Rupali Ganguly: সৎ মেয়ের বিরুদ্ধে ৫০ কোটির মানহানির মামলা রূপালীর, '২৪ বছর ধরে আমি যেকারণে ক্ষতিগ্রস্থ...', এমন সত্য সামনে আনলেন এশা...

Rupali Step daughter Esha: ঘটনায় তাঁর শেষবারের মতো যা যা বলার সবটাই বলে ফেলেছেন। তিনি বলছেন, আমি এশা, এই মাসের শুরুতে একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছিলাম।

Rupali Step daughter Esha: ঘটনায় তাঁর শেষবারের মতো যা যা বলার সবটাই বলে ফেলেছেন। তিনি বলছেন, আমি এশা, এই মাসের শুরুতে একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছিলাম।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
rupali ganguly as anupama

Rupali-Esha: রুপালীকে নিয়ে যা বললেন এশা...

Rupali Ganguly aka Anupama: অভিনেত্রী রূপালী গঙ্গোপাধ্যায়কে নিয়ে বিতর্কের শেষ নেই। তাঁর থেকেও বড় কথা, যেভাবে তাঁর সৎ মেয়ে এশা দিনের পর দিন তাঁকে নিয়ে নানা সত্যি সামনে আনছেন, সেটাই যেন অদ্ভুত ধরনের। এশা জানিয়েছেন তাঁর বাবার সঙ্গে রূপালীর অবৈধ সম্পর্ক তাঁর মাকে চূড়ান্ত কষ্ট দিয়েছিল। আর এবার তিনি তাঁর বাবার সম্পর্কে আরও মুখ খুলেছেন।

Advertisment

রূপালী ( Rupali Ganguly ) তাঁর নিজের ব্যক্তিগত জীবন নিয়ে এশা মিথ্যে অভিযোগ করছেন বলেই তাঁর বিরুদ্ধে ৫০ কোটির মানহানি মামলা দায়ের করেন। যদিও, এর কারণে কোনো লাভের লাভ কিছুই হয়নি। বরং, এশা বর্তমানে এই বিষয়টিকে রুক্ষ এবং বেদনাদায়ক বলেই সমাজ মাধ্যমে নানা মন্তব্য করেছেন। এমনকি তাঁর সৎ ভাই রুদ্রাংশকে নিয়েও তিনি কোনও মন্তব্য করেননি এমনটাই জানিয়েছিলেন।

এবার এশা ( Esha Verma ) এই ঘটনায় তাঁর শেষবারের মতো যা যা বলার সবটাই বলে ফেলেছেন। তিনি বলছেন, আমি এশা, এই মাসের শুরুতে একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি আমার ব্যক্তিগত জীবনের এবং ছোটবেলার ট্রমা নিয়ে কিছু অভিজ্ঞতা শেয়ার করেছিলাম। এবং সেই বক্তব্য সকলের কাছে এমনভাবে ছড়িয়ে পড়ে। এই প্রসঙ্গে যে আমি বলব, সেটাই আমার কাছে একদম অন্যরকম সিদ্ধান্ত, এবং এতে আমার জীবনের মোড় ঘুরে গিয়েছে সেটা বলাই যায়। এই ঘটনায় বছরের পর বছর আমি যে চুপ করে ছিলাম, সেটার একটা শেষ হল। কিছু ক্ল্যারিটি পরিষ্কার হওয়ার খুব দরকার।

আরও পড়ুন  -   Oindrila Sen : 'দুষ্টু'-র সঙ্গে 'দুষ্টুমি', বিনা অনুমতিতে ঐন্দ্রিলার ছবি ব্যবহার! কাঠগোড়ায় অনলাইন শপিং সংস্থা

Advertisment

এশা আরও বলেন, "আমি জানতাম এটা আমার ইফেক্ট করবে। এবং আমার পরিবার পরিজন, ভাইবোন বন্ধু বান্ধব সকলকে এটা ইফেক্ট করবে। কিন্তু ২৪ বছর ধরে যার মধ্যে আমি ডুবে আছি এবং ক্ষতিগ্রস্থ, সেটা নিয়ে আলোচনা করতেই হত। এটা এমন একটা বাস্তব, যেটা থেকে পালানোর আমার রেহাই নেই। আমার উদ্দেশ্যে কোনোদিন এটা ছিল না যে কাউকে আঘাত করব, কিন্তু সেইদিকে আলোকপাত করতে চেয়েছিলাম যেটা আমায় আকৃতি দিয়েছিল বাস্তব জীবনে। আমি আশা করব আমার মত আরও যারা আছেন, তাঁরা আমায় দেখে উদ্বুদ্ধ হবেন। তাঁরা নিজের পরিবারের যে সমস্যা আছে সেটাকে শেষ করার চেষ্টা করবেন। আমেরিকার মানুষ হিসেবে আমি সততার সঙ্গে বলার সাহস দেখিয়েছি।"

উল্লেখ্য, রূপালী একজনের সংসার ভেঙে নিজের সংসার গড়েছেন বলেই অভিযোগ করেন এশা। শুধু তাই নয়, তিনি এমনও বলেছিলেন, সন্তান হিসেবে তাঁর বাবার তরফে যা যা সহ্য করেছেন তিনি সেটা ভীষণ কষ্টদায়ক। কিন্তু, রূপালী এসব অভিযোগ অস্বীকার করেছেন। তাই তো তিনি তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেন।

Rupali Ganguly Bollywood Actor bollywood actress