Aamir Khan, Salman Khan, Andaz Apna Apna Sequel: নব্বই দশকের বিখ্যাত ছবি, আমির খান ও সলমন খান অভিনীত 'আন্দাজ আপনা আপনা'-র সিকোয়েল নিয়ে কানাঘুষো চলছিল বহুদিন ধরেই। সম্প্রতি সেই প্রসঙ্গে মুখ খুলেছেন ছবির চিত্রনাট্য়কার দিলীপ শুক্লা এবং তিনি জানিয়েছেন আমির ও সলমন ছাড়া ওই ছবির সিকোয়েল সম্ভব নয়।
দিলীপ শুক্লা সম্প্রতি 'এশিয়ান এজ'-কে জানিয়েছেন যে প্রযোজক বিনয় শুক্লার মেয়ে প্রীতি শুক্লার অনুরোধে তিনি 'আন্দাজ আপনা আপনা'-র সিকোয়েল লিখতে শুরু করেছেন। ''ওই ছবির সিকোয়েল লেখা খুব সোজা কাজ নয়। আমাকে এমন কিছু দিতে হবে, যাতে দ্বিতীয় ছবিটি দর্শকের কাছে আগের ছবির চেয়েও বেশি আকর্ষণীয় হয়। তবে আমির ও সলমনকে বাদ দিয়ে সিকোয়েল হবে না'', এমনটাই বলেন তিনি।
আরও পড়ুন: ‘ভিকি ডোনর’ ছবিতে আয়ুষ্মানের নায়িকা হতেন রাধিকাই
এই সিকোয়েলে আমির খান ও সলমন খান যে থাকছেনই সেটা নিশ্চিত করে দিলীপ শুক্লা জানিয়েছেন যে আরও তিনটি মুখ্য় চরিত্র থাকবে গল্পে তবে সেই চরিত্রগুলিতে নির্দিষ্ট ঠিক কোন কোন অভিনেতা বা অভিনেত্রীকে দেখা যাবে তা এখনও জানা যায়নি। একবার শোনা গিয়েছিল যে রণবীর সিং থাকতে পারেন 'আন্দাজ আপনা আপনা' সিকোয়েলে।
রণবীরের একটি টুইট ঘিরে তেমনই একটা জল্পনা তৈরি হয়েছিল কিন্তু এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তাঁর নাম সামনে আসেনি। আমির খান ও সলমন খান ছাড়াও 'আন্দাজ আপনা আপনা'-তে মুখ্য চরিত্রে ছিলেন রবিনা ট্যান্ডন, করিশ্মা কাপুর, শক্তি কাপুর ও পরেশ রাওয়াল।
আরও পড়ুন: নিক-প্রিয়াঙ্কার জীবনে সন্তান আসতে চলেছে বেশ তাড়াতাড়ি
সিকোয়েলে আমির-সলমন যে থাকছেন সেটা তো প্রায় নিশ্চিত কিন্তু আগের ছবির এই মুখ্য় চরিত্রের অভিনেতা-অভিনেত্রীদেরও দেখা যাবে কি না, সেই নিয়ে এখনও কিছু বলেননি দিলীপ শুক্লা।
'আন্দাজ আপনা আপনা'-কে মেনস্ট্রিম বলিউড ঘরানার অন্য়তম কাল্ট ছবি হিসেবে গণ্য করা হলেও, ১৯৯৪ সালে যখন ছবিটি মুক্তি পায়, তখন সেভাবে ব্য়বসা করতে পারেনি এই ছবি। আশা করা যায়, সিকোয়েলের ক্ষেত্রে তার উল্টোটাই ঘটবে এবং নতুন প্রজন্মের দর্শকের মন জয় করতে পারবে এই ছবি।