Advertisment

গণেশ আচারিয়ার বিরুদ্ধে মহিলা কোরিওগ্রাফারকে কাজ থেকে বঞ্চিত করার অভিযোগ

অভিযোগে, ৩৩ বছরের কোরিওগ্রাফার উল্লেখ করেন, নিজের উপাজর্ন থেকে কমিশন গণেশ আচারিয়াকে দিতে বলা হয় এবং সেই সঙ্গে অ্যাডাল্ট ভিডিও দেখার জন্যও জোর করা হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
Ganesh Acharya

গণেশ আচারিয়ার বিরুদ্ধে এফআইআর করেছেন ওই মহিলা।

জাতীয় পুরস্কার প্রাপ্ত কোরিওগ্রাফার গণেশ আচারিয়ার বিরুদ্ধে অভিযোগ আনলেন এক মহিলা। অভিযোগ, তাঁকে কাজ থেকে বঞ্চিত করেছেন গণেশ আচারিয়া। মুম্বইয়ের অম্বোলি পুলিশ স্টেশনে সিনিয়র কোরিওগ্রাফারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি। মহারাষ্ট্রের মহিলা কমিশনেও জানিয়েছেন মহিলা।

Advertisment

অভিযোগে, ৩৩ বছরের কোরিওগ্রাফার উল্লেখ করেন, নিজের উপাজর্ন থেকে কমিশন গণেশ আচারিয়াকে দিতে বলা হয়। ভারতীয় ফিল্ম ও কোরিওগ্রাফার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গণেশ আচারিয়া। সেই সঙ্গে মহিলার অভিযোগ 'জোর করে অ্যাডাল্ট ভিডিও দেখানো হয়'। একের পর এক অভিযোগের তীর গণেশ আচারিয়ার দিকে।

আরও পড়ুন, ‘ধর্মেন্দ্রর মতোই হ্যান্ডসাম’! ববি দেওলের ছেলের ছবিতে উচ্ছ্বসিত নেটিজেনরা

মহিলা কোরিওগ্রাফারের সঙ্গে কথা বলার জন্য একজন প্রতিনিধির সাহায্য নিয়েছে মহারাষ্ট্রের মহিলা কমিশন। শীঘ্রই গণেশ আচারিয়ার কাছে নোটিস পৌঁছবে। তবে এই প্রথমবার নয়, যে গণেশ আচারিয়ার বিরুদ্ধে হেনস্থার অভিযোগ দায়ের করা হয়েছে। মিটু মুভমেন্টের সময় তনুশ্রী দত্ত-ও কোরিওগ্রাফারের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন। একটি বিবৃতিতে, তনুশ্রী অভিযোগের তীর ছুঁড়ে তাঁর বিরুদ্ধে গণেশের "খারাপ গুজব" ছড়ানোর কথা বলেন এবং তাঁর প্রফেশনাল খ্যাতি নষ্ট করার কথাও জানিয়েছিলেন।

প্রসঙ্গত, ২০১৮ সালে অক্ষয় কুমারের 'টয়লেট:এক প্রেম কথা' ছবির গান 'গোরি তু লাথ মার'-এর কোরিওগ্রাফের জন্য সেরা কোরিওগ্রাফার হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এছাড়াও 'সিম্বা', 'জিরো', 'পদ্মাবত', 'সঞ্জু' এবং 'জুড়ুয়া টু'-এর মতো ছবির কোরিওগ্রাফ করার জন্য জনপ্রিয় গণেশ আচারিয়া।

Advertisment