Aamir Khan-Reena Dutta Divorce: রূপোলি দুনিয়ার অন্দরে ঘটে যায় কত না ঘটনা। প্রেম-বিয়ে-ডিভোর্স-একে অপরকে দোষারোপের মত একাধিক নজির রয়েছে টিনসেল টাউনে। আবার এমন চিত্রও দেখা যায়, ব্রেক আপ বা বিবাহবিচ্ছেদের পরও প্রাক্তনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলা। সেই তালিকায় নিঃসন্দেহে যাঁর নাম উঠে আসে তিনি নান আদার দ্যান বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট আমির খান। অভিনেতা হিসেবে কেরিয়ার শুরু করলেও পা গলিয়েছেন প্রযোজকের জুতোতেও। সেখানেও সফল আমির খান। ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় থাকেন অভিনেতা। রীনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর গৌরীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আমির। কিন্তু, জানেন প্রথম স্ত্রী রীনার সঙ্গে ডিভোর্সের পর মদে ডুবে থাকতেন আমির। নিজেকে শেষ করে ফেলতে চেয়েছিলেন। নেপথ্যে রয়েছে এক লম্বা কাহিনি।
অভিনেতার পড়শি ছিলেন রীনা। জানলায় দাঁড়িয়ে থাকতেন মনের মানুষকে একবার দেখার জন্য। রক্ত দিয়ে প্রেমিকাকে চিঠি লিখে মন পেতে চেয়েছিলেন আমির খান। তাতেও মন গলেনি রীনার। অবশেষে অনেক সাধ্যসাধনা করে রীনার মন পেয়েছেন আমির। চুপিসারে দুজনে বিয়েও করেন। আমিরের ডেবিউ মুভি Qayamat Se Qayamat Tak-এ ছোট্ট একটি অংশে অভিনয়ও করেছিলেন রীনা। তখনও কেউ ঘুণাক্ষরেও টের পায়নি তাঁরা স্বামী-স্ত্রী। সুখী দাম্পত্যে এসেছে সন্তান সুখও। আচমকাই ২০০২ সালে আলাদা হয়ে যায় দুজনের পথ। আমিরের প্রযোজনা সংস্থার তরফে প্রথম ছবি লাগান মুক্তির পরই বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন প্রাক্তন দম্পতি। তারপরই আমিরের জীবন পুরো ওলোটপালট হয়ে যায়। এক সাক্ষাৎকারে জীবনের কঠিন সময়ের কথা নিজেই জানিয়েছেন আমির খান।
আরও পড়ুন যৌবন ধরে রাখাই হল কাল! অতিরিক্ত ওষুধ-ইনজেকশনেই অকাল মৃত্যু শেফালির? মুখ খুললেন চিকিৎসক
এই বিচ্ছেদ একেবারেই মেনে নিতে পারেননি অভিনেতা। অভিনয় জগৎ থেকেও একপ্রকার নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। বছরে একটি মাত্র ছবিতে দেখা পাওয়া যেত আমিরের। Lallantop-এর তরফে একটি প্রোমো শেয়ার করা হয়েছে যেখানে আমিরে বক্তব্যের ঝলক রয়েছে। তিনি বলছেন, 'রীনা আর আমার বিচ্ছেদের পর মদের পুরো বোতল শেষ করে ফেলতাম। দেড় বছর আমি নিয়মিত মদ্যপান করেছি। আমার ঘুম আসত না। মদ খেয়ে আমি বেহুঁশ থাকতাম। মনে হত নিজেকে শেষ করে দিই। তখন কাজ করাও কমিয়ে দিয়েছিলাম। কারও সঙ্গে দেখা করতে ভাল লাগত না।সেই বছরই লাগান মুক্তি পেয়েছিল। আমাকে তখন ম্যান অফ দ্য ইয়ার তকমা দেওয়া হয়েছিল। কিন্তু, আমার কাছে তখন ওটা বিদ্রুপ মনে হত।'
করণ জোহরের শো কফি উইথ করণেও আমির খান জীবনের এই কালো অধ্যায় নিয়ে আলোচনা করেছিলেন। একইসঙ্গে বলেছিলেন তাঁদের বিবাহবিচ্ছেদ হলেও পরস্পরের প্রতি আজও সম্মান বজায় রাখেন। রীমার সঙ্গে দীর্ঘ ১৬ বছরের দাম্পত্যে ইতি টানার পর ২০০৫-এ কিরণ রাওয়ের সঙ্গে বৈবাহিক জীবনে পা রাখেন আমির। ২০২১-এ ভেঙে যায় সেই সম্পর্কও। এই মুহূর্তে গৌরীর সঙ্গে ডেট করছেন বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট। একইসঙ্গে দুই প্রাক্তন স্ত্রীর সঙ্গেও সুসম্পর্ক বজায় রেখেছেন।
আরও পড়ুন স্নায়বিক রোগে ভুগছিলেন শেফালি? অতিরিক্ত ওষুধ সেবনই কাড়ল প্রাণ! কী বলছে ময়নাতদন্তের রিপোর্ট?