সল্ট লেকের রাস্তায় হারিয়ে গিয়েছেন কিংবা উত্তর কলকাতার গলি থেকে বেরোতে পারছেন না? আপনার একমাত্র স্মার্ট চয়েস গুগল ম্যাপ। তবে বর্তমানে এই পথ নির্দেশ দিচ্ছেন আমির খান। টুপি পরে, ঘোড়ায় চড়ে, রীতিমতো বলে বলে পথ দেখাচ্ছেন তিনি। না না! নতুন কোনও প্রফেশন নয়, ছবির প্রচারে এহেন উপায় বার করেছেন মিস্টার পারফেকশনিস্ট।
ঠাগস অফ হিন্দোস্থানের প্রচারে অভিনব পদ্ধতি আয়ত্ত করেছেন আমির খান। গুগল ম্যাপে গিয়ে সার্চের জায়গায় ডেস্টিনেশন লিখুন, তীরের পাশে আসবে আমিরের টুপি পরা ছবি। সেখানে ক্লিক করলেই লেখা আসবে 'চলো'। ব্যস, কথা বলে আপনার গন্তব্যে নিয়ে যাবে ফিরঙ্গি।
আরও পড়ুন: রোমাঞ্চকর সমাপ্তি নিয়ে আসছে গেম অফ থ্রোনসের অষ্টম সিজন
যশ রাজ ফিল্মসের এই ছবি পিরিয়ড ড্রামা। ১৭৯৫ সালে ঠগীরা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছিলেন। ঠগীদের দলপতির ভূমিকায় দেখা যাবে অমিতাভ বচ্চনকে। ফতিমা সানা শেখকে দেখা যাবে জাফিরার ভূমিকায়। আর সুরাইয়ার চরিত্রে ক্যাটরিনা কাইফ। ফিলিপ মিড্যোস টেলরের উপন্যাস ‘কনফেশনস অফ আ থাগ’ এবং ‘দ্য কাল্ট অফ দ্য ঠগী’ অবলম্বনেই তৈরি এই ছবির প্লট। ছবিতে আমির খান মুখ্য চরিত্র আমির আলির ভূমিকায় অভিনয় করছেন।
দীপাবলীতে মুক্তি পাওয়ার কথা এই ছবির। এবং নির্মাতারা বলেছেন, এখনও পর্যন্ত বলিউডের অন্যতম বড় রিলিজগুলির একটি হতে চলেছে ‘ঠাগস অফ হিন্দোস্তান’। বড় পর্দায় আগে না দেখা সিনেম্যাটিক অভিজ্ঞতা পেতে চলেছেন দর্শক, এমনটাই দাবী তাঁদের। ৮ নভেম্বরেই মুক্তি পাবে ঠাগস অফ হিন্দোস্তান। তার আগে এমন প্রচার উৎসাহ বাড়াবে বৈকি।