Advertisment
Presenting Partner
Desktop GIF

A R Rahman-Mohini: মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়েছিলেন রহমান, পরের দিনই মোহিনীকে ফোন করে যা অফার দিয়েছিলেন সুরকার...

Rahman and Mohini: বেশ কিছু মানুষ, যারা মোহিনীর জীবনে গুরুত্ব রাখেন তাঁদের মধ্যে একজন রহমান। তাই তাঁকে নিয়ে যে কুৎসা রটেছে তাতে আপত্তি রয়েছে মোহিনীর। সম্প্রতি, রহমানকে বিচ্ছেদের...

author-image
Anurupa Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
rahman mohini

Rahman-Mohini: সুরকারকে নিয়ে যা বললেন মোহিনী...

A R Rahman- Mohini Dey: রহমান সাহেবকে নিয়ে নানা আলোচনা। একে তো তাঁর ডিভোর্স, অন্যদিকে মোহিনী দে। দুজনে প্রায় একই দিনে নিজেদের বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন। রহমানের দলের সদস্য মোহিনীর সঙ্গে তাঁর অবৈধ সম্পর্ক ঘিরে শুরু হয়েছিল জলঘোলা। শুধু তাই নয়, সুরকার পরকীয়ায় জড়িয়েছেন এমন কথাও শোনা যাচ্ছিল।

Advertisment

কিন্তু দিন দুয়েক আগেই মোহিনী জানিয়েছেন রহমান তাঁর বাবার মতো। বেশ কিছু মানুষ, যারা মোহিনীর জীবনে গুরুত্ব রাখেন তাঁদের মধ্যে একজন রহমান। তাই তাঁকে নিয়ে যে কুৎসা রটেছে তাতে আপত্তি রয়েছে মোহিনীর। সম্প্রতি, রহমানকে বিচ্ছেদের পর আবারো লোকসম্মুখে প্রথমবারের মতো দেখা গিয়েছে। সরকারকে দেখে অনেকেরই মনে হতে পারে তিনি বেশ ভারাক্রান্ত। শুধু তাই নয়, তাঁর চোখে মুখে স্পষ্ট মন খারাপের রেখা।

সুরকার গতকাল একটি সাক্ষাৎকারে নানা বিষয়ে কথা বলেছেন। কিন্তু ডিভোর্স প্রসঙ্গে তিনি সেভাবে কিছুই মন্তব্য করেননি। রহমানের পরনে কালো রংয়ের সিকোয়েন কোট এবং পোশাক, চোখে চশমা, নিজের স্টাইলে খামতি রাখেননি তিনি। কিন্তু, মোহিনী এবং রহমানের মধ্যে যে ভীষণ গুরু শিষ্যর সম্পর্ক সেকথা সাফ জানিয়েছেন তিনি। মোহিনীকে পারফর্ম করাবেন বলে অস্ট্রেলিয়ান বাদককে বাদ দিয়েছিলেন রহমান।

আরও পড়ুন  -    Rupali Ganguly: সৎ মেয়ের বিরুদ্ধে ৫০ কোটির মানহানির মামলা রূপালীর, '২৪ বছর ধরে আমি যেকারণে ক্ষতিগ্রস্থ...', এমন সত্য সামনে আনলেন এশা...

মোহিনীর কথায়, নির্বানা স্টুডিও মুম্বাইতে সেখানে একটা রেকর্ডিংয়ের সময় হঠাৎ করেই তিনি জানতে পারেন যে রহমানের জন্য একটা গান বানাবেন তিনি। বলিউড নিয়ে যেহেতু সেভাবে জ্ঞান ছিল না তাঁর, তাই তিনি গুগল করে দেখেছিলেন যে রহমানকে নিয়ে। তিনি জানতেন রহমান একটা বড় নাম, কিন্তু কতটা বড় জানতেন না। এবং তারপরই রহমানের নজরে পড়েন মোহিনী। তাঁর প্রতিভা এতই মুগ্ধ করে রহমানকে, যে পরের দিন ফোন করে রহমান জানতে চান কোক স্টুডিওর ক্ষেত্রে মোহিনী তাঁকে সঙ্গদ দেবেন কিনা।

যদিও পরে তিনি জানতে পেরেছিলেন আসল কথা। সকলের সামনেই মোহিনীর প্রশংসা করেছিলেন তিনি। তাঁর কথায়, "উনি সকলের সঙ্গে আমার পরিচয় করিয়ে দিলেন। এবং সকলের সামনে আমার প্রশংসা করলেন। উনি আমায় বলেছিলেন, তাল উইলকেনফিল্ডকে তিনি বেশিষ্ট হিসেবে চেয়েছিলেন। কিন্তু, আমার পারফরমেন্স দেখার পর তিনি বলেছিলেন, যে আমাকেই তাঁর সদস্য হিসেবে নির্বাচন করবেন।"

উল্লেখ্য, রহমানের প্রাক্তন স্ত্রী প্রথম থেকেই দাবি করে এসেছেন যে, আর যাইহোক মোহিনীর সঙ্গে কোনরকম সম্পর্ক নেই তাঁর। দুজনে নিজেদের ব্যক্তিগত সম্পর্কের কারণেই আলাদা হচ্ছেন।

bollywood A. R. Rahman
Advertisment