Advertisment
Presenting Partner
Desktop GIF

‘অ্য়া স্য়ুটেবল বয়’ বিতর্কে নেটফ্লিক্সের দুই আধিকারিকের বিরুদ্ধে এফআইআর

মীরা নায়ার পরিচালিত এই ওয়েব সিরিজে মন্দির প্রাঙ্গনে চুম্বন দৃশ্য় ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
A Suitable Boy,অ্য়া স্য়ুটেবল বয়

ছবি: ইনস্টাগ্রাম।

‘অ্য়া স্য়ুটেবল বয়’ ঘিরে বিতর্ক পর্ব নয়া মোড় নিল। নেটফ্লিক্সের দুই এগজিকিউটিভের বিরুদ্ধে সোমবার মধ্য়প্রদেশে এফআইআর দায়ের করা হল। এই ওয়েব সিরিজ ধর্মীয় ভাবাবেগে আঘাত হেনেছে বলে অভিযোগ উঠেছে। মীরা নায়ার পরিচালিত এই ওয়েব সিরিজে মন্দির প্রাঙ্গনে চুম্বন দৃশ্য় ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।

Advertisment

নেটফ্লিক্সের কনটেন্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট মনিকা শেরগিল ও সংস্থার পাবলিক পলিসি ডিরেক্টর অম্বিকা খুরানার নামে এফআইআর দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মধ্য়প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। ভারতীয় দণ্ডবিধির ২৯৫ এ ধারায় এফআইআর দায়ের করা হয়েছে।

আরও পড়ুন: লাভ জিহাদে উসকানি! কাঠগড়ায় Netflix-এর ‘আ সুইটেবল বয়’ সিরিজ

ভারতীয় জনতা যুব মোর্চার জাতীয় সম্পাদক গৌরব তিওয়ারির অভিযোগের প্রেক্ষিতে এফআইআর দায়ের করেছে রেওয়া পুলিশ। আপত্তিকর দৃশ্য় সরিয়ে ক্ষমা চাইতে হবে নেটফ্লিক্স ও সিরিজটির নির্মাতাদের, এমন দাবিই করেছেন গৌরব। ওই সিরিজের ‘আপত্তিকর দৃশ্য়’ লাভ জিহাদকে প্রশ্রয় দিয়েছে বলে দাবি করেছেন গৌরব।

রেওয়া পুলিশ সুপার রাকেশ কুমার সিং জানিয়েছেন, এফআইআর দায়ের করা হয়েছে। সেইসঙ্গে তদন্তপ্রক্রিয়া চালানো হচ্ছে।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Bollywood News
Advertisment