Advertisment
Presenting Partner
Desktop GIF

ভয়াবহ বন্যায় ডুবেছে অসম, বিপুল আর্থিক সাহায্য 'দিলদার' আমির খানের

আমিরকে পাল্টা ধন্যবাদ অসমের মুখ্যমন্ত্রী হেমন্তর।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Aamir Khan, flood effected Assam, Assam, Aamir Khan helps flood effected Assam, অসমের বন্যা, অসমের খবর, আমির খান, অসমের বন্যায় আর্থিক সাহায্য আমির খানের, bengali news today

বন্যা প্লাবিত অসমের পাশে আমির খান

ভয়াবহ বন্যায় ডুবেছে অসম। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশোর ওপর। বন্যা কবলিত রাজ্যের প্রায় সাড়ে পাঁচ হাজার গ্রামের ভয়ঙ্কর অবস্থা। আটকে রয়েছেন ৫০ লক্ষেরও বেশি মানুষ। কারও মাথার ছাদ উড়েছে। কেউ বা একটু জল-খাবারের আশায় চাতক পাখির মতো চেয়ে রয়েছেন। এমতাবস্থায় কেন্দ্রীয় সরকারের কপালেও চিন্তার ভাঁজ! আর অসমের সেই বন্যা দুর্গতদের পাশেই এবার দাঁড়ালেন আমির খান।

Advertisment

বিপুল পরিমাণ আর্থিক সাহায্য করেছেন অভিনেতা। অসমের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে মোট ২৫ লক্ষ টাকা দিয়ে আর্থিক সাহায্য করেছেন আমির। বলিউড অভিনেতাকে পাল্টা ধন্যবাদ জানাতে ভোলেননি অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাও। নিজের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে টুইট করে তিনি জানান, "আমাদের রাজ্যের বন্যা দুর্গতদের জন্য সাহায্যএর হাত বাড়িয়ে দিয়েছেন আমির খান। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে মোট ২৫ লক্ষ টাকা দান করেছেন তিনি। ওঁকে অসংখ্য ধন্যবাদ এমন মানবিক উদ্যোগের জন্য।"

<আরও পড়ুন: ‘শোয়েবের বলেও এত স্পিড নেই..!’, আলিয়ার মা হওয়ার খবরে রণবীরকে কটাক্ষ>

আমিরের এমন মহানুভবতায় আপ্লুত অনুরাগীরা। তাঁদের মন্তব্য, "প্রকৃত দেশপ্রেমের উদাহরণ।" প্রসঙ্গত, আমিরের আগে বন্যা প্লাবিত অসমের তহবিলে টাকা দিয়েছেন মুকেশ আম্বানি থেকে বলিউড অভিনেতা অর্জুন কাপুর, পরিচালক রোহিত শেট্টিও। গায়ক সোনু নিগমও ৫ লক্ষ টাকা দিয়েছেন। এছাড়াও অসমের বন্যাদুর্গতদের সাহায্যে মিউজক প্রোডিউসার ভূষণ কুমার দিয়েছেন ১১ লক্ষ টাকা।

উল্লেখ্য, অসমের বজলি, বক্সা, বরপেটা, গোয়ালপাড়া, কামরূপ, লখিমপুর থেকে মাজুলি, নগাঁও, নলবাড়ির মতো একাধিক জেলা বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে। উদ্বিগ্ন নরেন্দ্র মোদী অসমের মুখ্যমন্ত্রী হেমন্তকে ফোন করে সেই পরিস্থিতির কথা জানতেও চেয়েছেন। সবরকম সাহায্যের আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

aamir khan bollywood Assam Entertainment News
Advertisment