Advertisment
Presenting Partner
Desktop GIF

'হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাতের কোনও অধিকার নেই', আমিরকে হুঁশিয়ারি মধ্যপ্রদেশের মন্ত্রীর

কালের ফের! এবার বিজ্ঞাপনে হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগ অমিরের বিরুদ্ধে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Aamir Khan, Aamir Khan ad controversy, Aamir Khan news, MP home minister, BJP, Bollywood news, আমির খান, নরোত্তম মিশ্র, আমির খানের বিজ্ঞাপন, bengali news today

আমির খানের বিজ্ঞাপন নিয়ে বিতর্ক, হুঁশিয়ারি মধ্যপ্রদেশের মন্ত্রীর

সময়টা নেহাত খারাপ যাচ্ছে আমির খানের। একের পর এক আক্রমণ বাণ, কটাক্ষ, হুমকি। এবার আবার এক বিজ্ঞাপনের জেরে মন্ত্রীর রোষানলে পড়তে হল অভিনেতাকে। হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠেছে আমিরের বিরুদ্ধে। সেই প্রেক্ষিতেই বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশের গৃহমন্ত্রী নরোত্তম মিশ্রর মন্তব্য, "হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাতের কোনও অধিকার নেই আমির খানের।"

Advertisment

সম্প্রতি মুক্তি পেয়েছে এক ব্যাংকের বিজ্ঞাপন। যেখানে প্রথমবারের জন্য দেখা গেল দম্পতির ভূমিকায় আমির খান ও কিয়ারা আডবানিকে। তবে আপত্তি বিজ্ঞাপনের কন্টেন্ট নিয়ে। ভিডিওতে দেখা গিয়েছে, কনেবিদায়ের পর আমির কিয়ারাকে বলছেন- 'প্রথমবার দেখলাম বিদায়ের সময় কোনও বউ কাঁদছে না।' এর উত্তরে নায়িকা বলেন- 'তুমিও তো কাঁদছ না।' পরক্ষণেই দেখা যায়, গৃহপ্রবেশের সময়ে আমিরের প্রশ্ন- 'এই ঘরে কে আগে পা রাখবে?' কিয়ারার পাল্টা প্রশ্ন- 'এখানে নতুন কে?' উত্তরে অভিনেতার জবাব, 'আমিই তো নতুন। মানে..।' এরপরই আমিরকে দেখা যায় ঘরে প্রবেশ করতে। নতুন জামাইকে স্বাগত জানানো হয় কনের বাড়ির পক্ষ থেকে।

<আরও পড়ুন: ‘কপিল দেব আমায় নিয়ে গর্বিত’, একের পর এক পুরস্কারে আবেগপ্রবণ রণবীর সিং>

অন্যদিকে, কিয়ারাও আমিরকে ধন্যবাদ জানান এত বড় পদক্ষেপ নেওয়ার জন্য। বিজ্ঞাপনের এই অংশেই নেপথ্যকণ্ঠে শোনা যায়, "দীর্ঘদিন ধরে যে প্রথা চলছে, সেটাই চলতে থাকে? কেন এমনটা হয়? আর সেই কারণেই ব্যাংকের সমস্ত নিয়ম নিয়ে প্রশ্ন তুলব। যাতে আপনারা সেরা পরিষেবাটাই পান।" এই বিজ্ঞাপনকে তুলোধনা করে প্রথমে প্রশ্ন তোলেন 'দ্য কাশ্মীর ফাইলস' পরিচালক বিবেক অগ্নিহোত্রী। নির্মাতাদের মূর্খ অবধি বলতে ছাড়েননি তিনি। এরপরই নরোত্তম মিশ্র ময়দানে নামেন।

আমির খানের উদ্দেশে তাঁর সাফ মন্তব্য, "নানা অভিযোগ পেয়ে আমির খানের এই বিজ্ঞাপনটা দেখলাম। ওঁকে অনুরোধ করব, এধরনের বিজ্ঞাপন তৈরির সময়ে ভারতীয় ঐতিহ্য, প্রথার কথা যেন মাথায় রাখেন। আমার মোটেই যথাযথ বলে মনে হল না। এইধরণের কাজের মাধ্যমে হিন্দুদের ভাবাবেগে আঘাত করছেন উনি। ওঁর কোনও অধিকার নেই এটা করার।"

bollywood bjp Madhya Pradesh aamir khan Entertainment News Narottam Mishra
Advertisment