ করা উচিত। আবার কেউ বলেছেন, টক খাবার খাওয়ার সময় এসেছে তাঁর। কিন্তু, তাঁরা সুখবর কবে পাবেন, সেই নিয়েই আলোচনা চলছে।
যদিও, অনেকেই মজা করে ভিকীকে নেপোকিড বলে উল্লেখ করেন। ভিকিকে নাকি অঙ্কিতা লক্ষণ্ডে লঞ্চ করেছেন। এবং বিয়ে করার আগে প্রেম করেছেন অভিনেত্রী। সুশান্তের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর, অঙ্কিতা বহুবছর একা ছিলেন। কিন্তু, ভিকি তাঁর জীবন পাল্টে দিল। অঙ্কিতা সোজাসুজি বলেন, "ভিকির সবচেয়ে প্রশংসনীয় দিক হলো ও যেভাবে আমাকে অনুপ্রাণিত করে। সে আমার সহায়ক। সে সবসময় নিশ্চিত করে যে আমি আমার স্বপ্নগুলো ভুলে না যাই... মাঝে মাঝে আমি শান্ত হয়ে যাই। কিন্তু সে আমাকে ধাক্কা দেয়। সে আমার খুব বেশি প্রশংসা করে না, বরং সবসময় আমাকে অনুপ্রাণিত করে। তাঁর আমার উপর বিশ্বাস আছে।”