Aamir Khan-Gauri Spratt Marriage: ২০ জুন সিলভার স্ক্রিনে মুক্তি পেয়েছে আমির খানের সিতারে জমিন পর। মুক্তির পরই বক্স অফিসে ব্যাপক সড়া ফেলেছে। নতুন ছবির সাফল্যের মাঝেই বিরাট ঘোষণা বলিউডের মিস্টার পারফেক্টশনিস্টের। শুরু করে দিয়েছেন পরবর্তী কাজ। মহাভারতের কাহিনি এবার সিনেমার পর্দায় তবে সিরিজের আকারে। এই ছবিতে ইন্ডাস্ট্রির কোনও তাবড় তারকাকে দেখা যাবে না সে বিষয়টিও স্পষ্ট করে দিয়েছেন আমির। একইসঙ্গে জানিয়েছেন কী ভাবে ব্যস্ততার মাঝে প্রেমিকা গৌরীর সঙ্গে বিয়েটা সেরে ফেলেছেন! শুনে অবাক হলেও, এটাই কিন্তু ঘোর বাস্তব। আমির খান SCREE-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে নিজের মুখে সেই কথা স্বীকার করেছেন। চুপিসারে মনের মানুষের সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়েছেন!! কিন্তু, এখানে রয়েছে কাহানি মে ট্যুইস্ট।
৬০ তম জন্মদিনে গৌরীর সঙ্গে সম্পর্কে সিলমোহর দিয়েছেন দিল চাহতা হ্যায় অভিনেতা আমির খান। জবনে এখন নতুন প্রেমের বসন্ত, SCREE-এর প্রশ্নের উত্তরে পূর্ণ সম্মতি দিয়েছেন অভিনেতা। এই সাক্ষাৎকারে সাফ জানিয়ে দিলেন তিনি গৌরীর সঙ্গে শুধু প্রেমের সম্পর্কেই নেই, তাঁকে বিয়েও করেছেন। আমিরের সংযোজন, 'আমি আর গৌরী দুজনেই সম্পর্কর বিষয়ে খুব সিরিয়াস। আমরা পার্টনার। বিয়ে তো এমন একটি বিষয় যেটা হৃদয় থেকে হয়। সেটা আমি গৌরীর সঙ্গে করে ফেলেছি। আনুষ্ঠানিক ভাবে বিয়েকে স্বীকৃতি দেব কিনা সেটা আমরা পরে ভেবে দেখব। আপাতত এখন দুজন একসঙ্গে ভাল আছি।'
আরও পড়ুন 'মহাভারতের পর হয়ত আর...', বলিউড নিয়ে বিরাট সিদ্ধান্ত মিস্টার পারফেক্টশনিস্ট আমির খানের
নতুন ছবি মহাভারত প্রসঙ্গে কী বললেন আমির খান? তিনি জানাচ্ছেন, 'অগাস্ট থেকেই নতুন ছবির কাজ শুরু করব। সিরিজের আকারে সিনেমাটি মুক্তি পাবে। একটি ছবিতে মহাভারতের সম্পূর্ণ গল্প বলা একপ্রকার অসম্ভব ব্যাপার। মহাভারত খুব সাঙ্ঘাতিক। এটা এমন একটি গল্প যা আমার রক্তে মিশে রয়েছে। এই গল্প নিয়ে অন্য কিছু করা সম্ভব নয়। আমি সেই বার্তাই সকলের কাছে পৌঁছে দিতে চাই। তাই এই ছবি তৈরির সিদ্ধান্ত নিয়েছি।' সিতারে জমিন পর তৈরি করতে এতগুলো বছর কেন সময় লাগল? কী বললেন আমির খান?
আরও পড়ুন 'মনে হয় নিজেকে...' মদের নেশায় একেবারে বেহুঁশ! নিজেকে কেন মেরে ফেলতে চাইতেন মিস্টার পারফেক্টশনিস্ট?
অভিনেতার সংযোজন, 'কোভিড ও অন্য কিছু সমস্যার জন্য তিন বছর সময় লাগল। কিন্তু, কাজ অনেক আগেই শুরু হয়েছিল। যখন লাল সিং চড্ডা বক্স অফিসে মুখ থুব়ড়ে পড়ল তখন অনেকেই আমাকে সিতারে জমিন পর না বানানোর পরামর্শ দিয়েছেন। যদিও লাল সিং চড্ডা ব্যক্তিগতভাবে আমার পছন্দের ছবি। কিন্তু, দর্শকের রায় তো আমাকে মেনে নিতেই হবে। দর্শক আজকাল সিনেমাহলে অ্যাকশন দেখতে ভালবাসছেন। তার মাঝেও সিতারে জমিন পর-এর মতো ছবি তৈরি হওয়া উচিত।'