/indian-express-bangla/media/media_files/2025/01/20/dfqy5RmfPzJ7tfKzieFB.jpg)
Salman-aamir: বিগ বসের মঞ্চে ভাইচারা আমির-সলমনের Photograph: (Instagram)
Salman Khan-Aamir Khan: সলমন খান জানিয়ে দিয়েছেন তিনি আর আসন্ন বিগ বসের শো হোস্ট করবেন না। কিন্তু, গতকাল অভিনেতার শোয়ে আমির খান এসে যে কান্ড ঘটিয়েছেন, তাতে নানা প্রশ্ন উঠছে। তিনি যেন দায়িত্ব নিয়েছিলেন, সলমনের রহস্য ফাঁস করার। আর মিস্টার পারফেক্ট ঠিক তাই করলেন।
বিগ বসের ফাইনাল উপলক্ষে উপস্থিত ছিলেন আমির খান। আমিরের উপস্থিতি যে সলমনকে বেশ আনন্দ দিয়েছে সেকথা আর নতুন করে বলার নয়। বেশ অনেক স্মৃতি খোলসা করেন মিস্টার পারফেক্ট এবং সলমনের বেশ কিছু লুকিয়ে রাখা তথ্য সকলের সামনে শেয়ার করেন তিনি। আমির নাকি প্রতিজ্ঞা করেছিলেন সলমনের সঙ্গে আর কোনোদিন কাজ করবেন না, এমনকি ভাইজান নিজের ফোন দিতেও অস্বীকার করেন আমিরকে।
আসলে, আমির তাঁর ছেলে জুনায়েদের নতুন ছবির প্রমোশন এসেছিলেন। সেখানে এসেই আমিরকে সামনে পেয়ে অনেক তথ্য সামনে আনেন সলমন। ভাইজান জানান, আমির নাকি বলেছিলেন সলমনের সঙ্গে কাজ করবেন না। কারণ, অবশ্যই! তখন ভাইজান একসঙ্গে ১৩টা ছবিতে কাজ করছেন, আর আমিরের সঙ্গেও একটি ছবিতে কাজ করছিলেন। কিন্তু, আমির খানকে যে এত সময় অপেক্ষা করতে হবে, তাতেই রেগেমেগে এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
আরও পড়ুন - Bigg Boss 18 Winning Controversy: আগে থেকেই প্ল্যানিং প্লটিং চলে Bigg Boss এ? রজত - ভিভিয়ানের হাতে ট্রফি না যেতেই বয়কটের ডাক...
এখানেই শেষ নয়। গতকালের ফোন কাণ্ড কিন্তু চাইলেও অস্বীকার করা যাবে না। কারণ? দুই বন্ধু সামনাসামনি, একে অপরের প্রসঙ্গে অনেককিছুই জানেন। তাই ফোন পাল্টাপাল্টি হলে যে ঘোরতর মুশকিল। তাই, প্রথম দিকে আমিরের হাতে ফোন তুলে দিতে না চাইলেও অবশেষে তিনি বাধ্য হলেন। আর তাঁর ফোনের চ্যাট দেখে আমির এমন কিছু বলেন, যাতে না হেসে উপায় নেই। আমির বললেন, "এর সঙ্গে এখনও যোগাযোগ আছে তোর?" উত্তরে ভাইজান বলেন, "আমি কাউকে নিজে থেকে যেতে বলি না।"
অন্যদিকে, ভাইজান আমিরকে বললেন, যে তোর ফোনে কী থাকতে পারে? হাসির ছলেই উত্তর দিলেন আমিরের ছেলে জুনায়েদ। তিনি বললেন, কী আর থাকবে বাবার ফোনে? দুজন প্রাক্তন স্ত্রীর গালাগালি ছাড়া! এরপরেই হাসিতে ফেটে পরেন বেশিরভাগ।