Advertisment
Presenting Partner
Desktop GIF

হাসপাতালে আমির খানের মা, উদ্বিগ্ন অভিনেতা

উৎসবের মরশুমে অসুস্থ অভিনেতার মা

author-image
IE Bangla Entertainment Desk
New Update
amir khan mother health news

অসুস্থ আমির খানের মা

খারাপ খবর বলিউডে। অসুস্থ আমির খানের মা জিনাত হুসেন। তড়িঘড়ি ভর্তি করা হল হাসপাতালে। দিওয়ালির সময় থেকেই অসুস্থ অভিনেতার মা।

Advertisment

মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। এখনও পর্যন্ত চিকিৎসাধীন। হৃদরোগে আক্রান্ত জিনাত হুসেন। পঞ্চগ্নির বাড়িতেই ছিলেন, কিন্তু হার্ট অ্যাটাকের পরবর্তীতে তাঁকে মুম্বই নিয়ে আসা হয়েছে। আমি এবং তাঁর পরিবার সঙ্গেই রয়েছেন হাসপাতালে।

আরও পড়ুন < প্রয়াত অভিনেত্রী সোনালী চক্রবর্তী, বাংলা চলচ্চিত্র জগতে শোকের ছায়া >

দিওয়ালির অনুষ্ঠানে বেজায় আনন্দে ছিলেন। পরিবারের সঙ্গেই পঞ্চগনির বাড়িতে উৎসব উদযাপন করছিলেন। তবে শরীর খারাপ হতেই বিপত্তি। কিছুমাস আগেও মায়ের জন্মদিন পালন করেছিলেন আমির। প্রাক্তন স্ত্রী কিরণ রাও এবং ছেলে আজাদ হাজির ছিলেন জন্মদিনের সেই অনুষ্ঠানে।

মায়ের দেখভাল করতে ব্যাস্ত আমির। নিজেই তদারকি করছেন সবকিছু। কিছুদিন আগেই রিলিজ করেছিল লাল সিং চাড্ডা। সেই নিয়েও শোরগোল কম হয়নি। তবে, আপাতত নিজের কাছের লোকদের সঙ্গ দিচ্ছেন তিনি।

aamir khan bollywood tollywood Entertainment News
Advertisment